![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।
অবিশ্বাস, ধর্মহীনতা আর নাস্তিক্যবাদের অবিরাম ধেয়ে আসা ঝড়ের মুখে পড়ে আজ আমাদের যুবসমাজ দিগ্বিদিকশূন্য। যে জাতি এক সময় গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, বিস্তৃত দুনিয়ার দিগ-দিগন্তে বিজয়াভিযান পরিচালনা করেছে, মহান খালিকের মহাপবিত্র রিসালাতের আলোকমালা অন্ধকার পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিয়েছে, বিশ্ব বিজেতা সেই জাতিই আজ বিশ্বের সবচেয়ে ভীতু ও পরাভূত জাতি। সব ধরণের জুলুম ও জাহালত আজ সে জাতির সর্বত্র জেঁকে বসেছে।তাদের নতুন প্রজন্ম স্বীয় দ্বীন-ধর্ম ও ঐতিহ্য থেকে সর্বদা পালানোর পথ খুঁজছে। সেই জাতিই আজ কুফর, নাস্তিক্যবাদ আর পৌত্তলিকতার কোলে ঝাঁপিয়ে পড়ছে।আজ গোটা মুসলিম উম্মাহর ভাবী উত্তরাধিকারী যুবসমাজ যেসব আগ্রাসন ও হুমকির সম্মুখীননাস্তিক্যবাদ রয়েছে তা সামনের কাতারে। এ সর্বনাশা পরিস্থিতিতে নাস্তিক্যবাদের উৎস, কার্যকারণ ও সমাধানের বিষয়টি প্রখ্যাত লেখক আব্দুর রহমান আব্দুল খালেকের রচিত “নাস্তিক্যবাদের উৎস ও সমাধান” বইটিতে আলোচনা করা হয়েছে।
এই বইটিতে আলোচিত হয়েছে-
নাস্তিক্যবাদের পরিচয়
নাস্তিক্যবাদের কারণ
নাস্তিক্যবাদের বিকাশ ও বিস্তারের প্রভাব
নাস্তিক্যবাদের তফান প্রতিরোধ
বাগ-যুদ্ধ ও যুক্তিতর্কই একমাত্র সমাধান নয়।
©somewhere in net ltd.