![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই আমার দেশ, আমার প্রিয় বাংলাদেশ টিমের সব Player কে জানাই Salute । আমি যখন ছোট ছিলাম তখন আব্বু বলত এই কে খেলায় জিতলরে ? আমি খুব গর্বের সাথে বলতাম বাংলাদেশ (যখন বাংলাদেশ জিতে যেত) । কার সাথে জিতল ? আমি বললাম আমেরিকা । আব্বু বলত খাইছে বাংলাদেশ এত ভালো খেলে আমেরিকাকে হারাইয়া দেয় । আমি চুপ করে থাকি কিছু বলি না, আমার বর ভাই বোমটা ফাটাইয়া দিল, বলে আমেরিকা ভালো খেলে না তাই হারাইছে । আমি কিছু বলি না কারণ তখন বাংলাদেশ ৯৭ তে ICC তে ৯৯ র বিস্বকাপ এর জন্য মনোনীত । আমি সেদিন ৯৭ এ ক্লাস সেভেন এ পড়ি । আমি আমার ভাইয়ার কথার সেদিন জবাব দিতে পারি নাই কিন্তু মনে মনে দোয়া করতে লাগলাম ইস আল্লাহ্ বাংলাদেশ কবে যারা ভালো খেলে তাদের হারাতে পারবে । আমার সেই দোয়া আজকে কবুল হইছে । বাংলাদেশ এখন যেভাবে খেলছে তাতে অস্ট্রেলিয়া মনে হচ্ছে কোন ব্যাপার না । আজ কিছুখন আগে আমার বন্ধু রাজীব কল করে বলতেছে দোস্ত পাকিস্তান কোন টিম হইল ? অদের সাথে তো প্রাকটিস টাও জমল না । আমি আজ চিৎকার করে বলছি আমার বাংলাদেশ মাথা উঁচু করে দারাতে শিখেছে, শিখেছে কীভাবে Fully Dominate করে একটা টীমকে হারাতে হয় । আমি সেদিন আফ্রিদির কথা শুনে এত খুশি হয়েছি যে, আমার চোখে পানি এসে গেছে । এতোটা অসহায় হয়ে বলল যে, আজকে যদি বাংলাদেশ টীম থেকে আভিজ্ঞ Player রা চলে যায় পাকিস্তানের মত তাহলেও বাংলাদেশ এর অবস্থাও পাকিস্তানের মত হত । কিন্তু এই পাকিস্তানই একদিন আমাদের Test Status কেড়ে নেওয়ার জন্য বলেছে । Oneday Match হারার পর আফ্রিদির ঐ অসহায় অবস্থা দেখে আমার আনন্দে চোখে পানি এসে গিয়েছিল । কিছুদিন আগে ঠিক বাংলাদেশকে ওরা যেমন টীম মনে করতো না এখন তার Replacement হয়েছে । একটা গান মনে পরে গেলো "Round and Round, Round she goes where she stops nobody knows". Roar Bangladesh Roar, we are with you.
©somewhere in net ltd.