![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ
পাশের দেশ ভারতের কথাই বলি, সে দেশের রাষ্ট্রায়ত্ব টেলিকম কোম্পানি BSNL.
দেশের সবকটি বেসরকারি টেলি কোম্পানিগুলো এ BSNL কে গুরু হিসেবেই মানে। কারণ তাদের দেশের মানুষের একটি জিনিস থাকেই দেশপ্রেম (Patriotism)
কিন্তু আমরা সিম নিতে গেলেই " আরে ব্যাটা GP ল। নাইলে এয়ারটেল নে দারুণ প্যাকেজ ফুর্তি বা গ্যাং কি সব। যাতে কথা বলার সাশ্রয়ী সময় রাত ১২ থেকে বিকেল তিনটা। আজিব এ অফার গুলো দেখেই এ মানুষ লুল হয়ে থাকে। কিন্তু নিজের দেশের কোম্পানির পাত্তা নেই আমাদের কাছে। আমরা এয়ারটেল রবির বা কথিত সাশ্রয়ী সেবার কোম্পানি গুলোর স্লো ইন্টারনেট ব্যবহার করতে পারি কিন্তু নিজের দেশের কোম্পানি টেলিটকের নেট স্পিড টা একটু ডাউন হলেই ফালতু, এইসব কোম্পানিকে কেন রেখে দেশের টাকা নষ্ট করা হয়, আজব কোম্পানি বা নানা রকম মানদণ্ডে দাড় করিয়ে দেই।
একটি কোম্পানি ঠিক মত গড়া এক দিনের কথা না। আমার এলাকায় এখনো এয়ারটেল থ্রিজি কভারেজ নুন্যতম পর্যায়েও নেই বাকি গুলো নাম কি বলব রবি হা আর নাকি গ্রামীণফোন গলায় ফাশ দেবার মত ডাটা প্যাক রেট।
আর আমার দেশের কোম্পানি টেলিটক যখন ১৬০ টাকায় ১জিবি সাহস করে তখন কিছু পাকি এবং ভারত প্রেমীরা টেলিটকের ওয়েবপেজ এ ৫০ টাকায় ১ জিবি চাই ব্লা ব্লা ব্লা বলে চিল্লায়। আরে যারা ৩৫০ টাকায় ১ জিবি নেয় তাদের কাছে কর এ প্রতিবাদ।
নরওয়ের জনসংখ্যা ৫০ লাখ আর বাংলাদেশ এ নরওয়ের প্রতিষ্ঠান টেলিনরের আদলে গ্রামীণফোন এর গ্রাহকসংখ্যা সাড়ে ৪ কোটি! যা সে দেশের জনসংখ্যার ৯ গুন -_-আর সে দেশের রাজস্ব বাড়ে। তারা উন্নত থেকে আরও উন্নত হয় আমাদের জনসংখ্যা ব্যবহার করে।
আমার Locality তে চেনাজানা অনেক লোক এখন #Teletalk #3G ব্যবহার করে আমার সাজেশন এ। এবং আমি গর্বিত নিজের দেশের রাজস্বে অবদান রাখতে পেরে হোকনা সেটা কম টাকা।
এমন এক সময় ছিল, টেলিটকের কাস্টমার কেয়ার এ কল দিলে বন্ধ পাওয়া যেত। আর এখন এ অভিযোগ অন্তত আমি বিশ্বাস করবনা। কারণ তাদের সার্ভিস এখন এসেছে আমূল পরিবর্তন। আমরা টেলিটক ব্যবহার করলেই সরকার পদক্ষেপ নেবে সেবা মান আর উন্নত করার। আপনার এলাকায় নেটওয়ার্ক খারাপ বা ত্রুটিপূর্ণতা থাকলে সঙ্গে সঙ্গে ১২১ এ কল করে জানান। এবং অভিযোগ করুন।
কিছু কোম্পানির এমন মেসেজ " ৫০০ টাকা রিচার্জ এ ৫০ টাকা বোনাস। "
এর থেকে আমার টেলিটক ভাল। এমন ফালতু বা অপ্রয়োজনীয় মেসেজ এসে ডিস্টার্ব করেনা। এবং প্রায়ই টেলিটক এর এ জিনিসটা আমার ভাল লাগে তাদের বোনাস মিনিট এবং মেসেজ গুলো অননেট এবং অফনেট দুটিতেই দেওয়া হয়। আর তাদের অফারের মেয়াদ গুলোও এমন না যে ১ জিবি ফ্রী কিন্তু মেয়াদ ২ দিন আর স্পিড লিমিট ২০ কেবিপিএস। তাদের সকল অফার Straight এবং Simple.
আর এখন টেলিটকের গ্রাহক তুলনামূলক হারে বাড়ছে ইতিমধ্যেই তারা কল সেন্টার এ অভুত পরিবর্তন এনেছে কোন পরিবর্তন ই এক দিনে আসে না।
আপনার সমস্যা জানিয়ে অভিযোগ করুন।
হয়তোবা একটু দেরী হবে Solvence আসতে কিন্তু আপনার মাথা ব্যথা হলে ডাক্তার কে না জানালে ডাক্তার ঔষধ দেবেনা। এটা স্বাভাবিক।
টেলিটক নতুন সিম এ কি কি সুবিধা-------------
Package Price : Tk. 180.00
Voice : 100 Minute (On-net).
Video : 100 min (onnet)
Data : 300 MB
MMS : 100 (onnet)
SMS : 100 (onnet-50, offnet-50)
টেলিটক আপনার আমার আমাদের সবার ফোন। আসুন দেশি পণ্য ব্যবহার করি ও দেশ কে ভালবাসি ।
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
এক্স ফ্যাক্টর বলেছেন: ্যবহার শুরু কইরা দেন ৫০০ টাকা তে ১০ জিবি ,
২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
সুপ্ত আহমেদ বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
এক্স ফ্যাক্টর বলেছেন: াই , Package Price : Tk. 180.00
Voice : 100 Minute (On-net).
Video : 100 min (onnet)
Data : 300 MB
MMS : 100 (onnet)
SMS : 100 (onnet-50, offnet-50)
কিনে ফেলান,
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইজান মনে হয় চোখ একটা বন্ধ করে আছেন!
এই টেলিটকের সিমের জন্য এই দেশের জনগণ কিন্তু লাঠিপেটা খেয়েছে!!!!
কেন??????
আর আজ তাদের সিম কেনার জন্য সরকারী বাধবাধকতা ফর্ম ফিলাপ, ফি পাঠানো ছাড়া কেউ খোজ করে না!!!
এই অধোগতির দায় নিশ্চয়ই আমজনতার নয়। তাদের দেশপ্রেম শতভাগ খাটি। কিন্তু আপনি প্রতিযোগীতায় নেমে যোগ্যতা এবং মানসম্পন্ন সার্ভিস না দিয়ে শুধূ দেশপ্রেমের দোহাই দিয়ে কতক্ষন টিকে থাকতে পারবেন তা কিন্তু প্রশ্ন বটে।
তারা যদি তাদের দেশের জীবন মান উন্নয়নের আমাদের দেশের লোকদের ব্যবহার করতে পারে- আমাদের তথাকথিত পা ভারি মগজ ঢিলা কর্মকর্তারা তখন সরকারী অর্থের বিপুল অপচয়ে নিজেদের ট্যুর আর যেন পৈতৃক ষূত্রে প্রাপ্ত চাকুরীর শ্রাদ্ধ করে! কারণ তাদের জানা ডিউটি না করলেও চাকুরি যাবে না। গাফিলতি করলে প্রশোশনে সমস্য নেই। রাজনৈতিক পরিচয়েতো বোনাস!!!!
তাই আগে গাছের গোড়া ঠিক করতে বলুন। জনগণ হুমড়ি খেয়ে পড়বে। কথায় আছেনা নিজের ভাল পাগরেও বোঝে!
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১
এক্স ফ্যাক্টর বলেছেন: আপনার কি টেলিটক সিম আছে ? যদি থেকে থাকে তাহলে আপনার ভাগ্য টা এবার ও খারাপ, কারন টেলিটক এর শতকরা ৯৭% ব্যবহার কারি টেলিটক ইন্টারনেট ৩জি নিয়ে সন্তুষ্ট, ভাগ্য আপনার এই জন্য এ খারাপ বললাম যে বাকি ৩% এর ভিতর আপনি পরে গেছেন, বিশ্বাস না হলে ওদের ফেচবুক পেজ ভিসিট করে কমেন্ট গুলি দেখুন,
আর টেলিটক ভালো না লাগলে চলে যান এয়ারটেল এর গ্যাং প্যাকেজ এ আর হয়ে যান টপ গ্যাং, মেতে উঠুন গ্যাং এর ভুবনে এয়ারটেল এর সাথে, চিকি চিকি ব্যোম ব্যোম :
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সারা দিন সামুতে আছি । এই লিখাটি পড়ে লগিন করলাম ।
আমার নেট ইউজের সিম টি টেলিটক । ২৫৩ টাকায় ২ জিবি , ১ মাস ।
এদেশের আম জনতার দেশ প্রেম ঠিকই আছে । দেশ প্রেম নাই টেলিটকের কর্মকর্তা কুত্তার বাচ্চাদের ( সরি) ।
এরা ঘুস খেয়ে ২ থেকে ৪ দিন পজ্জন্ত এর নেট ওয়ার্ক বন্ধ করে রাখে ।
তাই আমার ফোন কলের জন্য নিয়মিত ব্যবহার করা টেলিটক সিম টি শুধু নেট ইউজে ব্যাবহার করছি ।
এতেও শান্তি পাচ্ছিনা । বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে নেট ওয়ার্কও চলে যায় । আমার পরিচিত বহু জনকে দেখেছি এই সব অসুবিদার কারনে তাদের টেলিটক সিম ফেলে দিতে ।
আমরা ঠিকই টেলিটক সিম ব্যাবহার করতে চাই , কিন্তু এর কর্মকর্তা তথা সরকারই চায়না কেউ টেলিটক সিম ব্যাবহার করুক ।
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
এক্স ফ্যাক্টর বলেছেন: ১২১ এ অভিযোগ দিয়ে সাথেই থাকুন,
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার কিন্তুরি একটা টেলিটক সিম আর একটা ৩জি মডেম আছে কইলাম।