নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ এ স্বাগতম

নিজের সম্পর্কে বলতে গেলে লেখা শেষ হবে নাহ, থাক না আর একদিন ...।

এক্স ফ্যাক্টর

একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ

এক্স ফ্যাক্টর › বিস্তারিত পোস্টঃ

যেকারণে আপনি “গ্রামীণফোন” ছেড়ে “টেলিটক” ব্যবহার করবেন। বিবরণ সহ বিস্তারিত…

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩



প্রথমে যে কথাটি বলতে হয় সেটি হল টেলিটক আমাদের দেশীয় ফোন হিসেবে ব্যবহার করা এক প্রকার কর্তব্যই বলতে পারেন। টেলিটক গ্রামীণফোনের সাথে পাল্লা দিয়ে পারবে না এটা ঠিক। কিন্তু কোন সময় পারবে এটাও ঠিক যদি আমরা চাই। একটা কথা আছে, ইচ্ছাই বড় শক্তি। ঠিক তেমনি আমরা যদি ইচ্ছা করি তাহলে টেলিটক ও পারবে। কেননা এটা যে আমাদের ফোন।

তার আগে চলুন টেকটিউন্সে ব্যবহারকারীর প্রতিক্রিয়া দেখে আসি। আপনি টেকটিউন্সে বা গুগল "গ্রামীণফোন চোর" লিখে সার্চ দেন অবা এখানে ক্লিক করুন। যে যে টিউন দেখবেন সব জিপির কুকীর্তি।

এখন আসি মূল বিষয়ে। টেলিটকের দালালি করছি না। মানবতাবোধ থেকেই বোধহয় আজকের এই পোষ্ট। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি Grameenphone 3G এবং Teletalk 3G এর মধ্যে তুলনা মূলক পার্থক্য দেখানোর চেষ্টা করবো। যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করবো। কেন আমরা বারবার গ্রামীণফোনের পাতানো ফাঁদে পা বাড়াই? কেন আমরা বারবার প্রতারিত হচ্ছি? অনেক হয়েছে। আর না। জেগে উঠার সময় বোধহয় এখনই।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গ্রামীনফোনের প্রতারণা নিয়ে খুবই লেখালেখি হচ্ছে। আর এই লেখালেখি আজ বা কাল থেকে নয়। হচ্ছে আরো অনেক আগে থেকেই। যারা লেখছেন হয়তবা তারা সচেতন তাই চাচ্ছেন অন্যদেরকেও সচেতন করতে। যাই হোউক এসব কথা বাদ। আজকের এই পোষ্টের মূল লক্ষ হল Grameenphone 3G ও Teletalk 3G এর মধ্যে তুলনা মূলক পার্থক্য দেখানো। কল রেট নিয়ে ও কিছু আলোচনা করবো। যেহেতু বর্তমানে ইন্টারনেট নিয়েই বেশী আলোচনা হচ্ছে, সেহেতু আমারা Grameenphone এবং Teletalk এর Internet Package নিয়েই প্রথম আলোচনা করবো। তার আগে চুলন কেন মানুষ জিপি ব্যবহার করছে এবং টেলিটক ব্যবহার করছে না, সে কারণ সমুহ জানি। (কারণ গুলো আমার দৃষ্টিকোন থেকে বলবো)
গ্রামীণফোন মানুষ কেন ব্যবহার করছে?

গ্রামীণফোন মানুষ কেন ব্যবহার করছে সেটি আমার দৃষ্টিকোণ থেকে কিছু ব্যখ্যা করবো। প্রথমে যদি বলতে হয় তাহলে বলবো নাম কামানোর জন্যে। গ্রামীণফোন আজ ৫কোটির নেটওয়ার্ক। কিন্তু এতো ইউজার কেমনে হল? সেটির প্রথম কারণ হতে পারে ওদের নাম "গ্রামীণফোন" (হারামিফোনের বাচ্ছা) । যেমন লন্ডনী সাব নামেই। কামে কিন্তু পেঁয়াজ কাটা।

দ্বিতীয়ত হচ্ছে ওদের প্রলোভন। জন্মের পর থেকেই গ্রামীণফোন তাদের গ্রাহকদের লোভ দেখি দেখিয়ে আজ এ পর্যন্ত এসেছে। এমনকি এখনও সেটা দেখিয়েই যাচ্ছে। যেমন ক'দিন আগে সকলের জন্য ফেইসবুক ব্রাউজিং ফ্রী করে দিল। কোন এক প্রত্রিকায় ওদের হেড অফিসারের ভাষ্য পড়েছিলাম এরকম যে, "আমরা ৫ কোটি গ্রাহকের লক্ষে এই সেবাটি প্রদান করছি। যাতে করে আমরা খুব তাড়াতাড়ি ৫ কোটির পরিবার হতে পারি।" যখন তারা এই সেবাটি প্রদান করেছিল তখন কিন্তু তাদের গ্রাহক ৫ কোটি ছিল না। আর এই অফারটি দেওয়ার এক মাসের মাথায়ই তারা ৫ কোটি গ্রাহকে পরিণত হয়। তাছাড়া ১০-১৫ দিন আগে আরেকটি অফার দিল ১২ টাকায় Night Unlimited (যদিও ৩দিনের বেশি অফারটি ছিল না) । আবার এখন দিয়েছে বন্ধ সিমে ১৪ টাকা রিচার্জে Night Unlimited. বাহ!! কত সুন্দর সুন্দর পথ বার করছে আমাদের সাধরন জনগনের টাকা হাতিয়ে নেওয়ার। আর তাদের এসব অফার চালু বা বন্ধের কোন অফিশিয়াল নোটিশ নেই। যেমন করে তারা ফ্রী ফেইসবুক বন্ধ করে এক রাতে হাতিয়ে নিয়েছিল সাধারন মানুষের মোবাইলে রাখা কোটি কোটি টাকা।

৩য়ত ওদের নেটওয়ার্ক। হে ওদের নেটওয়ার্ক অন্য সব অপারেটরদের ছেড়ে ভালো। আমি ও বলি ভালো। কিন্তু নেটওয়ার্ক ভালো দিয়ে কি জনগনের মাথায় কাঠাল ভাঙ্গবে? বিষয় অনেকটা এরকম যে, "পুলা ৯৯% ই ভালো, খালি মাঝে মধ্যে নাইট ক্লাবে যায় আরকি (আধুনিক পুলা তো)। তেমনি আমাদের গ্রামীণফোন। আধুনিক নেটওয়ার্ক তো...

আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু বলার ততটুকু বললাম। আপনারা আরো ভালো বলতে পারবেন। যাই হোউক এবার চলুন দেখা যাক টেলিটক ব্যবহার না করার কারণ।
টেলিটক কেন ব্যবহার করছি না?

প্রথমেই বলবো এটা আমাদের দেশীয় ফোন। এজন্য আমরা ব্যবহার করছি না। কারণ আমরা বাঙালি। আমরা অন্য দেশের চাইপাস খেতে খুবই পছন্দ করি। তেমনি ভারতীয় সিরিয়াল একটি অন্যতম। যাই হউক আমরা সেদিকে না যাই।

২য়ত, প্রচারনা নেই। টেলিটক নামে যে একটি সিম কোম্পানি আছে, অনেকে সেটা জানেই না। বিশেষ করে গ্রামের লোকেরা। তবে ছাত্র-ছাত্রীরা জানে। কেন জানে বলার দরকার নাই।

৩য়ত, এটার জন্য আমাদের সরকারই ৯০% দায়ি। আমাদের দেশের সিমকে প্রাধান্য না দিয়ে অন্য সিমদের বেশী প্রাধান্য দেয়। কিন্তু অন্যদেশের দিকে তাকালে দেখবেন তাদের দেশীয় সিম কেই বেশী প্রাধান্য দিয়ে থাকে।

৪র্থ, ওদের সেবায় জনগণ সন্তুষ্ট না। নেটওয়ার্ক উন্নত না। যার কারণে সাধারন জনগণ টেলিটক ব্যবহার করছে না।

