| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোনলিফাইটার
গরিব গরিব রবে বড়লোক বড় হবে বুদ্ধিজীবীগণ থাকবেন বেঁচে বুদ্ধিদীপ্ত কোনো ছদ্মবেশে ওদিকে গণতন্ত্রের নামে কাটা রাইফেল হাতে মরবে যুবক অজানা কারো নির্দেশে। তবু বাংলার ধুলো ওড়া আকাশে আজও কেন শুনি রবি ঠাকুরের সেই হাহাকার বাণী “সাতকোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে, মানুষ করোনি”
![]()
শোনেন শোনেন ভাইসকলে জীবিত বিবাহিত
আমি একজন এই দুনিয়ার প্রেমিক নির্যাতিত।
ভালোবেসে যাহার পায়ে দিলাম আমার জীবন
ঝাড়ি খাইতে খাইতে তাহার হইসে এখন মরণ।
যদি বলি ময়নাপাখি টিয়াপাখি সোনাপাখি আমার
ঝাড়ু লইয়া দৌড়ানি দেয়, কয় আমি নাকি দেল্লা রাজাকার।
ছি ছি আমার যাদুমনি ইসব কিরাম কথা?
এই বয়সে খাইসো নাকি তোমার চোখে মাথা?
কোথাকার কোন ছাগলাদাড়ি বুইড়া হারাম চামার
তাহার সাথে মিলাও মোরে এ কেমন তোমার বিচার?
ওমনি আসে চোখ রাঙিয়ে করে সাপের মতন ফোস
ভিমরী খাই সে রূপ দেখে হারাই সকল হোস (হুস)।
ফোনটা কেনো তোমার বিজি সকাল দুপুর বেলা?
কথাখানা জিজ্ঞাইলে সাঙ্গ আমার ভবলীলা।
আমি নাকি ইটালিয়ানো মাইয়াগো ভালা পাই
তবুও আমার মতন সন্দেহবাতিক নাকি তাহার মোটেও নাই।
আমি নাকি হারামী সেই কু্ত্তা রমজান
কুটকচালি কেচালবাজি আমার নাকি কাম।
আর যদি কই তুই তো আমার হুরমতিয়া বুয়া
ঢঙ্গ রঙ্গ কইরা দিসছ আমার চোখে ধুয়া
ওমনি ছোটে তুবড়ি গুলির মতন গালির ট্যাগ
মোল্লা নোয়াখাইল্লা চোখের সামনে থেকে ভাগ।
ভন্ড মজিদ, সাইদী হুজুর, কুত্তা, গরু বিলাই
আম্র, কাঁঠাল, মাকাল ফল আয় আজ তোরে পাকাই কিলাই।
আবার ছি ছি কি সব কথা তার থেকে দাও কিস
সোনা যাদু, রুপা মধু করোনা কি মোরে মিস?
হুরীর মত চেহারা খানা কেমন মুখে ভাষা?
দিনে দিনে ভুলাই দিলা মনের সকল আশা।
জন্মসময় তোমার মুখে মধু ভুলে মা কি?
দিয়াছিলো করলা তিতা, নিমের পাঁচন নাকি?
ওরেব্বাবা সত্য কথা বড়ই কঠিনতর
চেহরা দেইখা তখন দিলে চাক্কু মরো মরো।
ভয়ে ভয়ে বলি আমি সুইটি হানি বানি
সব ভুলে যাও সোনামনি আমার পরান জানি।
রাখ তোর ঐ ইঁদূর কইলজা দূরে গিয়া মর
এই জনমের মতন চাইনা দেখতে চেহারা তোর।
ও মাই মাই কি বলো সব না জায়েজি কথা
নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ দিওনা আর ব্যাথা।
সব ভুলে যাও ডার্লি আমার মেনে নিলাম সকল দোষ
থামাও সকল গালিবাজি থামাও সাপের ফোস!
একটা চামচ মধু দিয়া খাও তুলসিপাতা
ঝগড়া কইরা ভাঙ্গছে গলা কেমনে গান গাবা?
কি কইলি আমি সাপিন? আমি ঝগড়িবাজ!
বিয়ার আগেই তোরে তালাক দিলাম আমি আজ।
ফটাস করে লাইন কাটে, অনলাইনে হাওয়া
দমবন্ধ হয়ে আমার বন্ধ খাওয়া দাওয়া।
ভাইসকলে বিচার করেন আমি প্রেমিক নির্যাতিত
প্রেমে পইড়া এই দুনিয়ার শ্রেষ্ঠ অত্যাচারিত।
আপডেট নাম্বার ১
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
লোনলিফাইটার বলেছেন: আমার হলো সারা তোমার হলো শুরু
:#>
২|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
প্রিয়তমেষূ বলেছেন: হা হা হা
কবিতা মজার হইছে!!!!!
