![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
আতিকুর রহমান
ডাকনাম আতিক
অদ্ভুত কিসিমের
আছে তার বাতিক।
কারো সাথে সাক্ষাৎ
যেই তার ঘটবে
বলে যাবে গড় গড়
খামোখাই চটবে-
বাবা তার জন্মের
আগে থেকে চীনাতে
মাও পরে গেছে চলে
আর্জেন্টিনাতে।
বড়ো চাচা বিয়ে করে
থেকে গেছে কুয়েতে
মেজো চাচা ব্যাচেলর
আছে উরুগুয়েতে।
ছোট চাচা একা একা
থাকে নাকি কেনিয়া
চাচী তবে ছেলেমেয়ে
নিয়ে আলবেনিয়া।
সিটিজেনশিপ পেয়ে
মামা বলিভিয়াতে
সিরিয়ান স্বামী নিয়ে
খালাও লিবিয়াতে।
ভাই ভাবী ভাতিজারা
আছে গাম্বিয়াতে
ফুফা ফুফু দুলাভাই
বোন জাম্বিয়াতে।
থাকছে না সেও আর
বেশি দিন এদেশে
চোখ মুছে দেয় জুড়ে
হাউমাউ কেঁদে সে।
এদেশে সে পড়ে থাক
কেউ সেটা চায় না
নিয়ে যাবে বাবা তাকে
শিগগির চায়না।
দিন যায় মাস যায়
বৎসর ফুরায়
তবু তাকে দেখি রোজ
ঘোরে রামপুরায়।
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
হারুন আল নাসিফ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
আবু আমর বলেছেন: চমৎকার। আপনার মাত্রাজ্ঞান ভালো, চালিয়ে যান।
৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
হারুন আল নাসিফ বলেছেন: ধন্যবাদ। দোয়া কইরেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪
আবিদ ফয়সাল বলেছেন: বাহ্ বাহ্ !!!