![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
একালের সকলের
চেনা মুখ নন্দ-
চলাফেরা এলেবেলে
কাজে নেই ছন্দ।
মনে তার বেশুমার
দ্বিধা আর দ্বন্দ্ব
এই কিছু শুরু করে
এই কলে বন্ধ।
অহেতুক একে-ওকে
করে বসে সন্দ।
আনমনে কাকে জানি
করে গাল-মন্দ।
সমতল পথে দেখে
শতো খানা-খন্দ।
সবখানে খুঁজে পায়
প্যাঁচালের গন্ধ।
রাস্তায় গাড়ি নেই
দেখে ভাবে নন্দ
হায় হায় শেষেমেশ
হলো কিনা অন্ধ!
পরে দেখে রোডব্লক,
গাড়ি-ঘোড়া বন্ধ?
২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
হারুন আল নাসিফ বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আবিদ ফয়সাল বলেছেন: লিখেছেন নন্দ
কী দারুন ছন্দ !!!
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭
হারুন আল নাসিফ বলেছেন: প্রশংসা? পেতে
লাগে না তো মন্দ!
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
স্বরে অ বলেছেন: ভালো লিখেছেন ।