![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর হটাত করে একতা গান চালাইয়া মন এতো খারাপ হয়ে গেল যে, শুধু ................ পাচ্ছে । আমার বন্ধু ঊর্মি ওর welcome tune সেট করেছিল "তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালবাশি তোমাকে" । যখনই call করতাম এই গানটা শুনতাম, প্রায় ৩ বছর এই গানটা ওর welcome tune ছিল । কিন্তু একদিন আমি Richard Marx - Right Here Waiting for you গানটা ওকে গেয়ে শুনানোর পর ওর নাকি এত ভালো লেগেছে সাথে সাথেই আমাকে Dedicated করে Richard Marx এর ঐ গানটা welcome tune হিসেবে সেট করে ফেললো । আমিত অনেক Impressed । এর পর চলতে থাকলো আমাদের friendship । কিন্তু ঊর্মির একটা দোষ বলব নাকি গুন বলবো বুজতে পারতেছি না । ও সব সময় trade off করতো । যখন holycross এ পরত তখন ওর মামাতো ভাইয়ের সাথে relation ছিল আমাকে বলেছে কিন্তু কিছুদিন জাওয়ার পর আমাকে বলে ফেললো তোকে আমার অনেক ভালো লাগে তপুর (ঊর্মির মামাতো ভাই) চেয়ে আবার যখন BRACK এ BBA তে ভর্তি হোল তখন আমাকে একদিন বলে জানিস BRACK ছেলেরা না অনেক smart । ওর এই দোদল্লুমান অবস্থা দেখে আমার মেজাস গরম হইয়া গেল, দিলাম জগরা বাঁধাইয়া । তারপর ৪ মাস পর call করে আমাকে বলে আমার বিয়া । আমি অরে congratulate করলাম, অনেক হাসা হাসি করলাম ওর সাথে কিন্তু আমি তখনও জানি না যে, ও চলে গেলে আমার এত খারাপ লাগবে । ঊর্মি বিয়ে করল একটা ৪০ বছর বয়সের লোককে যে কিনা ওকে America নিয়া গেছে । আমি একটা জিনিশ কখনই বুজতাম না সেটা হল "চলে যাওয়া মানে প্রস্থান না" কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি । এখন মনে হচ্ছে ঊর্মি যত কিছুই করুক, ও যদি থাকতো অন্ততপক্ষে আমার একটা বন্ধু বলি আর মনে মনে girl friend বলি, আমারই সাথে share করার মত একজনতো থাকতো । আমি মনে হয় বেশি ভাব নিয়া ফেলছিলাম । এখন fb তে দুজন দুজনকে block করে রাখছি, একটা অন্য নামে fb ac খুলে ওর ছবি দেখি খুব মন খারাপ হলে ।
এত কিছু লিখার একটাই কারণ সেটা হল "যাকে ভালো লাগে তাকে জেতে দিতে হয় না , যদি চলে যায় তবে অন্য যে আসবে তখন চলে যাওয়া মানুষের আচরন গুলো নতুন এর মাঝে খোজ করতে হয়, যদি আগেরটার সাথে না মিলে তখন নতুনটাকেও আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করবে । এভাবে আর কাউকে ভালো লাগানো যাবে না, সারাদিন সুধু নতুন যে আসলো তার মাজে পুরাতন কে খুঁজে বেড়ানো কিন্তু তখন আর লাভ হবে না, অনেক দূরে চলে যাবে " ।
২| ০১ লা মে, ২০১৫ রাত ৮:০২
হাউ মাউ কাউ বলেছেন: এ জন্যইত আমি আমার নাম দিছি হাউ মাউ । জানি হাউ মাউ কইরা লাভ নাই তারপরও করছি । কি আর করব বলেন ?
৩| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৪২
শায়মা বলেছেন: হুম হাউ মাউ করলে পস্তাতেই হয়।
৪| ০২ রা মে, ২০১৫ সকাল ১০:১১
হাউ মাউ কাউ বলেছেন: এখন কি করব তাহলে ?
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯
শায়মা বলেছেন:
হুম।
কিন্তু মানুষ কি আর দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে!!!!