নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ রহমান বাধন

"just skip me............."

এইচ রহমান বাধন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

''তুমি তো ফুরিয়ে গেছ'' তোমার গা থেকে জলছোপ ছোপ ছাই ঘ্রাণ
তোমাকে ভীষণ আকড়* আলাদা করা জনমানব আর জঞ্জালে
তাই তুমি দাঁড়িয়ে থাক দূরে
ধুলো আর বালি আঁকুক ছবি তোমার গায়ে আর গালে

''তুমি তো ফুরিয়ে গেছ'' মাথা হেঁট করে নতজানু হও
সৈনিক আর সৌভাগ্যবানদের পায়ে
নির্বোধের পায়ে
গুল্মের পায়ে
তোমার দেখা আলোটা আলেয়া ছিল
কতোটা অবিবেচক ছিলে তুমি !!!
অকূল পাথার পাড়ি দেবে ভেবেছিলে ছোট্ট একটা নায়ে

''তুমি তো ফুরিয়ে গেছ'' তোমার গা থেকে জলছোপ ছোপ ছাই ঘ্রাণ
সবাই দিয়েছে নিঃশর্ত উপহার প্রতিবেলা অবহেলা
মাতৃহীন তুমি; স্নেহহীন তুমি; তোমার বুক জুড়ে অসম্মান

দুঃখ পেয়েছ যতটা ততটাই জেনেছ তুমি
মুখ ও মুখোশ; সমুদ্র আর জলাভুমি
''তুমি তো ফুরিয়ে গেছ'' তোমার গা থেকে জলছোপ ছোপ ছাই ঘ্রাণ
বর্ষা শীতে নিবিড় নৈঋতে শুধুই তোমার অকল্যাণ ।।
[ *আকড়= কঠিন ]
(২৮.১০.২০১৪)

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: একটানে পড়ে গেছি। অনেক ভালো লাগা +++++++++

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ++++

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

সুমন কর বলেছেন: চমৎকার কবিতায় ৩য় ভাল লাগা।

মাথা হেঁট করে - এ জায়গায় নিচু শব্দ দিলে কেমন হয়?

একটি ইংরেজি শব্দ বেমানান লাগছে।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

এইচ রহমান বাধন বলেছেন: ইংরেজি শব্দ কোনটা ?

৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

এইচ রহমান বাধন বলেছেন: "নিচু "দিলে আরো ভাল হয়। thanksto all... and thanks to সুমন কর

৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

সুমন কর বলেছেন: দুঃখিত, অামার পড়তে গিয়ে ভুল হয়ে গিয়েছিল। :P

হেঁট-ই হবে। B-)

হেঁট = অবনত (মাথা হেঁট হওয়া)

ভাল থাকুন।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন +++

সবাইকে আলাদাভাবে মন্তব্যের উত্তর দেওয়ার ব্যাবস্থা আছে । ৩ নাম্বারে যেভাবে দিলেন ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.