![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুপথ হেঁটে আমি বড় ক্লান্ত; দোর খুলে নেমেছি সেই কবে তোমার দুয়ারে দাঁড়াব বলে.
সবকিছু'ই ঠিকঠাক আছে। সবকিছুকে গুছিয়ে চললাম সেলুনের দিকে। নিজের লম্বা বাবড়ি চুল গুলোকে কেটে ছোট করে নিতে। সেলুনে গিয়ে দেখি শ্যামল দা রেডি হয়ে আছে খুড় কাচি আর চিড়নী নিয়ে।
- মামা ভালা আছেন?
- হ্যা। আপনার কি অবস্থা।
- ভালা নাই মামা।
- কেন?
- খুব কম কমাই হইতাছে।
- ওহ; আচ্ছা। আমার চুল গুলো ছোট করে কেটে দেন।
- আপনার মাথায় তো চুল'ই নাই। ছোট কইরা কাটলে ভালা লাগবো নাহ।
- ঠিক আছে। তাহলে যেভাবে করলে ভাল লাগে সেভাবে'ই কাটেন।
- আচ্ছা মামা।
শ্যামল দা'র সাথে কথা বলতে বলতে চেয়ারে বসে একটু ঝিমানো চেষ্টা করলাম আর শ্যামল দা শুরু করলো আমার চুল কাটা। মনে হয় চুল কাটা শেষ; শ্যামল দা ডাকছে।
- মামা উঠেন; ওহ মামা। উঠেন। ঘুমাইছেন নাকি?
- হুম। চুল কাটা হল; শ্যামল দা?
- হ্। আয়নাতে দেহেন। ফাইন হইছে।
- শ্যামল দা চুল গুলো দেখতে কেন জানি রঙ্গিল রঙ্গিল লাগছে। ব্যাপার কি?
- হ মামা আপনার চুলে কালার কইরা দিছি।
- কিহহহ !!! কি কয় রে? কেন?
- মডেল মামা। ইস্টাল।
- ওই বেটা; তোর স্টাইলের গুষ্ঠির ষষ্ঠি মারি।
- রাগ করইরেন নাহ মামা; ফাইন লাগতাছে। ৩০০ টা টাকা দেন।
- তিন'শ কিভাবে? ১৫০ টাকা রাখেন।
- মামা কালার করা ২০০ টাকা।
কি আর করার। মন্দার এই মুহর্তে বে-হিসাবী খরচ। শ্যামল দা'কে ৩০০ টাকা দিয়ে রঙ্গিল চুলের মাথা নিয়ে বাসার দিকে রওনা দিলাম।
হায় আল্লাহ; এখন আমার এই কালার করা রঙ্গিল চুল আমি কাকে দেখাব।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরো ৩০০ টাকা নিয়া কন- আমার কাল রং ফিরাইয়া দে শ্যামল!!!!!!!!
পরবর্তী রিএকশন নিয়া পােষ্টের আশায় রইলাম
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২
তুমি আমি সে বলেছেন: কি আর কমু ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
আনিসা নাসরীন বলেছেন: কালার মোবারক।