![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
যাবো না মথুরা গয়া অযোধ্যা কাশী
যাবো না সে কৈলাসে হবো না সন্ন্যাসী।
যাবো না মদিনা মক্কা তব সন্ধানে
যাবো না মেরাজে প্রভু সপ্ত-আসমানে।
গির্জায় মন্দিরে মসজিদ-ঘরে
লোকালয় ছেড়ে গুহা-গিরিকন্দরে
খুঁজিবো না নির্জনে কৈবল্যধামে-
যাবো না তোমার খোঁজে সে বেথেলহামে।
তুমি তো বিরাজ করো সব কালে-খানে
তোমারে খোঁজার তাই নাই কোনো মানে।
যেখানে যেকালে শুয়ে দাঁড়িয়ে কি বসে
মম রুহে নূরানি সে নিঃশ্বাস পশে।
যে তুমি সুবাস প্রভু সে তুমিই ফুল
যেখানেই শাখা তব সেখানেই মূল।
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৬
হারুন আল নাসিফ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
ভিটামিন সি বলেছেন: এইডা তো একটা গান। আমি শুনেছি অনেকবার।
৪| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৭
লীনা দিলরূবা বলেছেন: রবি বাবু এমনেই বিভ্রান্ত করতেন। তুমি থেকে ঝপ করে প্রভুতে থিতু হতেন।
৫| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০
হারুন আল নাসিফ বলেছেন: :-D
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা।