![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।
বিকালে ক্লান্ত শরীরে কিছু খেতে গেলাম এক হোটেল। হোটেলে ঢুকেই দেখতে পেলাম কয়েকটা টেবিল সামনে পিছন ফিরে এক বড়ভাই বসে চা খাচ্ছেন। সামনে তার গালফ্রেন্ড।
পেছন ফিরে বসাতে বড়ভাই আমাকে দেখতে পারেন নি। সামনে বসে থাকা মেয়েটির কথা অনেকবার শুনেছি। কিন্তু এর আগে দেখার সুযোগ হয় নি। সেদিন দুর্ভাগ্যক্রমে দেখা হয়ে গেল।
বেশ সুন্দরী বলেও জেনেছি। সেদিন দেখে তার প্রমান পেলাম।
এ মেয়েটিকে একটি রাক্ষস হিসাবে আখ্যায়িত দিয়েছেন বড়ভাই। তবুও এর সাথেই তার ঘোরাঘুরি আর খানাপিনা।
এরই প্রমান দেখতে পেলাম, নিজে চা খাচ্ছেন তবে গালফ্রন্ডকে দিতে হয়েছে কফি। শুনেছি তিনি নাকি চা পান করেন না। তার পছন্দ কফি। তাতে কোন সমস্যা নেই।
আসল ঘটনা এখানে- মেয়েটি বড়ভাইটির কাছে একটি স্যামসাং গ্যালাক্সি এস৪ চেয়েছে। কিন্তু কিছুটা টানাপড়েনে থাকায় বড়ভাই দিতে পারছে না। আর সেই ইস্যু নিয়ে চলছিল কথা কাটাকাটি। মেয়েটি এক পর্যায়ে উচ্চস্বরে বলে ফেলল- তুমি যদি সেটটা না দিতে পার তবে তোমার মতো ফকিন্নীর সাথে আমি আর নেই। কথাটি বলেই চলে গেল।
এদিকে আমারও খাওয়া শেষ। বিল দিয়েই বেরিয়ে পরলাম।
মনে মনে গাইতে লাগলাম- এখন আমি ভালোবাসি শুধু আমাকে.....।
©somewhere in net ltd.