নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা চোখে

এম কে জামান

খোলাচোখে

খোলাচোখে › বিস্তারিত পোস্টঃ

বিবেক ও আমি

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১



রোজার দিন ....... ঘুম থেকে একটু দেরী করেই উঠি, সকালে বিরক্তিকর কলিং বেল এর শব্দ....... ঘুম জড়ানো কন্ঠে দরজা খুলে দেখি ..... আমার এক প্রতিবেশি দরজায় ........ বলে বাবা আমাকে উদ্ধার কর আমি শেষ ............... ঠিক ভাবে বুঝার জন্য বলি কি হয়েছে.......



ঘটনার বিবরণ যা বুঝলাম তার পুকুর থেকে জোর করে মাছ মেরে নিয়ে গেছে.... এবং গাছ হতে আম পেড়ে নিয়ে গেছে। তাই এর বিহিত করার জন্য থানায় অভিযোগ দিতে চায়। তার ঘটরা সুনে একটি দরখাস্ত লিখলাম একটি সাধারন ডাইরি করার জন্য এবং তাকে সাথে নিয়ে গেলাম থানাতে.......



দেখলাম মডেল থানা..........বিড়ম্বনার শরু সেখানেই......

প্রথমেই দরখাস্ত হয়নি...... এই দরখাস্ত চলবেনা ........ ওযারলেস রুমেএকজন আছে কম্পিউটার নিয়ে তার কাছ হতে লিখতে হবে... তো গেলাম তার কাছে এবং দরখাস্ত লিখলাম.... এক পাতা টাইপ এবং প্রিন্ট দিতে খরচ ১০০/- দিলাম এবং দেখলাম আমি যে কথা লিখেছি সেই কথা ছাড় অন্য কিছু লিখা নাই .......... তাহলে আমার দরকাস্ত হলো না কোন???



যাই হোক ডিউটি আফিসার বলে এটার জন্য কি সমধান চান ..... তার ব্যবস্থা করে দেব ..... তেল খরচ এর পয়সাদেন....... আমার পতিবেশি ৫০০/- দিয়ে বলে একটা ব্যবস্থা করেন ....... ডিউট অফিসার বলে ২০০০/- দেন আপনার আর কোন ক্ষতি হবেনা ..... আমি সব ব্যবস্থা করে রাখবো ..... কোন মাছ চুরি হবেনা .... আম চুরি হবেনা...... আপনাকে কেই ঝামেলাও করবনো.............





আমি কালকে আপনার সাথে আপনার বাড়িতে দেখা করছি......

সেই অবস্থায় আমি থানা থেকে চলে আসি ...........

পরে জানতে পারলাম বাড়ি এস আরো ২০০০/- নিয়ে গেছে.....পুলিশ



আমার প্রশ্ন: সরকার কি তাদের গাঢ়ির তেল বহন করেনা ..??

টাকা দিলে আর চুরি হবেনা .... তাহলে পুলিশ ও চোরের সাথে আছে।

একজনা গরিব মানুষ কি ভাবে পুলিশের খরচ চালাবে..... বা আন্যায়ের প্রতিকার পাবে।



===== পুনশ্চ:



টি আই বি তাদের রির্পোটে পুলিশকে বাংলাদেশের বড় দুর্নিতির কেন্দ্র বলায়....... আমাদের প্রধানমন্ত্রি পর্যন্ত মাইন্ড করেছিলো..... তাহলে কি চরের মায়ের ডাঙ্গর গলা না??????????????????????

??????????????????????????????



মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.