ভাইসকলে বিচার করেন আমি প্রেমিক নির্যাতিত
প্রেমে পইড়া এই দুনিয়ার শ্রেষ্ঠ অত্যাচারিত।
তুমি নির্যাতিত
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
লোনলিফাইটার বলেছেন: হুম আপু আমি নির্যাতিত প্রেমিক
৩|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
দূর্যোধন বলেছেন: আচ্ছা !
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
লোনলিফাইটার বলেছেন: হুমমমমমমমমম
৪|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
শামীম আরা সনি বলেছেন: ফুলকপিতা ![]()
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
লোনলিফাইটার বলেছেন: না এটা হাফ কবিতা
৫|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: খাইছেরে !
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
লোনলিফাইটার বলেছেন: কে কারে খাইলো রে ভাই?
:!>
৬|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
বিডি আমিনুর বলেছেন: জাতি এই অত্যাচার কিছুতেই মানিয়া লইবে না
দুনিয়ার মজলুম প্রেমিক এক হও
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
লোনলিফাইটার বলেছেন: দুনিয়ার মজলুম প্রেমিক এক হও
৭|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
নিয়েল ( হিমু ) বলেছেন: :!> :!>
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
লোনলিফাইটার বলেছেন:
৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাপ্রে! এ দেখেই পুরাই নি:স্বার্থ ভালবাসা---What is love !!!!!!!!
অনন্ত জলিল বলেছেন, পেম হোয়াট ইজ দা পেম? পেম পাট লাইপ!
হাসতেই আছি, হাসতেই আছি!!
অবশেষে আপনি পোস্ট দিলেন.... ভালো লাগলো!! বজায় রাখেন....
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
লোনলিফাইটার বলেছেন: আমার কষ্টে যে হাসে তার বিচার আল্লাহ করবে
সবাই শত্রু
৯|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন:
যদি বলি ময়নাপাখি টিয়াপাখি সোনাপাখি আমার
ঝাড়ু লইয়া দৌড়ানি দেয়, কয় আমি নাকি দেল্লা রাজাকার।
৪ নাম্বার পিলাচটা আমার ![]()
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
লোনলিফাইটার বলেছেন: ঐটা আদর কইরা বলে
:!>
১০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
অপু তানভীর বলেছেন: দুনিয়ার মজলুম প্রেমিক এক হও !!
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮
লোনলিফাইটার বলেছেন: আমার দলে যোগ দেও ছেড়ে দেও আপুর দল
১১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: লোনলিফাইটার লোনলি না
![]()
আমি বলেছিলাম নতুন পোষ্ট দিতে, তাই দিয়েছেন বুঝি। :!> :#>
অনেক মজার হয়েছে। নিচের টুকু অসাম।
কি কইলি আমি সাপিন? আমি ঝগড়িবাজ!
বিয়ার আগেই তোরে তালাক দিলাম আমি আজ।
ফটাস করে লাইন কাটে, অনলাইনে হাওয়া
দমবন্ধ হয়ে আমার বন্ধ খাওয়া দাওয়া।
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১
লোনলিফাইটার বলেছেন: তুমিওতো আরেকটা ডাইনি
১২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
আমি সাজিদ বলেছেন: হোয়াট এ কোবতে ব্রো! :-)
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
লোনলিফাইটার বলেছেন: ধইন্না তোমারে ব্রো
১৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
জনৈক মাল্টি নিক বলেছেন: অপু তানভীর বলেছেন: দুনিয়ার মজলুম প্রেমিক এক হও !!
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
লোনলিফাইটার বলেছেন: হাই ব্রো কি খবর?
১৪|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
তন্ময়০১৩ বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
লোনলিফাইটার বলেছেন:
১৫|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
শোনেন শোনেন ভাইসকলে জীবিত বিবাহিত
আমি একজন এই দুনিয়ার প্রেমিক নির্যাতিত।
ভালোবেসে যাহার পায়ে দিলাম আমার জীবন
ঝাড়ি খাইতে খাইতে তাহার হইসে এখন মরণ।
মনে হল যেন কোন পুথি পাঠ করছি,
দারুন হয়েছে +++++++++৭ নং প্লাস
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
লোনলিফাইটার বলেছেন: কবিতারে পুথি মনে হইলো?
১৬|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
![]()
আহারে!! নির্যাযিত ভাই আমার!! চউক্ষে আমার পানি!!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
লোনলিফাইটার বলেছেন:
১৭|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
শিপন মোল্লা বলেছেন: বুঝি বুঝি সবই বুঝি বুঝে না হৃদয়,
মোশারফ ভাই এর সাথে কেন এমন হয়!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
লোনলিফাইটার বলেছেন: সেটাই প্রশ্ন
১৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
বাঘ মামা বলেছেন: ![]()
দেলোয়ার সাহেবের কর্মকান্ডে অনেকেই অবাক হয়েছেন অবিশ্বাসের ভঙ্গিমায়,আমি হইনি কারণ যারা ৭১ এর বিরুধিতা করেছে তাদের পক্ষে সব সম্ভব এবং সেটাই প্রমাণ হচ্ছে হবে আস্তে আস্তে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
লোনলিফাইটার বলেছেন: দেল্লা রাজাকারকে আমি আগে থেকেই জানি।চমকিত হবার কিছু নাই।একজন শয়তানের কথা চিন্তা করলে আমার দেল্লা নিজামি গুয়াযমের ক্থা মনে পড়ে
১৯|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন:
কে করিলো কামডা ইরাম ? কে দিলো মাথায় বারি ?
পাইলে দিমু চিমটি খামচি সংগে থাকবো ঝাড়ি।
আইজকা বুঝি আইবো না আর
কাইলকা খবর লমু আবার।
কিন্তু ভাই আপ্নারে একখান কতা কইয়া যাই
ভুত-পরি-পেতনি হইলে আমি কইলাম নাই ।
এই ডি কইলাম আমি ডড়াই
এগোর লগে নো বড়াই।
মাঝে মাঝে আমিও ভাই অনেক ঝাড়ি খাই
তারপরেও আমি কিন্তু হজম কইরালাই।
যদি হয় তেমন কিছু তাইলে বুদ্ধি দিলাম বইলা
আসুমনে কাইলকা আবার এবার যাই চইলা।
যাওনের আগে ধন্যবাদ দেই পোষ্ট দিছেন তাই
অনেক দিন ব্লগে মজা হয় না মজার পোষ্ট নাই ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
লোনলিফাইটার বলেছেন: বাপরে কি কবিতা বানাইছো।আমারটার চেয়ে তোমারটা বেশি মজার হইছে
কিন্তু ভাই আপ্নারে একখান কতা কইয়া যাই
ভুত-পরি-পেতনি হইলে আমি কইলাম নাই ।
হুম তুমি দুরেই থাকো ভুত পেত্নির কাজ কারবার আছে এইখানে।
২০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
লিন্কিন পার্ক বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
লোনলিফাইটার বলেছেন:
২১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: আহারে বেচারা
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
লোনলিফাইটার বলেছেন: আফসোস
২২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
জেনারেশন সুপারস্টার বলেছেন: সমবেদনা জানালাম...কোন চিন্তা করবেন না ভাই....আপনার উনার ফোন নাম্বারটা দেন তো.....সব ম্যানেজ করে দেব
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
লোনলিফাইটার বলেছেন: পাগল নাকি?ফোন নাম্বার শুধু আমার কাছেই থাকুক।
২৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভালো হইসে রে..................
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
লোনলিফাইটার বলেছেন: মনের থেকে কইছো?
২৪|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
একজন আরমান বলেছেন:
আবার ছি ছি কি সব কথা তার থেকে দাও কিস
সোনা যাদু, রুপা মধু করোনা কি মোরে মিস?
আহা আহা কবিতায় যেন মধু ঝরে।
তা ভালোবাসার খুনসুটি কিন্তু খারাপ না। এই সকল গালিও কিন্তু মধুরই লাগে। কি বলেন ব্রো?
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
লোনলিফাইটার বলেছেন: ইনবক্সের গোপন খুনসুটির মজাই আলদা ব্রো।সেটারে কবিতা আকারে প্রকাশ করলাম
২৫|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২
অংকনের সাতকাহন বলেছেন: আহারে! প্রেমের কি সাইড এফেক্ট! ![]()
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
লোনলিফাইটার বলেছেন: তুমি নিজেও তো সেম
ভালো আছো তোমরা দুজনে?
২৬|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: মজার হইছে! কবিগুরু বেঈমান আমি!
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
লোনলিফাইটার বলেছেন: কবিগুরু বেঈমান আমি!
:!> :!> :!>
২৭|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্টগুলো খুব মজার
"আপ্নে পুরাই শেষ
"
"ফুলকপিতা
"
"আমি বলেছিলাম নতুন পোষ্ট দিতে, তাই দিয়েছেন বুঝি। :!> :#>
"
"কবিগুরু বেঈমান আমি!
"
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
লোনলিফাইটার বলেছেন: সবাই মিলে আমাকে পচায় আর তুমি মজা পাও না?তোমারে স্কিপ করে রিপ্লাই করছি আর সবাই মিলে রাগ করছে আমার উপর
২৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৮
আশিক মাসুম বলেছেন: আহারে পোলাডা বড় ভাল লোক আছিল। পিরিত কইরা কি হালডাই না হইচে। দুক্কু দুক্কু।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
লোনলিফাইটার বলেছেন: বুখে আয় বাবুল
আফসোস
২৯|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: কবিতা ভালোই হইছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
লোনলিফাইটার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
৩০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
শামীম আরা সনি বলেছেন: হাফকপিতা লিখলা কেন? এইডা লও তুমি, এরপর ফুলকপিতা লিখো ![]()
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
লোনলিফাইটার বলেছেন: আই লাইক ফুলকপি
৩১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
অনীনদিতা বলেছেন: দুনিয়ার মজলুম প্রেমিক এক হও !!
আগামিকাল হরতাল।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
লোনলিফাইটার বলেছেন: টেন্কু তোমারে।তুমি আমার কস্টটা বুজেছো
হরতাল কি শুধু একদিনের লাইগা নাকি টানা হরতাল চলবে?
৩২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
জাকারিয়া মুবিন বলেছেন: মজার কপিতা থুক্কু পুঁথি।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
লোনলিফাইটার বলেছেন: পুঁথি?
আমার কবি প্রতিভার ইনসাল্ট
৩৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
সালমাহ্যাপী বলেছেন: আহা আহা !!!!!! মধু মধু !!!
ফাইটার দেখি কবি হইয়া যাইতেছে কাহিনী কি হু হু?? আমি কিন্তু সব জানি কইলাম
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
লোনলিফাইটার বলেছেন: মধুর ইংরেজি কইলাম হানি
আর নোয়াখাইল্লারা পানিরে কয় হানি।তুমি কি কইলা বুজলাম না।
হুম ফাইটার এখন কবি হইছে তয় ফাইটিং ও চলবে।আর তুমি কি জানো?
৩৪|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
আমি ইহতিব বলেছেন: শুরুর ৪ লাইন পড়েই ডজন নং ভালো লাগা দিয়ে দিলাম, এইবার পুরোটা পড়ি।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
লোনলিফাইটার বলেছেন: তুমি খুব ভালো একটা আপু
ধন্যবাদ এবং শুভকামনা।
৩৫|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
আমি ইহতিব বলেছেন: 
আর ভাবীর জন্য গান শুনাইয়া দিয়েন
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
লোনলিফাইটার বলেছেন: সেতো ভাবি না সে হইলো তোমার আপু।
৩৬|
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
ছোট্ট নিথী বলেছেন: পিঠে কেউ আবার নতুন করে কাঁঠাল ভাঙ্গলো নাকি????


০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
লোনলিফাইটার বলেছেন: নারে আপু একটা জ্বালায় বাচি না আরেকটার দরকার নাই।
আমার কষ্টে তুমি হাসো?
৩৭|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্টের আন্সার নাই
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
লোনলিফাইটার বলেছেন: এইযে দিচ্ছি সুইটি
৩৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
অনিমেষ রহমান বলেছেন: হে হে ভাই ফাডাইয়া দিছেন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
লোনলিফাইটার বলেছেন: গোপনে যে আমারে ফাডায় সেটা তো কেউ দেখেনা
৩৯|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: mairala amare mairala ![]()
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
লোনলিফাইটার বলেছেন: তোমারে কেনো মারমু ডার্লিং?
