![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুপথ হেঁটে আমি বড় ক্লান্ত; দোর খুলে নেমেছি সেই কবে তোমার দুয়ারে দাঁড়াব বলে.
১. পড়াশোনা না চাকুরী?
- চাকরি ই করছি। কিন্তু পড়াশোনা আরো কিছুদিন করতে পারলে ভাল্লাগতো।
২. ফেসবুকিং ছাড়া কি করো?
- অফিস করি, জ্যামে বসে থাকি, রান্না করি।
৩. বর্তমান ক্রাশের নাম কি?
- অনির্বাণ ভট্টাচার্য।
৪. হারিকেনের আলোয় পড়েছো?
- হ্যাঁ। মোমবাতি, কুপি, চার্জার লাইট, টর্চ, ল্যাম্পপোস্ট, চাঁদের আলো সব কিছুতেই পড়েছি।
৫. কোনটা বেশি অপ্রয়োজনীয়?
- বিস্মৃতি আঁকড়ে রাখা।
৬. আইসক্রিম কামড়িয়ে খাইছো?
- হ্যাঁ।
৭. হাসপাতালের মর্গে গিয়েছিলে?
- হ্যাঁ।
৮. পুলিশি ঝামেলায় পড়েছিলা?
- বেশ কয়েকবার।
৯. কখনো প্রেমপত্র লিখেছো?
- হ্যাঁ।
১০. রাতে কবরস্থানে গিয়েছো?
- হ্যাঁ। শ্মশানেও গিয়েছি।
১১. আঙুলের নখ কামড়াও?
- ক্লাস সেভেন অবধি কামড়াতাম।
১২. ভূত দেখছো?
- ঠিক জানিনা ভুত কিনা। তবে আমার উল্টোপাল্টা জিনিস দেখার বেশ লম্বা লিস্টি আছে।
১৩. জীবনের শেষ ইচ্ছা কি?
- শেষ না বলে একমাত্র ইচ্ছে বলা যায়। কারো বোঝা না হওয়া।
১৪. একপাক্ষিক ভালোবেসেছো?
- হ্যাঁ।
১৫. জীবনে চুমু কখনো খেয়েছিলে?
- খেয়েই যাচ্ছি।
১৬. ফেইক আইডি কয়টা?
- তিনটে ছিলো। ম্যালেফিসেন্ট মেগামাইন্ড, হুমায়রা জান্নাত আর একটার নাম মনে নাই। যেটার নাম মনে নাই সেটা ছিলো ৪ দিনের জন্য।
১৭. ফেসবুকে কার জন্যে থাকো?
- নিজের জন্য।
১৮. একজনকে নিতে বললে কাকে নিবা?
- আব্বা খুব ছোটবেলায় ঘুঘুতে নিতো৷ সব কিছুর বিনিময়েও আগের আব্বাকে ফেরত চাইতাম সুযোগ থাকলে।
১৯. প্রিয় রঙ কি?
- হলুদ।
২০. ভালোবাসো কাউকে?
- হ্যাঁ।
২১. নাচতে পারো?
- যা পারি তাকে হাত পা ছোড়াছুড়ি বলা যায়, নাচ একটা অসাধারণ শিল্প মাধ্যম
২২. কি পড়তে বেশি ভালোলাগে?
- মুখ। আমি লোকের মুখ দেখে মনে চলা কথা পড়ার চেষ্টা করি।
২৩. জীবনের লক্ষ্য কি?
- শান্তিতে থাকা।
২৪. আয়নায় নিজেকে দেখে কি ভাবো?
- অনেক কষ্টে মুখোশ ছেড়ে থাকা একটা অবয়ব।
২৫. এখন পর্যন্ত এক্স কয়টা?
- অনুভব ছিলো অর্থে একজন। আনুষ্ঠানিক সম্পর্ক থাকা অর্থে দুজন।
২৬. ছ্যাঁকা খেয়েছ নাকি দিয়েছ?
- খেয়েছি এবং দিয়েছি।
২৭. গান গাইতে পারো?
- আগে পারতাম। এখন পারিনা। অনভ্যাসে বিদ্যা হ্রাস।
২৮. ইনবক্সে কোন কথাটি বেশি শুনো?
- শুনি এবং বলি উভয়ইঃ 'কেমন আছেন?'
২৯. প্রিয় খাবার কী?
- আম্মুর সাথে এক পৃথিবী দূরত্ব থাকার পরেও আমার সবথেকে প্রিয় খাবার তার হাতের পটলের খোসা ভর্তা, কলার খোসা ভর্তা আর জর্দা।
৩০.জীবনে সবচেয়ে জরুরী কোন জিনিস?
- আত্মসম্মান আর সাহস।
৩১. আর?
- জগতের সকল প্রাণী নিরাপদ থাকুক।
২| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৮:২৯
নীল আকাশ বলেছেন: ইন্টারভিউ পড়ার পর মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে!!! সততা মেয়েদের কাছে পাওয়া খুব কঠিন আজকাল।
৩| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৪| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনিও নিরাপদে থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২০ সকাল ৮:২২
নেওয়াজ আলি বলেছেন: অনন্য।