![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
তারার আলো হঠাৎ করে থমকে গেলো নিভে
পাখির কূজন ভোরের আজান আটকে থাকে জিভে
নীল বেদনায় আকাশ গেলো নিকষ কালোয় ছেয়ে
ফেরেশতারা উঠলো করুণ মর্সিয়া গান গেয়ে।
কর্ণফুলী মৌন নিথর চলতে গেলো ভুলে
স্রোতের ধারা আত্মহারা উঠলো ফুলে ফুলে।
অবোধ গুলি ক্রুদ্ধ হয়ে কার বুকে যে বেঁধে
বুঝতে পেরে আর্তনাদে উঠলো সেও কেঁদে।
চাটগাঁ শহর পেছন ফেলে রাঙ্গুনিয়া থানা
পাহাড়তলীর পোমরা গ্রাম কার ছিলো নাম জানা?
বুকটা চিরে আসন পেতে সেই পোমরার মাটি
আলগোছে তার পিঠের নিচে বিছায় শীতল পাটি।
সুহৃদ পাহাড় শিথান দিয়ে জিরান শুয়ে শুয়ে
গাছেরা দেয় স্নিগ্ধ ছায়া শ্রদ্ধাতে যায় নুয়ে।
আউলা বাতাস পাগলপারা দিগ্বিদিকে ছোটে
বেহাগ মাতম বাজতে থাকে সেই বাতাসের ঠোঁটে।
কোটি লোকের শোকের মিছিল সবাই মুহ্যমান
পারলো না কেউ ভাঙাতে তার নীরব অভিমান।
তখন থেকে আছেন শুয়ে ক্রিসেন্ট লেকের ধারে
রাত্রি দিবস ঋতুর বদল পায় না ছুঁতে তারে।
২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুহৃদ পাহাড় শিথান দিয়ে জিরান শুয়ে শুয়ে
গাছেরা দেয় স্নিগ্ধ ছায়া শ্রদ্ধাতে যায় নুয়ে।
আউলা বাতাস পাগলপারা দিগি¦দিকে ছোটে
বেহাগ মাতম বাজতে থাকে সেই বাতাসের ঠোঁটে।
,,,,,,,,,,,,কবিতার এই অংশটুকু অসম্ভব ভাল লেগেছে,,,,,,,,,,,,শুভকামনা সব সময়
৩| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬
হারুন আল নাসিফ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮
তোহিদুর রহমান বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫০
ইউক্লিড রনি বলেছেন: অসাধারণ সুন্দর হইসে। তিনবার পড়লাম।