৪০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সালমাহ্যাপী বলেছেন: স্কীপ করে রিপ্লাই
আর জিন্দেগীতেও আপনার কোন পোস্টে কমেন্টামু না
মনে রাইখেন
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
লোনলিফাইটার বলেছেন: এইভাবে কইলা?রাগ কইরো না সুইটি তোমার প্লিজ লাগে।
৪১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
অচিন.... বলেছেন: ভাই আপ্নে গেছেন ![]()
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
লোনলিফাইটার বলেছেন: কই গেলাম?এই ফিরে আসলাম
৪২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ছোট্ট নিথী বলেছেন: এই করেন নাহ্ !! আর যদি আপনার ব্লগে আসছি তো।!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
লোনলিফাইটার বলেছেন: মাফ কইরা দেও আপু ভুল হয়ে গেছে
৪৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
আধখানা চাঁদ বলেছেন: "কবিতা চলবে" ![]()
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
লোনলিফাইটার বলেছেন: সাথে প্রেম ভালোবাসাও চলবে
৪৪|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
জেমস বন্ড বলেছেন: ভাল লিখেছ ভাইয়া
।
অট : ভাল লাগেনা ভাইয়া , আমি ঠিক আছি । মতলব -
১/ কমেন্ট ব্যান হই নাই
২/ জেনারেল ও হই নাই
৩/ নুটিশ ও পাই নাই ।
আমি ওকে । ভাল থেকো শুভকামনা । মাঝে মইদ্ধ্যে আইয়া পড়ে যাবো লেখাগুলো । অক্কে
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
লোনলিফাইটার বলেছেন: কাজটা একদম ভালো করো নাই।আমার সাথে যোগাযোগ করো
৪৫|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
লোনলিফাইটার বলেছেন: মাফ ও চাই দোয়াও চাই আর কোনোদিন স্কিপ করে রিপ্লাই দিমু না।প্লিজ আমার ভুল মাফ করে দেও তোমরা
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
লোনলিফাইটার বলেছেন: এরা সব কিড বুজে না তুমি যে কাজের মাজে ব্লগিং করো।
৪৬|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
রবিন মিলফোর্ড বলেছেন:
ব্যাপক দু:খ পাইলাম ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
লোনলিফাইটার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
:!>
৪৭|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
এম হুসাইন বলেছেন: শোনেন শোনেন ভাইসকলে জীবিত বিবাহিত
আমি একজন এই দুনিয়ার প্রেমিক নির্যাতিত।
ভালোবেসে যাহার পায়ে দিলাম আমার জীবন
ঝাড়ি খাইতে খাইতে তাহার হইসে এখন মরণ।
এই কথা গুলো ব্যাপক হইসে গো ভাইজান +++++++++
অনেক অনেক ভালো থাকুন!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
লোনলিফাইটার বলেছেন:
৪৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
জুন বলেছেন: যদি বলি ময়নাপাখি টিয়াপাখি সোনাপাখি আমার
ঝাড়ু লইয়া দৌড়ানি দেয়, কয় আমি নাকি দেল্লা রাজাকার।
ছি ছি আমার যাদুমনি ইসব কিরাম কথা?
এই বয়সে খাইসো নাকি তোমার চোখে মাথা?
কোথাকার কোন ছাগলাদাড়ি বুইড়া হারাম চামার
তাহার সাথে মিলাও মোরে এ কেমন তোমার বিচার?
হা হা হা দারুন বলছো
তুমিতো ব্লগের নির্যাতিত + অত্যাচারিত কবি হয়ে উঠলে দেখছি
+১৪
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
লোনলিফাইটার বলেছেন: হুম আরেকটু সময় দেও
১৪+ মনে হইলো তোমার আপু?
৪৯|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
রাসেল ভাই বলেছেন: দমবন্ধ কইরা লাভ নাই
নি:শ্বাস ছাড়েন জোড়ে
নতুন কোন দুয়ারে
কড়া নেড়ে নতুন সুরে ।
দিস ইজ এ মর্ডান পোষ্ট থুক্কু প্রেম
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
লোনলিফাইটার বলেছেন: আপনি কেটা জানি?
৫০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফাইটার দুক্কের কপিতা লেখছেন কেন!
দুক্কে বুকটা ফাইট্টা যায়
১৫+
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
লোনলিফাইটার বলেছেন: ফাইটারের বুক কষ্টে ফাইট্টা যায়
৫১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
চেয়ারম্যান০০৭ বলেছেন: এই কোবতে পড়ে মাথা চর্কির লাহান ঘুরতাছে
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
লোনলিফাইটার বলেছেন: কেন কেন?কয় মাস চলছে তোমার?বেশি করে আচার খাও।তোমার লাইগা শুভ কামনা বেয়াই।তয় কামডা করলো কেটায়?
৫২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: ভাই যে দলেই যোগ দেই না ক্যান দুইটাই তো একই দল !!
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮
লোনলিফাইটার বলেছেন: বাপরে পোলার দেখি বুদ্ধি খুব বেশি
৫৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
একজন আরমান বলেছেন:
এইরে... আস্তে কন। গোপন কথা এই ভাবে প্রকাশ্যে বলিতে হয় না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০
লোনলিফাইটার বলেছেন: তাহলে জিগাও কেন
৫৪|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
ভিয়েনাস বলেছেন: হায় হায় এতো বড় কবিতা লেখে ফেলেছেন। কি কামডা করলেন দেখি
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
লোনলিফাইটার বলেছেন: প্রেম করলে যা হয় আর কি?