এতোসবের সমস্যা থাকার কারণে বলতে পারেন যে, তারপরেও কেন আমি টেলিটক ব্যবহার করতে বলছি। হে, তারপরেও আপনি টেলিটক ব্যবহার করতে পারেন। ৯০% যদি সরকারের দোষ হয় তাহলে বাকি ১০% আমাদের দোষ। আর এই ১০% দোষই যদি আমারা না করি তাহলে টেলিটক ও উন্নত হতে বেশী সময় লাগবে না। একটা উদারন দেই,মনে করেন একটি গ্রামের বইয়ের দোকানে সব ধরনেই বই নেই। কিছু কিছু আছে। এখন সেই গ্রামের ছেলে মেয়েরা তাদের কাঙ্কিত বইটি সে দোকানে পায় না। সে জন্য তারা চলে এসে গঞ্জ থেকে বই কিনে নেয়।কিন্তু তারা গঞ্জে না গিয়ে যদি সেই বই দোকানদারকে বলত যে আমাদের এই এই ধরনের বই দরকার। তাহলে সেই দোকানদার তার ব্যবসার খাতিরে অবশ্যই সেই বই গুলো তার দোকনে তুলে রাখত। কিন্তু তারা সেটি না করে অন্য দোকান বা গঞ্জ থেকে বই কিনে আনল। ঠিক তেমনি আমাদের টেলিটক ও। যাই হউক এটি একটি উদাহরণ মাত্র। বিষয়টি ঠিক এরকমই যে সেটি কিন্তু নয়।

সুক্ষ মস্তিষ্কে চিন্তা করুন। কেন আপনি দেশের সিম টেলিটক ইউজ করবেন না।? দামে কম। স্পীড ও বেশী। কোন প্রতরনা নেই। তাহলে কেন ব্যবহার করবেন না?

সবাইকে অনুরূদ করবো। যারা বর্তমানে গ্রামীণফোন ব্যবহার করছেন তারা একটি বারের জন্য হলে ও দেশের সিম টেলিটক ব্যবহার করে দেখেন। ছোট এমবির একটি প্যাকেজ এক্টিভ করে দেখুন। আশা করি ভালো লাগবে। আর ব্যবহার করার পর যদি আপনার মনে হয় যে না, দেশের সিম হিসেবে টেলিটকই ভালো, তাহলে এই বিজয়ের মাসে প্রতিজ্ঞা করবেন যেন আর অন্য কোন সিম ব্যবহার না করেন।

পোষ্টটা অনেক লম্বা হয়ে গেল তাই কল রেট নিয়ে বিস্তারিত কিছু লিখতে পারলাম না। যদি সময় পাই তাহলে অন্য কোন পোষ্টে কল রেট বিস্তারিত আলোচনা করবো। তবে এটা মনে রেখেন যে টেলিটক এর কল রেটও জিপির চেয়ে কম।

আজ পর্যন্তই। যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও সর্তক করে দিবেন। ধন্যবাদ... hug

teletalk internet package: Click This Link

(collected)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

বিডি আইডল বলেছেন: আমি ভাবছিলাম আপনি ডাটা দিয়ে বলবেন কেন টেলিটক ভালো...কিন্তু পরে দেখলাম এইটা আপনার কপি পেষ্ট পোষ্ট...কোন ফ্যাক্ট নাই।

জিপি ছাড়াও অন্য অনেক মোবাইল কোম্পানি আছে।

আর দেশী জিনিষ ব্যবহৃর করতে চান? বাজার সদাই, কাপড়-চোপড়, টিভির চ্যানেল এইসব ব্যবহৃর করার সময় মনে থাকে তো সে কথা??

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

এক্স ফ্যাক্টর বলেছেন: া মনে থাকে, তাই দেশি পণ্য ব্যবহার করি, আপনি ও ব্যবহার শুরু করুন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

মাঘের নীল আকাশ বলেছেন: মানুষ এখন অনেক সচেতন...কাজেই দেশপ্রেমের কারণে কেউ সিম কেনে না। যাদের প্রয়োজন তারা অবশ্যই টেলিটকের সিম কিনবে; কারণ নির্দিষ্ট কিছু কাজের জন্য আপনার অবশ্যই টেলিটকের সিম থাকতে হবে। এক্ষেত্রে দেশপ্রেমের কিছু নাই।

তবে, টেলিটকের নেট স্পিড যেকোন অপারেটরের থেকে ভাল এটা সত্যি। কারণ তাদের সাবস্ক্রইবার তুলনামূলক কম।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

এক্স ফ্যাক্টর বলেছেন: মা কে তো ভালবাসি, তাই বলে মায়ের হাতে শাড়ি তুলে দিয়ে বলব মা এটা তোমার জন্য, তার তো কোন মানে নেই ঠিক না,

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

লাইট ভাই বলেছেন: আমার ধারণা, ব্লগারদের ১০০% ই দেশপ্রেমী, দেশপ্রেমের দোহাই দিয়ে টেলিটকের প্রচরনা করে লাভ নেই। সবারই ভাল-মন্দ বুদ্ধি আছে।
বিশ বছর আগের ল্যান্ড ফোনের কথা মনে আছে আপনার .? !!

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

এক্স ফ্যাক্টর বলেছেন: াহলে দেশপ্রেমের দোহাই দিয়ে কিসের প্রচরনা করব?

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

পথিক মুরাদ বলেছেন: গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ভালো এ কথা আপনি বলতে পারেন যদি আপনি শহরের বাসিন্দা হন অথবা আপনার বসবাস যদি হয় গ্রামীণ ফোন সিগন্যাল টাওয়ারের নিকটে। বিশেষ করে মফঃস্বলে যারা বাস করেন, তারা জানেন গ্রামীণের নেটওয়ার্কের কি অবস্থা। কল ড্রপ তাদের নিত্য সঙ্গী, এবং এই দায় এড়াতেই কল্ড্রপের বিপরীতে ১মিনিট ফ্রি কল দিচ্ছে। কিন্তু তারা তো আর জানেনা কল ড্রপ মাঝে মাঝে কতটা বিব্রতকর, তারা জানে শুধু ব্যবসা। অথচ নাম গ্রা-মী-ণ ফো-ন।
রেট নিয়ে প্রত্যেক মোবাইল অপারেটরই প্রতারণা করছে। এমন জটিল কিছু প্যাঁচানো প্যাকেজ দিচ্ছে যা সাধারন মানুষতো দুরের কথা উচ্চ শিক্ষিত মানুষই বুঝে উঠতে পারেনা। যেমনঃ লিখা আছে আনলিমিটেড, যার অর্থ কোন অসীম বা যার কোন সীমারেখা নেই। অথচ খুব ছোট অক্ষরে নিচে লেখা ৩ জিবি বা ৫ জিবি পর্যন্ত। যেটা হয়তো আপনি পড়তেই পারবেন না। এটা কি প্রতারণা নয়?

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

এক্স ফ্যাক্টর বলেছেন: অবশই প্রতারনা, >>>>>>>>> গ্রামীন ফোন নরওয়ে এর একটা কোম্পানি জারা বাংলাদেশ থেকে যে পরিমান টাকা নিয়ে যাই সেই টাকা যদি ওদের দেশ এ যত মানুষ আছে সবার মাঝে ভাগ করে দেই ত প্রত্যেক মানুষ বাংলাদেশি টাকা তে ৪০ হাজার টাকা প্রতি মাস এ পাবে<<<<<<<<<<<

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

পথিক মুরাদ বলেছেন: আমাদের মোবাইল মফঃস্বল নাগরিকের নেটওয়ার্ক আর ইন্টারনেট অবস্থা বোঝার জন্য নিচের লিঙ্ক ওপেন করতে পারেন।
http://www.somewhereinblog.net/blog/murad8226/29997421

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

এক্স ফ্যাক্টর বলেছেন: পনার এলাকাই টেলিটক থাকলে ব্যবহার করে দেখুন ,

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

একে৪৭ বলেছেন: ভেবেছিলাম যৌক্তিক কোন কারন দেখাবেন, পরে দেখলাম আবেগ দিয়ে ঠেললেন!
জনেনতো, আজকাল আবেগ বেশিক্ষন টেকে না! সেটা প্রেমের ক্ষেত্রেও না!!!

