![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।
একজন লিখেছে-" ঈদ,পহেলা বৈশাখ,দুর্গাপূজা সবই এক।
জাস্ট মানুষের মিলনের উৎসব। আর কিছু না ।
হ্যাঁ কথা ঠিক আছে । আরবে কাফেররা ঈদ বা আনন্দ করতো । তখন মুসলীমগণ বল্ল আমাদের ঈদ কি? সেই প্রেক্ষিতে আল্লাহ মুসলীমগণের জন্য । বছরে দুটো ঈদের বিধান দিলেন ।
ঈদ আর্থই হলো আনন্দ । তবে মোশরেকদের ঈদ পহেলা বৈশাখ,দুর্গাপূজা পালন ও মুসলীমগণের ঈদ ঈদুল আদহা ও ঈদুল ফিতরের মধ্যে তফাৎ হলো - ।এক দলের ঈদে মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে তাই করে বেড়ানো আর মুসলীমগণের ঈদ মানেই আল্লাহর প্রসংসা ও সর্বক্ষণ তাকবির। আর এ জন্যই মুসলীমগণের ঈদকে বলা হয় "ঈদ মোবারক" আর "ঈদ মোবারক" অর্থই হলো বরকতময় আনন্দ । কিন্তু ঈদ অর্থ শুধু আনন্দ ।উল্লেখ্য যে মোশরেকদের পহেলা বৈশাখ,দুর্গাপূজা ও এক প্রকার ঈদ । তবে সেটা "ঈদ মোবারক" নয় ।
নাস্তিকদের নিকট ঈদ,পহেলা বৈশাখ,দুর্গাপূজা সবই একই হওয়ার কারণ হল সব থেকেই তারা ফায়দা লুটে । বেতন বোনাস ও ছুটি নিয়ে সব ঈদেই তারা মদ ও নারী নিয়ে মাতে । শুধু মুসলীমগণের ঈদে এই কুর্মটা প্রকাশ্যে করতে পারেনা বলেই তারা ক্ষেপা ।
©somewhere in net ltd.