![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরানের বয়স ২৪।
আমাদের অনেকের সমবয়সী। ওরা ইমরানকে মেরে ফেলেছে, ওরা আর কেউ নয়, ওরা আমাদের বন্ধু, ১৯৭১ এর পরম বন্ধু। হ্যাঁ আমি ভারতের কথা বলছি। ওরা আজ ইমরানকে মেরে ফেলেছে। ওরা ইমরানের চোখে গুলি করেছে। গত ১২ জুন মেরেছে আরো ২ বাংলাদেশীকে। আমার মনে হয়না মৃত্যুদণ্ড পাওয়ার মত অপরাধ তারা করেছে। ফেলানির কথা আমি ভুলিনি।
আমারা শোষিত হচ্ছি। স্বাধীনতার পূর্বে শোষণ করেছে পাকিস্তানী *ত্তা , আর এখন শোষণ করছে ভারতীয় কু*া।
১৯৭১ এর পাকি জানুয়ারদের নির্যাতনের বর্ণনা যখনি পড়েছি আমার প্রচণ্ড কান্না পেয়েছে। আবার পরক্ষনেই শরীরের সমস্ত শক্তি যেন বাহুতে চলে এসেছে, আর শরীরের সমস্ত রক্ত যেন টগবগ করে ফুটেছে, মনে হয়েছে এই মুহূর্তে যদি ওদের কোন একজনকে পেতাম! সবচাইতে নিষ্ঠুরতম উপায়ে তাকে হত্যা করতাম।
ওদের রক্ত কোন বীর মুক্তিযোদ্ধার পায়ের তলায় ঢেলে দিতাম,
রায়েরবাজার যেখানে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ওরা, সেখানে ছিটিয়ে দিতাম কিছু রক্ত, যাতে শহীদের রক্তের তৃষ্ণা মিটে যেত।
আবারও যখন দেখি স্বাধীনতার মিত্র শক্তি ভারত আমাদের ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে তখন ইচ্ছা করে মিত্রতাকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখি, হত্যা করি সেই পশুদের আর রক্ত ঢেলে দেই ফেলানীর কবরে। ঠিক তার পায়ের কাছে।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
মেহেদী হাসান '' বলেছেন: মদন ভাই, আমাদের কি কোন উপায় নাই??
২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
মদন বলেছেন: বন্ধুকে বন্ধুর মতোই মর্যাদা দিতে হবে হবে, দেবতা হিসেবে নয়, তাহলেই হবে।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
মেহেদী হাসান '' বলেছেন: কথা ঠিক আছে ১০০%, কিন্তু কোন লাভ নাই।
৩| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৮
শিব্বির আহমেদ বলেছেন:
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৪
মেহেদী হাসান '' বলেছেন: মাথায় রক্ত উঠে লাভ নাই, আমারা সজ্ঞানে ওদের করিডোর দেয়েছি, ওরা দাম পরিশোধ করছে লাশ দিয়ে।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই দাদাদেরকে তো এই অধিকার আমরাই দিয়েছি, তাই এখন আফসোস করে লাভ নাই। আসেন আমরা দাদাদের ধন্যবাদ দেই আমাদের দেশের জনসংখ্যা কমানোর জন্য।
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪
মেহেদী হাসান '' বলেছেন: এই একটাই উপায় আছেরে ভাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৮
মদন বলেছেন: