![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
কতোকিছুই তো ভুলে যাই, কিম্বা এমনিতেই
স্মৃতির চালুনির ফোঁকর গলে অলক্ষ্যেই ঝরে যায়।
কিন্তু তুমি?
কতোবার তোমাকে বিস্মৃতির তরঙ্গের নিচে
হারিয়ে ফেলতে চেয়েছি।
না, পারিনি। কিছুতেই পারিনি।
বার বার তুমি শতো উথাল-পাথাল ঢেউ মাড়িয়ে
উঠে আসো,
উঠে আসো স্মৃতির সাগরে হিরন্মময় বুদবুদ।
হে বিস্মৃতির সতীন,
তোমা প্রেম ও বিরহ দুটোই আমার কাছে এক,
নয় ভিন্নার্থক কিংবা বিপরীত।
ব্যাথাতুর আত্মার নির্ভেজাল ভেষজ মলম।
আর দেখো, কালের-কিচেনে
প্রেম আর বিরহের আশ্চর্য মিশেলে আমি
বানিয়ে নিয়েছি এক সুপেয় দ্রবণ,
যা পান করে এখন আমি তৃপ্তির ঢেকুর তুলছি।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!