সব দোষ সাকিবের, কারণ সাকিব খেলে! মহল্লার মফিজের কোন দোষ নাই, কারন তার মাঠে নামার সুযোগ নাই, যোগ্যতাও হয়তো নাই!

টেলিটকে আছে সরকারী গোছের কিছু অযোগ্য ব্যাক্তি (আমার ধারনা)। কারন তাদের ইন্টারনেট প‌্যাকেজ সম্বন্ধে জানার জন্য কয়েকটি কাস্টমার কেয়ারে কয়েকদিন ফোন দিয়েছি, কিন্তু কপাল, কেউ ফোন ধরেনি! যাই হোক, আমি এলাকার ফোন-ফ্যাক্স এর দোকান থেকে একটি টেলিটক সিম কিনে নিয়ে ইউজ করছি।
২জিবি'র মান্থলি প‌্যাকেজ, মাসে ১৩০০-১৪০০ এমবি ইউজ হয়, বাকিটা গচ্চা যাওয়া থেকে বাচানোর জন্য্‌ ইউটিউব দেখে শেষ করার চেষ্টা করি(!) কারন, আমাদের দেশীয় পন্য আমার বেচে যাওয়া ভলিউম পরবর্তী মাসের সাথে এডড করে দেয় না! যেটা দেয় বিদেশীগুলো!!! প্রত্যেক মাসেই নতুন করে ভাবি, আমি কি দেশী পন্য ব্যাবহার করে প্রতি মাসে ৭০০এমবি'র মতো অযথা ইউটিউবের পেছনেই ঢালব, নাকি সিমটা চেঞ্জ করে কোন বিদেশী সিম ই ইউজ করব!!!

আমার সাথে থাকা ফোনের সিমটা গ্রামীনের, আমি ভাই নামের জন্য এটা ইউজ করছি না। আমি মনে করি একটি সিম একটি আইডি'র মতো। আমাকে সবাই এই নাম্বারেই চেনে। তাই হুট করে একটি নাম্বার চেঞ্জ করা হয়তো বেশিরভাগ সিরিয়াস ইউজারদের জন্যই সম্ভব না। তাছাড়া মানতে হবে ওভারঅল গ্রামীনের সার্ভিস অন্য সবার চেয়ে ভাল, তাই তাদের চার্জ একটু বেশী হওয়াই স্বাভাবিক! বাটা/এপেক্স/হাস-পাপ্পিসের দাম তো একটু বেশী হবেই, দাম যদি সমানই হত, অন্য জুতা কি কেউ কিনত???

আর যারা শুধু এই ফ্রী'র/অফারের পেছনে ছোটে তাদের কোন না কোন দিক দিয়ে ধরা খেতেই হয়! সেটা সকল পন্যের ক্ষেত্রেই! কখনো বোঝা যায়, কখনো বোঝা যায় না....

আমি বলছি না বা বলার চেষ্টা করছি না যে গ্রামীন বা বিদেশী টেলিকমগুলোই সর্বোত্তম, আমি এটাও মানছি আমাদের দেশী পন্যে অগ্রাধিকার দেয়া উচিৎ। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশী পন্যের পরিচালকগন বা আমদের সরকারি ব্যাবস্থা আমাদের দেশপ্রেমকে ধরে রাখতে বারবার ব্যার্থ হয়েছে এবং হচ্ছে । তারা যদি সত্তিকারের দেশপ্রেম নিয়ে এক পা সামনে আগায়,আবশ্যই আমি/আমরা সামনের দিকে শত কদম আসব.....

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

এক্স ফ্যাক্টর বলেছেন: দিন বদলায়া গেছে, এখন ব্যবহার করে দেখেন, আগের টেলিটক আর এখন কার অনেক তফাত, সরকার টেলিটকের উন্নতি করছে না এটা ঠিক। কিন্তু যতটূকু আছে ততটুকু ও যদি আমরা ব্যবহার করি তাহলে তো অন্যদেরশের কেউ আর আমাদের দেশের কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.