![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
3 idiots এ বাবা রান্সুর দাস (আমির খান) একটা কথা বলেছিল "First you have to ensure your quality". তাহলে চাকরী তোমার পেছনে গুঁড়বে, তোমার চাকরীর পেছনে গুড়তে হবে না । যেহেতু আমি এই পীরের মুরিদ তাই ইহার সত্যতা পেয়ে গেলাম সেদিন পেট্রো-বাংলার অফিসে ভাইভা দিতে গিয়ে, পীর সাহেব শুধু বলেছে চাকরীর ক্ষেত্রে qualityর কথা । কিন্তু আমি দেখলাম শুধু চাকুরীর ক্ষেত্রে তা সীমাবদ্ধ নেই চাকুরীর সীমা পেরিয়ে তা এখন অনেক দূরে ডানা বিস্তার করেছে । কারন হল আমার বন্ধু "সঞ্চিতা রায়" যখন আমাদের সাথে ইউনিভার্সিটিতে একসাথে পড়ত তখন সব ছেলেরা খুব একটা ওর দিকে তাকাত না । কারন একটু কালো ছিল, এবং আর কি কি যেন ছিল তা আর বলব না । ভাইভার দিন আমাদের ৮,৯,১০ ব্যাচ মিলিয়ে মোট ১৫ টিকেছে আর অন্যান্য ৪, মোট ১৯ । তাই পরিবেশ আমাদের অনুকূলে ছিল বলে ১০ ব্যাচ এর উজ্জ্বল আমাকে বলল ভাই কিশরকে ডাকি ? কেন ? সঞ্চিতাকে কিশর পছন্দ করে বিয়ে করতে চায় । আমিত অবাক (টিনের চালে কাক ছিল না) ! ৩০ সেকেন্ড কথা বলতে পারলাম না কারন সঞ্চিতাকে যে বিয়ে করতে চাচ্ছে সে EEE থেকে বের হয়েছে সঞ্চিতার চাইতে কিশরকে বেশি সুন্দর লাগে, কিন্তু কিশর কেন ওকে বিয়ে করতে চায় ? তখনই বাবা রান্সুর দাস এর কথা মনে পরে গেল আর কিশরকে দেখে আমি সঞ্চিতার পাশে ওকে বসার ব্যবস্থা করে দিলাম । আর গল্প বলব না শুধু এটুকুই বলব সঞ্চিতা এখন ২২৫০০/= scale এ সরকারী চাকুরী করে । ছাত্রী হিসেবে মোটামুটি ভালই ছিল । তাই ছেলে মেয়ে সবাইকে বাবা রান্সুর দাস এর মুরিদ হওয়া দরকার ।
১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৮
হাউ মাউ কাউ বলেছেন: ধন্যবাদ, বুজতে পারার জন্য
২| ১২ ই মে, ২০১৫ বিকাল ৩:০৩
জনতার রায় বলেছেন: কোন ছেলে যদি কোন মেয়ের ক্যারিয়ার দেখে তাকে বিয়ে করতে চায় - সেই ভালবাসা বেশিদিন টিকে থাকবেনা। দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য জরুরী হল পারস্পরিক বোঝাপড়া। কোন মেয়ের শারীরিক সৌন্দর্য, পদ-পদবী বা অর্থ বিত্ত কখনোই যোগ্য পাত্রী হিসেবে তাকে কোয়ালিফাই করেনা।
১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৪
হাউ মাউ কাউ বলেছেন: ক্যারিয়ার দেখার কথা না, এখানে ক্যারিয়ার তাকে কোথায় নিয়ে গেছে সেটা দেখেন । ক্যারিয়ার এর জন্য যে ওকে বিয়ে করবে ওটা তার ব্যক্তিগত বিষয় ।
৩| ১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: জয় বাবা রান্সুর দাস।
১৩ ই মে, ২০১৫ সকাল ১০:৫৫
হাউ মাউ কাউ বলেছেন: ধন্যবাদ, মুরিদ সাহেব । আমিও কিন্তু মুরিদ ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ দুপুর ১:০৭
সাদিয়া আক্তার বলেছেন: ভালো লিখেছেন। দেশ যদি এভাবেই গুনগত মান নিয়ে আগায় তাহলে একদিন উন্নতি হবেই। কাউকে আর মামা, চাচার শরণার্থী হতে হবে না।