![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেলার মান্দায় স্ত্রীকে আমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী রুবেল হোসেনকে (৩০)গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, যৌতুক না পেয়ে রুবেল তার মা ও বোন মিলে স্ত্রীর মাথা কামিয়ে দেয়া দেয়। এছাড়া স্ত্রীকে সিগারেটের আগুনের ছ্যাকা দেয়াও দেয় সে। গ্রেপ্তার রুবেল হোসেন আঁয়াপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী।
তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী স্বামী রুবেল হোসেনসহ তিন জনের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা হলেন, শাশুড়ি রাহেলা বিবি ও জা বেবি বেগম।
নির্যাতনের শিকার ওই নারী বলেন, সোমবার দুপুরে রুবেলের সহায়তায় ঘরের ভেতর আটকিয়ে শাশুড়ি রাহেলা ও জা বেবি বেগম মাথা কামিয়ে দিয়েছেন। এ সময় রুবেল বিড়ির (সিগারেট) আগুন দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাকা দেন।
তার বাবা আব্বাস আলী জানান, প্রায় চার বছর আগে রুবেল হোসেনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল।
তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে প্রায়ই নির্যাতন করতো রুবেল। মাস খানেক আগে রুবেল রাতে বাড়িরে পাশের একটি কলাবাগানে নিয়ে জবাই করে হত্যার চেষ্টাও করে। কিন্তু পরে তা সালিশ বৈঠকে মিটমাট করা হয়।
©somewhere in net ltd.