| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকী_ফাহাদ
আমার নাম ফাহাদ। আমি একজন একাদশ শ্রেণীর ছাএ্র। এখানে আমি নতুন, যদিও আমি কবিতা কখনও লিখিনি তবুও .......
বুকের বাম পাশটায় অসহ্য ব্যথা করছে কিন্তু ব্যথাটা কোন জায়গায় তা ঠিকভাবে ধরতে পারছি না। আবার ঠিক কতটুকু ব্যথা, সে ব্যথাটা আদৌ অসহ্যকর কিনা তাও ঠিক বুঝতে পারছিনা। না বুঝতে পারায় ব্যথাটা যেন ক্রমেই বেড়েই চলছিল।উফ্ আর পারছিনা বুকের বা পাশটায় হঠাত্ দু হাত দিয়ে চেপে ধরি। না আর কিছুতেই যেন পারছিনা।...হায়..! তাহলে কি আমার এ বয়সেই হার্ট এর সমস্যা হলো নাকি! আরে না, এসব কি ভাবছি আমি..।এইতো দিব্যি ভাল আছি। তাহলে একটু আগে যে আমার বুকের বা পাশটায় ব্যথা হচ্ছিল তা হলে কি সেটা আমার মনের ভুল ছিল? এমন আশ্চর্য ভুল আমার মাঝে মাঝেই হয় বিশেষ করে যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে।চারপাশটা অন্ধকার হয়ে যায় ।তখন যেন আস্তে আস্তে আমার বুকের মধ্যেও কালো মেঘ বাসা বাধে ঠিক তখনি আমার এমন অদৃশ্য ব্যথা শুরু হয়। ব্যথা অনুভব করার বিশেষ কারনও আছে বৈকি।আকাশে মেঘ জমে নদী থেকে বাস্পাকারে জল বিন্দু দিয়ে।আর আমার মনের আকাশে মেঘ জমে একটু একটু জমানো কষ্ট থেকে। আর সে কষ্টই একটা তীব্র অদৃশ্য ব্যথায় রুপ নেয়। আকাশে মেঘ জমলে যেমন অঝর ধারায় বর্ষন হয়ে আকাশ পরিষ্কার হয় তেমনি আমার দু চোখে
বর্ষন হয়ে মনের আকাশ কিছুটা পারিষ্কার হয়। এক্ষেত্রে আমার চোখে বর্ষন হওয়াটা প্লাস পয়েন্ট বলা যায়।অন্য কোন ঔষূধ যখন কাজে লাগেনা ঠিক তখনি কান্না নামক ঔষূধটাকে কাজে লাগিয়ে দি। আজও আমার তেমন একটি মন খারাপের দিন। ধ্যাত্ ঠিক এভাবে বলছি কেন আমার তো প্রায় প্রতিদিনি এমন কাটে।আবার ব্যথা অনুভব করছি আহ আর পারিনা কেউ কি আছ? না কোথাও কেউ নেই ।তাবে..! তবে কি করব আমি?বুঝেছি আমার কষ্টগুলো যেহেতু একান্তই আমার তাই আমাকে একাই এর মোকাবেলা করতে হবে। একা একাই নিজেকে বলি"প্লিজ একটু শান্ত হও এএকটু ধৈর্য্য ধরো প্লিজ।এবার আস্তে আস্তে মনটা শান্ত হতে থাকে। এই যে আমার এমন কষ্টে থাকা এমন অস্বাভাবিক জীবন যাপন সবকিছুর পেছনে শুধু একটা কারন আর সে কারনটা হলে তুমি। কি তোমার মনে এখন প্রশ্ন জাগছে তো কারনটা তুমি কেন?
আরে বোকা তোমাকে যে আমি অনেক ভালবাসি তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন ছিল। এইযে আমার গল্পের শুরুতে যে ছবিটা দেখতে পাচ্ছ এমনি একটা স্বপ্ন আমারও ছিল।তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজব দুজন গলা মিলিয়ে বৃষ্টির ছন্দে গাইবো। তুমি আমার চোখে চোখ রেখে হাজার বার বলবে ভালবাসি ভালবাসি। হাহাহা কিন্তু দেখ ভাগ্যের কি আশ্চর্য্য নির্মম পরিস্থিতি তোমাকে আমি পাইনি তোমার সাথে আমার কখনও গলা মিলিয়ে গাওয়া হবেনা। কখনই হবেনা উপরের গল্পের ছবিটির মত ভেজা...! তারপরও ভালবাসি ভালবাসবো।। তুমি আমার পাশে না হয় কষ্ট হয়েই থেক...!!
©somewhere in net ltd.