![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
দূর আকাশের মিটির মিটির লক্ষ তারার ফাঁকে
কলতলাতে জলের ঘাটে নদীর মরাল বাঁকে
কলমিলতার ঝোঁপের আড়ে ডাহুক পাখির ডাকে
একটি ছেলে বেড়ায় খুঁজে হারিয়ে যাওয়া মাকে।
ধনুক-বাঁকা রঙধনুর ওই সাতটি রঙয়ের রেখা
ওদের সাথে হারিয়ে যাওয়া মায়ের কি হয় দেখা?
কোথায় আছে মা মণি তার কোথায় গেলে পাবে?
হোকনা সেটা যতোই দূরে যেই করে হোক যাবে।
বনের পাখি তোমরা মায়ের পারবে দিতে খোঁজ?
করুণ স্বরে সেই ছেলেটা শুধায় তাদের রোজ।
পাখিরা কেউ দেয় না জবাব নীরবে যায় উড়ে
বন-বাদাড়ে বেভোল হয়ে বেড়ায় ছেলে ঘুরে।
বাতাস তাকে সান্ত্বনা দেয় বুলিয়ে গায়ে হাত
ঘাসের বুকে শিশির ঝরায় ব্যথার সাথী রাত
মেঘেরা তার কষ্ট দেখে বৃষ্টি হয়ে ঝরে
বকুল বেলী শিউলীরা সব লুটোয় মাটির পরে।
ফুঁপিয়ে ওঠা কান্না নিয়ে সাগর ওঠে ফুলে
নদীর পানি অধীর হয়ে আছড়ে পড়ে কূলে
চাঁদের কলস উবুড় হয়ে জোস্না যে দেয় ঢেলে
জোনাকিরা খুঁজেই সারা নীলচে পিদিম জ্বেলে।
কেউ দেখেনি কেউ জানে না তাহার মায়ের কথা
চুপ হয়ে রয় মলিন মুখে বৃক্ষ-তরু-লতা
তবু ছেলে ব্যাকুল হয়ে খুঁজেই চলে শুধু
মা বিনে তার দিন-রজনী উষর মরু; ধু ধু।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: