![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প ১
একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামীর সাথে সে হ্যাপি না। তার ভার্সিটি লাইফের প্রেমিক তাকে একদিন ফোন করে । বলে যে , তার অনেক দেনা। সে খুব ডিপ্রেসনে আছে । মেয়েটার এই সব শুনে মায়া হয়। মেয়েটা বলে , আমার হাসব্যান্ড বাসায় নেই , তুমি চলে এসো। আসার পর তাদের সেক্সচুয়াল ইন্টারকোর্স হয়। সেকেন্ড ইন্টারকোর্সের সময় ছেলেটা হার্টফেল করে মারা যায়। মেয়েটা ছেলেটাকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখে। স্বামী ফিরে আসে বাসায়। ঠান্ডা পানির জন্য ফ্রিজ খুলে দেখে একটা ঝাকড়া চুলের ছেলে ফ্রিজের ভেতর মরে পড়ে আছে। তারপর ?
গল্প ২
টিনএজের চারটা তরুন। পর্ন দেখার জন্য একটা নিরিবিলি বাসা বেছে নেই। চোখে থ্রিডি গ্লাস, পাশের দারুর বোতল রেখে পর্ন চালিয়ে দেই। পর্দায় ভেসে ওঠে একটা অন্ধকার সিড়ি । একটা লোক আস্তে আস্তে সেই সিড়ি দিয়ে উঠে একটা ঘরে প্রবেশ করে। সেই ঘরের জানালা ধরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লোকটা জিপারে হাত দেই । মেয়েটা পেছন ফিরে তাকায়। এই দৃশ্য দেখে চারটা ছেলের মধ্যে একটা ছেলে মাথায় হাত দিয়ে চেচিয়ে ওঠে । মেয়েটা ছিল সেই ছেলেটার মা।ছেলেটা দৌড় দিয়ে মাকে খুজতে যায়। তারপর !
গল্প ৩
একটা বাচ্চা ছেলে । বয়স চার পাচ বছর হবে। সে কখনো তার বাবাকে দেখে নাই। ছেলে জন্মের আগেই বাবা নিরুদ্দেশ । বাবাকে দেখার জন্য ছেলের আকুলতার শেষ নাই। দরজাই কলিং বেল বাজলেই দৌড়ে গিয়ে দরজা খোলে । ভাবে বাবা এসেছে। একদিন খবর আসে বাবা ফেরত আসবে। সারা বাড়িয়ে সাজ সাজ রব পড়ে যায়। সবাই রাস্তাই যেয়ে দাড়াই। একটা হলুদ ট্যাক্সি রাস্তায় এসে থামে। সেই ট্যাক্সি থেকে যে নামে সে পুরুষ না, এক মহিলা। তার বাবা সার্জারী করে সেক্স চেইঞ্জ করে ফেলেছে। তারপর ?
হ্যাপি ওয়াচিং।
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
মাধুকরী মৃণ্ময় বলেছেন: কিছু বাস্তবতা এর চেয়েও ভয়ানক। রিভিও লেখার সাহস পাই নাই।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৩
চাঙ্কু বলেছেন: ৩টা গল্পই দেখি ভয়ানক!
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১
মাধুকরী মৃণ্ময় বলেছেন: আসলেই ভয়ানক আর আনকমন থিম।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৮
নীল আকাশ বলেছেন: এই মধ্যরাতে এই সিনেমার কাহিনী পড়ে মাথা প্রায় ঘুরে গেল। এইরকম ট্যুইস্টেড মাইন্ডের লেখক কে?
শেষ যে হ্যাপি ওয়াচিং লিখেছেন, এই সব দৃশ্য দেখলে কিভাবে হ্যাপি হবে কেউ আপনিই বলুন?
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮
মাধুকরী মৃণ্ময় বলেছেন: মাথা ঘুরার মতো ই কাহিনি। মুভি রাইটার Thiagarajan Kumararaja ।
শেষ পর্যন্ত দেখলে ওয়াচিং হ্যাপি হবে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নেই
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
মাধুকরী মৃণ্ময় বলেছেন: কি নেই সাজ্জাদ ভাই?
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
ইসিয়াক বলেছেন: ডাবল মম.........হে হে হে
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
মাধুকরী মৃণ্ময় বলেছেন: ডাবল মম ?
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
নীল আকাশ বলেছেন: লিংক থাকলে এখানে শেয়ার করুন।
এত যখন বলছেন, একবার দেখি!
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
মাধুকরী মৃণ্ময় বলেছেন: আমি টরেন্ট থেকে নামিয়ে দেখেছি।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: মুভিটা এখনই দেখব।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: হিন্দি ডাব তো ইউটিউবে নেই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
মাধুকরী মৃণ্ময় বলেছেন: সাবটাইটেল দেখে দেখতে হবে।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সাবটাইটেল দেখে দেখতে হবে।
সাব দিয়ে দেখে আরাম পাই না।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
মাধুকরী মৃণ্ময় বলেছেন: সাব দিয়ে না দেখতে পারলে দুনিয়ার অধিকাংশ মাষ্টার পিচ মুভি মিস করবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবটাতেই চমক আছে,
তবে বাস্তবতা থেকে ধূরে
........................................................
কি ন্তু কোন রিভিউ না থাকায় মূল্যায়ন করা অনাবশ্যক ।