![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
সারা দিনে কত মানুষের সাথে কথা হয়
ছোট বড় ছেলে মেয়ে নারী পুরুষ
বন্ধু আত্নীয় শ্রদ্ধাভজন গুরুজন -- কথা বলতে বলতে
সবাই তো জানতে চায় -কেমন যাচ্ছে দিন কাল ।
ভাল বলে প্রথমে সবাই --খুব ভাল বলে কয়েকজন
মোটামোটি বলে অনেকেই
ভাল না বলে দুএক জন ।
কিন্তু কিছুক্ষন নানা বিষয় নিয়ে কথা চলতে থাকেে
একসময় কোন না কোন ভাবে যেন মনের অজান্তেই বের হয়
তেমন ভাল নেই রে--এই ঝামেলা এই সমস্যা
আরো কত কি?
আমার মত কারো যেন এমন বড় সমস্যা নেই ।
দেশে থাকতে ভাল লাগেনা
পারলে বাইরে পাড়ি জমাতাম
চাকরী বদল করতে পারলে ভাল হতো
এই সুযোগটা পেলে ধন্য হতাম
আরো কত কি?
কথা শুনতে শুনতে মনে হয় যেন
হা হুতাশের জয়জয়কার --মানুষের মনে মনে
মানুষের ঘরে ঘরে ।
খুব একটি যাদুর কাঠি পেতে ইচ্ছে করে
যার ছোঁয়াই সব মানুষের মনের হতাশা বিলীন হবে
যার ছোঁয়ায় সব মানুষের হতাশা প্রত্যাশার রুপান্তরিত হবে ।
যার পরশে প্রতিটি মানবতার অন্তর প্রজ্জ্বলিত হবে
সোনালী ভোরের আলোর নবকিরণে ।।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৬
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০২
জাফরুল মবীন বলেছেন: অর্থপূর্ণ বাস্তব আত্মকথন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৭
লীনা জািম্বল বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
আপনার জন্যও শুভকামনা থাকলো
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪
কলমের কালি শেষ বলেছেন: হুম । জাদুর কাঠি মানুষ নিজেই তৈরী করতে পারে।
ভালো লাগলো । +
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৮
লীনা জািম্বল বলেছেন: শুভ কামনা আরশুভেচ্ছা আপনার জন্য
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮
তুষার কাব্য বলেছেন: যদি থাকত একটা জাদুর কাঠি....!
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৯
লীনা জািম্বল বলেছেন: ঠিক একটি জাদুর কাঠি খুব প্রয়োজন ।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
শুভ্র শৈশব বলেছেন: খুব একটি যাদুর কাঠি পেতে ইচ্ছে করে!
০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
লীনা জািম্বল বলেছেন: তাই না?
আমার মত?
শুভকামনা
৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
অতঃপর জাহিদ বলেছেন: আছে আমার কাছে সেই জাদুর কাটি কিন্তু একেজো একটু জাদু দেয় না।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২২
কাফী হাসান বলেছেন: সাবলীল ভাষায় নিজের অভিব্যক্তির প্রকাশ ভালো লাগলো । ++++
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
অপূর্ণ রায়হান বলেছেন: খুব স্বাভাবিক সত্য একটা বিষয় তুলে এনেছেন +
শুভেচ্ছা রইল