নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল মানুষ হতে চাই

ভাল মানুষ হতে চাই

হাউ মাউ কাউ

ভাল মানুষ হতে চাই

হাউ মাউ কাউ › বিস্তারিত পোস্টঃ

আমি জীবিত বিবাহিত না !!!!!!!!!!!!!!!!!!!!!!

২৬ শে জুন, ২০১৫ বিকাল ৩:১২



আমার এক বন্ধু বিয়ে করার আগে আমাকে কল করে দোয়া চাইল । তখন থেকে মনের ভেতর খছ খছ করছে, বিয়ে করলে দোয়া লাগবে কেন ? নাকি অজানা একটা অধ্যায়ে প্রবেশ করছে তাই এরকম করা । আমি যখন কলেজে পড়ি সেমিস্টার শেষে পরীক্ষার আগে একজন শিক্ষক এর সাথে কথা বলার সময় (class room) শিক্ষক বলল syllabus তো শেষ তাহলে অন্য গল্প করা যাক । Topic select কর কি বিষয়ে কথা বলা যায়, শিক্ষক নতুন বিয়ে করেছে আমরা সবাই জানতাম তাই বিয়ে বিষয়ে কথা হচ্ছিলো । শিক্ষক অনেক যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করলো যে বিয়ে করা উচিৎ কিন্তু আমি বললাম Sir আপনি কিন্তু চাইলেই এখন কক্সবাজার যেতে পারবেন না, আমরা যেটা পারব । বিয়ে না করার পক্ষে অনেক যুক্তি দেওয়ার পর Sir চুপসে গীয়ে বলল তোমারা যাই বল না কেন বিয়ে করা উচিৎ । আমার অনেক বুদ্ধিজীবী টাইপ বড় ভাইরা আছে যারা ৪০ বছর বয়েসে বিয়ে করেছে, বিয়ে করবে না করবে না করে । তাদের কথা মতে ১ বছর তোর অনেক সুখ সুখ মনে হবে তার পর থেকে Average মানে হল "চুইংগাম এর মত প্রথমে মিষ্টি মিষ্টি পরে স্বাদ হীন" । সামাজিক রীতিনীতির কারনে, অনেকে ভয়ে, অনেকে কি মধু যেন আছে এর টানে, অনেকে প্রয়োজনে, আবার অনেকে আছে করতে হবে তাই করা । কিন্তু কয়জন একজন আরেকজনকে ভালবেশে করে ? যদি ভালবাশা থাকতো তাহলে বিভিন্ন খবর মাধ্যম গুলয় পাওয়া খবরে, আমার সামনে কিছু ঘটে যাওয়া ঘটনা দেখে আমার মনে হয়েছে ছেলেরা শুধু খাওয়া দাওয়া, শারীরিক চাহিদা মেটানোর জন্য আর মেয়েরা নিরাপত্তা আর Fame (মেয়েরা ঝুকি নিতে জানে না তাই ছেলেদের উপর নির্ভরশীল হয়ে যায় তাতে যদি ছেলেটাকে পছন্দ নাও হয়) এর জন্য । যেখানে ভালবাশা আপেক্ষিক (মানে টাকা পয়শা ঠিকমত মেয়েদেরকে দিতে না পারলে, টাকা না থাকলে ভালবাসবে না, থাকলে ভালবাসবে) এমন সম্পর্কের দরকার কি ? আবার অনেক ছেলেরাও আছে যারা বিয়ে করার সময় খোঁজে মেয়ে ভাল চাকরি করে কিনা ? আমি বলি চাকরি করা খারাপ না কিন্তু মেয়েটার সব যোগ্যতা বাদ দিয়ে শুধু চাকরি প্রধান হয়ে যায় । এমন ছেলে ঐ মেয়েটাকে বিয়ে করে নাকি চাকরীটাকে বিয়ে করে বুঝি না । এখানে Love কোথায় ? একটা interesting ঘটনা, আমি কলেজ পরিদর্শনের জন্য গিয়েছিলাম শরিয়তপুর মহিলা কলেজে তখন principal সাহেব তার হাত pain করছে এমন বলছে, আর একজন শিক্ষক পাস থেকে বলল Sir একটা গাড়ি কিনে ফেলেন ? principal সাহেব উত্তরে বলল আপনার ভাবি তো গাড়ি কিনে ফেলেছে । তখন আমার দিকে তাকিয়ে principal সাহেব বলল আমার Wife আবার ডাক্তার, আমার মেয়ে পরে ঢাকায় । আমি কিন্তু কিছুই সুনতে চাইনি এসব কথা আমি চুপ করে শুধু সুনলাম কথা গুলো আর ভাবতেছিলাম principal সাহেব এর Wife রাজবাড়ী, principal সাহেব শরিয়তপুর, একমাত্র মেয়ে ঢাকায় । ওরে সুখী Family !!!!!!!!! এটার নাম যদি সুখে থাকা হয় ? তাহলে এমন সুখ চাইনা । এইজন্য আমি Still জীবিত Not বিবাহিত ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

হাউ মাউ কাউ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

জাতির গ্রান্ডপা বলেছেন: ভালো বলেছেন দাদা

৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:০৩

হাউ মাউ কাউ বলেছেন: দাদা কলকাতা থেকে এসেছেন নাকি ................................?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.