নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল মানুষ হতে চাই

ভাল মানুষ হতে চাই

হাউ মাউ কাউ

ভাল মানুষ হতে চাই

হাউ মাউ কাউ › বিস্তারিত পোস্টঃ

ঈদ কিভাবে পালন করা যায় ?

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২

আমি বেশ কয়েক বছর থেকে দেকছি ঈদের দিন কিছু ছেলে মেয়ে এমন উল্টা পাল্টা আচরণ করে যা দেখে মনে হয় বাংলাদেশে নাই । সব কিছু করে মানুষকে দেখানোর জন্য (আশেপাশের মানুষ একটু তাদের দিকে তাকাবে বা কিছু একটা অই কিছু একটা যে কি আমি জানি না) । এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে, যেহেতু ঈদ একটা মুসলিম ধর্মীও অনুষ্ঠান তো সেটাকে ইসলামি উপায়ে আমরা উদযাপন করতে পারি । তাতে ঈদের যে উদ্দেশ্য তা হয়তোবা কিছুতা পূর্ণতা পাবে । যেমন ঃ-

১ । এই ছবির ৮ টা কাজ করতে পারি


২ । গরীবদের ভুলে না গিয়ে একদিন ওদের একটু খবর নিতে পারি, অনেকে বলবেন সারা বছর খোজ নাই আজকের দিন । আমি দেখেছি ঈদের দিন বন্ধুদের সাথে আড্ডা ছাড়া বড় কোন কাজ থাকে কিনা আমার জানা নাই । আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনে বলছি যে, ঢাকার ডেমরা থানায় নাকি কিছু যুবক ছেলেরা আছে যারা প্রতি সপ্তাহে একদিন করে তাদের এলাকা পরিষ্কার করে । বিভিন্ন মোড়ে মোড়ে সাইন বোর্ডে লেখা আছে নিধারিত জায়গায় ময়লা ফেলুন, এই কাজটা করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তে পড়ুয়া শিক্ষার্থীরা । ওদেরকে আমরা আমাদের আদর্শ হিসেবে নিতে পারি । আমরা অনেক অস্থির পলাপাইন কি করবো ঈদের দিন ? drinks, gambling, dates and so on. এই টাইপের কাজ আমরা অনেকেই করি সারা বছর কোন না কোন সময় । সুতরাং মানুষের কাছে যাই মানুষের কথা শুনি পারলে উপকার করি, একদিন অন্যভাবে কাটাই ।




মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিবর্ততি সময়ে ইসলামািক স্কলারদের নতুন করে ভাবনার সময় হয়েছে-
ঈদ সেলিব্রেশনের নতুন কোন সুন্দর, শালীন, মানবকল্যানমূলক ইভেন্ট অথবা চলমান ঈদের চেতনাকেই কর্পোরেট ষ্টাইলে কোন ইভেন্টের মাধ্যমে পেজেন্টেশনের!

হয়তো তাহলে কথিত কিছু ছেলে মেয়ে এমন উল্টা পাল্টা আচরণ করার টেন্ডেন্সি কমবে।
সকলেইতো নিজেকে প্রকাশ করতে চায়। সেই সুযোগটা সৃষ্টিশীল, সুন্দর শালীন মাধ্যমে করাতে সংষ্কৃতি মজবুত হবে। আর শূণ্যতায় সব ভুল পথ পদ্ধতির চর্চা হবে।



২| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। ঈদ মোবারক।

৩| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৩২

বিজন রয় বলেছেন: সবই বাণিজ্যকরণ চলছে। মানুষ সঠিক পথে ফিরে আসুক।

ঈদ মোবারক।

৪| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

হাউ মাউ কাউ বলেছেন: বিদ্রোহী ভৃগু খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন । আমিও এতটা পারিনি । ঈদ মুবারক ।

৫| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

হাউ মাউ কাউ বলেছেন: বিজন রয়, সাজ্জাদ ঃ ঈদ মুবারক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.