৫৫|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
রাইসুল নয়ন বলেছেন: অল্প কিছু মাতার উপর দিয়া গেছে বড় ভাই !!
আবার এক ঘুল্লা আইতে হইবে !!
তবে কবিতা অভিমানের !
ভালো লাগা রইলো কবি।।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
লোনলিফাইটার বলেছেন: এইটা তো সহজ সরল করে কবিতা লেখার প্রচেস্টা।তাও মাথার উপরে দিয়া গেলো?
৫৬|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
চেয়ারম্যান০০৭ বলেছেন: বদ কতা কৈয়া আমার ফুলের লাহান চরিত্রে লৈট্যা মাছের কলংক দিতে তুমার বিবেকে বাধঁলো না ? বেঈমান !
আমি এখনো সতি থুক্কু ভার্জিন।বিয়ার আগে মেশিন চল্পে না
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
লোনলিফাইটার বলেছেন: তুমি ভার্জিন ?কি কও এইসব ?তোমার তো ছেলে ভাবতাম
জেন্ডার চেন্জ করলা কবে?
৫৭|
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বুঝে না কে বলল? আমি তো বুঝি :!> এজন্যই তো আমাকে স্কিপ করে মন্তব্যের জবাব দেয়া হয়েছে :#> :#>
হ্যা, মন থেকে কইসি
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
লোনলিফাইটার বলেছেন: খামোশ
যারে নিয়া কবিতা লিখছিসে তোমার কথা শুনলে আমারে দিবে তালাক।তুমি সুইটি হয়ে থাকো।বেশি কিছু আশা করা ভুল
৫৮|
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৮
অবান্তর অন্ধকার বলেছেন: নিজে পোষ্টে তো বানান ঠিক কর আবাল
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
লোনলিফাইটার বলেছেন: বানান ঠিক করুম না তয় তোর াছায় লাত্থি দিমু।প্রথমে তোর কান বরাবর দিলাম একটা বন চটকনা।এর পর কান দিলাম মলে।এবার তোর চুল ধইরা তোর গালে দিলাম বুট জুতা দিয়া লাত্থি।তোর মতো গারবেজ পোলাপাইনের স্থান হলো সিটি করপোরেশনের ময়লাযুক্ত ডাস্টবিন।মাল্টি দিয়া ব্লগে ঘুরে ঘুরে গালিবাজি করিস আর মেইন নিকে শুশিল গিরি করিস?তুই একটা কুকুর তুই একটা ছাগল তোর গায়ে শিট এর স্মেল।আমার ব্লগে আর আসলে তোরে ডিটারজেন্ট পাউডার দিয়া ওয়াশিং মেশিনে হান্দায়া দিমু ।এর পর সাইদির মতো কমু মেশিন চলবে
লাস্ট ওয়ার্নিং তোরে দিলাম। না হলে তোর মেইন নিকরে ধরমু কইলাম।
৫৯|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬
এম হুসাইন বলেছেন: এই মুহুরতে বস এর ব্লগবাড়ি তে কিন্তু চমৎকার কিছু অন্থ্যমিল আছে--
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
লোনলিফাইটার বলেছেন:
কঠিন জিনিষ বের করছ দেখি :>
৬০|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১
এম হুসাইন বলেছেন: বড় কইরা দেখেন-
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
লোনলিফাইটার বলেছেন: দেখলাম
৬১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
আমিনুর রহমান বলেছেন: নির্যাতিত প্রেমিকের জন্য সহমর্মিতা ![]()
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
লোনলিফাইটার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
৬২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
অনীনদিতা বলেছেন: হরতাল চলছে চলবে।চলতেই থাকবে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
লোনলিফাইটার বলেছেন: হরতাল করা ভালু না ।দেশের অর্থনীতির জন্যে ক্ষতিকর
৬৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
শায়মা বলেছেন: আমি নাকি হারামী সেই কু্ত্তা রমজান
কুটকচালি কেচালবাজি আমার নাকি কাম।
আর যদি কই তুই তো আমার হুরমতিয়া বুয়া
ঢঙ্গ রঙ্গ কইরা দিসছ আমার চোখে ধুয়া
ওমনি ছোটে তুবড়ি গুলির মতন গালির ট্যাগ
মোল্লা নোয়াখাইল্লা চোখের সামনে থেকে ভাগ।
ভন্ড মজিদ, সাইদী হুজুর, কুত্তা, গরু বিলাই
আম্র, কাঁঠাল, মাকাল ফল আয় আজ তোরে পাকাই কিলাই
হায় হায় !!! কি সর্বনাশ!!!
হাসতে হাসতে শেষ আমি।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
লোনলিফাইটার বলেছেন: তোমার হাসির ক্ষ্যাতা পুরি
৬৪|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: সবাইরে, চুইটি, হানি , বানি কত্ত কি কইলেন, আর আমারে ডাইনি!!
এর বিচার হৈব, এর আগে তো খালি লাইন কাটছে, আর অফলাইন হৈছে,
এরপর মাথায় কাডাল ভাইঙ্গা খাইবো।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
লোনলিফাইটার বলেছেন: হানি তো শুধু একজনকেই বলি ।সেটা শুধুই তাহার জন্য।আচ্ছা তোমারে কি উপমা দিলে খুশি হবা বলো?পরেবার সেটাই কমু।এখন একটু হাসো
আর মনে রাখবা শকুনের দোয়ায় গরু মরেনা
৬৫|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আমার তিনিও যদি '' হুরমতিয়া বুয়া''র লাহান হইতেন ?
তাইলে আমার কিবোর্ড দিয়াও ঝুর ঝুরাইয়া ৪৮ লাইনের কবিতা বারাইতো ।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
লোনলিফাইটার বলেছেন: নদীর এই পাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস ঐ পাড়েতে সব সুখ আমার বিশ্বাস
৬৬|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: ফুলের লাহান চরিত্রে লইট্যামাছের কলংক ![]()
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
লোনলিফাইটার বলেছেন: একদম ঠিক কইছো ব্রো
৬৭|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
রিমন রনবীর বলেছেন: :!> :!> :!> :!> :!> ![]()
দুইডা পেলাচ দিলাম
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
লোনলিফাইটার বলেছেন: ওরে লুলরে
নিজের ফটোক লাগাইছো?
৬৮|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
নেংটি ইদুর বলেছেন: কমেন্টও দুইডা দিলাম
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
লোনলিফাইটার বলেছেন: হায় মাল্টি ভাইয়া
৬৯|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :O
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
লোনলিফাইটার বলেছেন: কিসের ইমো এটা?
৭০|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ১৯ নম্বর ভালু লাগা টিপ দিছি। এই কবিতা হুইন্না মাথা আউলা হয়া গেছে। ওরে তোরা কে কুতাই আছিস রে লোনলিফাইটাররে ধইরা আন।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
লোনলিফাইটার বলেছেন:
৭১|
১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: গুরু তুমারে মিছাইতাছি
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
লোনলিফাইটার বলেছেন: মিস ইউ টু
৭২|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
অনীনদিতা বলেছেন: যার জন্য করলাম চুরি।সেই বলে চোর।![]()
আপনার কষ্টে হরতাল দিলাম আর আপনিই বললেন এটা![]()
![]()

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
লোনলিফাইটার বলেছেন: তুমি খুব ভালো চোর না ওকে?
৭৩|
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: বাহ বাহ
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
লোনলিফাইটার বলেছেন: থ্যান্কস ব্রো
৭৪|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা হা
নির্যাতিত কবিতা পড়ে তো দুঃখ লাগছে না
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
লোনলিফাইটার বলেছেন: কয় কি ?হাসি লাগছে?
৭৫|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
নেংটি ইদুর বলেছেন: নিজেও তো মাল্টি
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
লোনলিফাইটার বলেছেন: আমি মাল্টি না গাধা।আমাকে সবাই চিনে আমি কেটা?
৭৬|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩
আশিক মাসুম বলেছেন: নেংটি ইদুর বলেছেন: নিজেও তো মাল্টি
হাসতেই আছি। কেমন আছেন ব্রো?
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
লোনলিফাইটার বলেছেন: হে ব্রো এভরিথিং ইজ ওকে
হাউ আর ইউ?
৭৭|
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
নেংটি ইদুর বলেছেন: বেইমান মাল্টি
রোমান মাল্টি
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
লোনলিফাইটার বলেছেন: ওরা কারা? চিনি নাতো
৭৮|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন: পোষ্ট আপডেট হৈছে আর আমি খব্র পাই নাই
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
লোনলিফাইটার বলেছেন: আমি কাউরে খবর দিয়া পোস্ট করি না
৭৯|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
নিয়েল ( হিমু ) বলেছেন: অ :-< আবডেট ওয়ান তো আগেই দেখছি :-< :-<
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
লোনলিফাইটার বলেছেন: আপডেট ৩ আসবে
৮০|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
আশিক মাসুম বলেছেন: এইত চলে যাচ্ছে। বেশী খারাপ্না।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
লোনলিফাইটার বলেছেন: দ্যাটস গ্রেট ব্রো
৮১|
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
লোনলিফাইটার বলেছেন: ওকে ব্রো
৮২|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: যদি বলি ময়নাপাখি টিয়াপাখি সোনাপাখি আমার
ঝাড়ু লইয়া দৌড়ানি দেয়, কয় আমি নাকি দেল্লা রাজাকার।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
লোনলিফাইটার বলেছেন:
৮৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
ত্রিশোনকু বলেছেন: "You can be king on the throne
but live without any devotion"
- Please explain to this Idiot.
