![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।
""আমরা হয় জিতি,না হয় মরি।""
বিশ্ব ইসলামী আন্দোলনে প্রাণপুরুষ ওমর মুখতার
(রহঃ)ফাঁসি দেয়ার অাগে মুসোলিনির ইটালিয়ান সেনা
অফিসার তাকে জিজ্ঞেস করলঃ
তুমি কি ইটালিয়ান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছ ?
ওমর মুখতারঃ হ্যাঁ করেছি।
সেনা অফিসারঃ লিবিয়ার মানুষকেও তুমি এর জন্য
উষ্কে দিয়েছ ?
ওমর মুখতারঃ অবশ্যই।
সেনা অফিসারঃ তুমি কি জান এর জন্য তোমার শাস্তি
মৃত্যুদন্ড ?
ওমর মুখতারঃ হ্যাঁ।
সেনা অফিসারঃ তুমি যা বলছ,তা কি জেনে বুঝে বলছ ?
ওমর মুখতারঃ অবশ্যই,কোন সন্দেহ নাই।
সেনা অফিসারঃ তুমি কত বছর ধরে ইটালিয়ান শাসনের
বিরুদ্ধে লড়েছ ?
ওমর মুখতারঃ বিশ বছর।
সেনা অফিসারঃ তুমি যা করেছ তার জন্য তুমি অনুতপ্ত ?
ওমর মুখতারঃ প্রশ্নই হয় না,আমি আমার দেশ আর মানুষের
জন্য লড়েছি।
সেনা অফিসারঃ তুমি কি বুঝতে পারছ যে তোমাকে এখন
হত্যা করা হবে ?
ওমর মুখতার : হ্যা জানি।
সেনা আদালতের বিচারক তার দিকে তাকিয়ে বললঃ
তোমার মত লোকের এমন পরিণতি দেখে আমি দুঃখিত।
ওমর বললেনঃ কিন্তু এটাই তো জীবন শেষ করার
সর্বশ্রেষ্ঠ উপায়।এরপর বিচারক অনেক চেষ্টা করল
ওমরকে ক্ষান্ত করতে এবং প্রস্তাব দিল তাকে মুক্ত করে
দেয়া হবে যদি,সে মুজাহিদিনদের কাছে চিঠি লেখে
যাতে মুজাহিদিনরা ইটালিয়ানদের সাথে যুদ্ধ বন্ধ করে।
ওমর মুখতার বিচারকের দিকে তাকালেন এবং তার সেই
বিখ্যাত উক্তিটি বললেনঃ যেই শাহাদত আঙ্গুলি দিয়ে
আমি প্রতিদিন সাক্ষ্য দেই যে এক আল্লাহ ছাড়া আর
কোন মাবুদ নাই।সেই আঙ্গুল মিথ্যার কোন কথা লিখতে
পারবে না।
আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে আত্মসমথর্পণ
করি না।
ওমর মুখতারের অমর বাণী,,
"আমরা হয় জিতি,না হয় মরি।"
©somewhere in net ltd.