![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
এসে দেখি- কেউ নেই, সবাই যে যার মতো
চলে গেছে--
যাদের আমার অপেক্ষায়
থাকার কথা ছিল
কথা ছিল আমাকেও সঙ্গে নিয়ে যাবার,
তাদের কউ কোথাও নেই...
অথচ তাদের জন্যেই আমার আসা
এতো দুস্তর পথ পাড়ি দিয়ে,
পেরিয়ে বাধার বিন্ধ্যাচল।
আমার দেরি হচ্ছে দেখে
অপেক্ষার পালা সাঙ্গ করে
চলে গেছে তারা।
কিন্তু আমার তো কোথাও যাবার নেই,
নেই গন্তব্য।
যারা গেছে
তারা আমার গন্তব্যও নিয়ে গেছে সাথে।
কিন্তু আমি তো তাদের আশঙ্কাকে
মিথ্যা প্রতিপন্ন করে এসেছি;
কোন অনিশ্চয়তা ঠেকাতে পারেনি আমাকে।
এখন তারা এসে দেখুক
আমি ঠিকই এসেছি,
আর আমাকেই করে নিক তাদের নতুন গন্তব্য।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
হারুন আল নাসিফ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫১
একজন সৈকত বলেছেন:
"যারা গেছে
তারা আমার গন্তব্যও নিয়ে গেছে সাথে।" - অপূর্ব!