"যদি বলি ময়নাপাখি টিয়াপাখি সোনাপাখি আমার
ঝাড়ু লইয়া দৌড়ানি দেয়, কয় আমি নাকি দেল্লা রাজাকার।"
-ha ha po ge.
YOU ARE A GREAT POET INDEED.
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
লোনলিফাইটার বলেছেন:
ভাইয়া আপনার কমেন্ট টা ওকে দেখাবো।
৮৪|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত ক্যাচাল কেন?
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
লোনলিফাইটার বলেছেন: নো মোর ক্যাচাল ।ওনলি লাভ।লাভ ইজ দ্য আনসার সুইটি
আচ্ছা এইগুলো কেমনে দেও?আমারে শিখাই দাওতো।
৮৫|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্ট আবার মডারেটেড
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮
লোনলিফাইটার বলেছেন: নো মোর সুইটি
৮৬|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
রাইসুল সাগর বলেছেন: ভালুবাসার দিবানা
আমাগো ফাইটার ভাই,
এত্তো ভালুবাসে যারে
সেই সখিনা কয় বাই ।
কবিতায় ++ আর সখিনারে কইষ্যা মাইনাচ।
শুভকামনা রইল ব্রো । ভালো থাকুন বেলা অবেলার ভালোবাসাবাসিতে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
লোনলিফাইটার বলেছেন: থ্যান্কস ব্রো
৮৭|
২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯
রাইসুল সাগর বলেছেন: ভালোবাসার দিবানা
আমাগো ফাইটার ভাই,
যারে এত্ত ভালোবাসে
হঐ সখিনায় কয় বাই।
কবিতায়++
শুভকামনা জানিবেন ব্রো । ভালো থাকুন বেলা অবেলার ভালোবাসাবাসিতে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
লোনলিফাইটার বলেছেন: ডাবল কমেন্ট
৮৮|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
সায়েদা সোহেলী বলেছেন: ভালবাসার আপডেট দেখে মজা পেলাম
ঝগরার. আপডেট. এর .
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
লোনলিফাইটার বলেছেন: ধন্যবাদ আপু।কারো সর্বনাশ কারো পৌষ মাস
৮৯|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
সায়েদা সোহেলী বলেছেন: ভালবাসার আপডেট দেখে মজা পেলাম
ঝগরার. আপডেট. এর .
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
লোনলিফাইটার বলেছেন: ডাবল কমেন্ট
৯০|
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
রাইসুল সাগর বলেছেন: আমি গতকাল এই পোস্ট এ অনেক গুলো কমেন্ট করছিলাম...এই গুলা গেলো কই ব্রো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
লোনলিফাইটার বলেছেন: ঐটা সামুর বাগ ছিলো ব্রো ।এখন ঠিক হয়ে গেছে।
৯১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
সীমান্ত উন্মাদ বলেছেন: কপিতায় পিলাচ। অসাম হইচে ব্রো।
প্রেমের টানে দিবানা
আমাগো ফাইটার ভাই,
যে সখিনার জন্য প্রেম
সে কিনা কয় বাই।
সখিনারে কইষ্যা মাইনাচ। ব্রো আফনের দিবানা হবারে +
কিডা আমি বড় প্রশ্ন ।হিন্টস দিলাম নিরন্তর বলিয়া।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
লোনলিফাইটার বলেছেন: হিন্টস পেয়ে বুজে নিলাম ব্রো।
৯২|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
স্পাইসিস্পাই001 বলেছেন: শোনেন শোনেন ভাইসকলে জীবিত বিবাহিত...
যাক জীবিতই আছি......
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
লোনলিফাইটার বলেছেন:
৯৩|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
স্পাইসিস্পাই001 বলেছেন: শোনেন শোনেন ভাইসকলে জীবিত বিবাহিত
যাক জীবিতই আছি
৯৪|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
স্পাইসিস্পাই001 বলেছেন: শোনেন শোনেন ভাইসকলে জীবিত বিবাহিত
যাক জীবিতই আছি
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপ্নে পুরাই শেষ