![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুপথ হেঁটে আমি বড় ক্লান্ত; দোর খুলে নেমেছি সেই কবে তোমার দুয়ারে দাঁড়াব বলে.
- চল বাহে ভ্যান চালাই
- হাটো (চল)
- কোন রুটে??
- সংসদ ভবন আর গনভবন এলাকায়
- হাহাহা। আর কন না বাহে; ছোটবেলায়, বাবা বলত পড় নইলে ভ্যান কিনে দেব। তখন ভয়ে পড়তে বসতাম। আর আজ এতদিন বাদে নিজের ভুল বুঝতে পারতেছি!!
- হ্যাঁ। তখন তুমি ভ্যান চালালে আজ হয়ত বিমানবাহিনীর প্রধান হতে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২
শোভন কুমার বর্ধন বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । কথায় যুক্তি আছে !