| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন শুধু ছুঁয়ে দেব. ছুঁয়ে যাব
না মিলুক কিছু কঠিনিয়া জটিল গণিত
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
এখন শুধু ছুঁয়ে দেব
ছুঁয়ে দেব ঠোঁট, আদরের রাজধানী
ছুঁয়ে দেব জেলা-উপজেলা
দেহের দেশের প্রতিটি অঙ্গরাজ্য
প্রতিটি প্রদেশে আমার একান্ত পাহারা
প্রতি অঙ্গ.প্রত্যঙ্গ প্রহরী হিসেবে নিয়োজিত
ছুঁয়ে দেব গহনে মাখনে মাখনে
তোমার দেহের নম্রতা
ছুঁয়ে দেব
ছুঁয়ে দেব সমভূমি.মালভূমি
কিছু একান্ত উঁচু-নিচু
গোপন উপত্যকা
মানচিত্র ছুঁয়ে দেব
কোথায় পালাবে? কোথায় হারাবে তুমি?
কুসুমকে ঘিরে অ্যালবুমিনের মত
তোমাকে ঘিরে আমি
ইনক্লুশন কমপ্লেক্সে আয়োডিন আর অ্যামাইলোজ অণুর শিকল
রয়েছি জড়িয়ে-পেঁচিয়ে
ছুঁয়ে দেব ঢেউ-তরঙ্গ
অণু-পরমাণু
ছুঁয়ে দেব কোষে কোষে নিরলস
সুচারু সাজানো বাগান
ছুঁয়ে দেব পুষ্পদাম.অনাঘ্রাতা
না মিলুক এল.এইচ.এস, আর.এইচ.এস
বাস্তব.কল্পনা
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
তবু ছুঁয়ে যাব মনে মনে
একান্ত আপনে
তবু ছুঁয়ে যাব
ছুঁয়ে যাব জীবনে-মরণে....
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭
এম. এ. হায়দার বলেছেন:
২|
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এখন শুধু ছুঁয়ে দেব. ছুঁয়ে যাব
না মিলুক কিছু কঠিনিয়া জটিল গণিত
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
এখন শুধু ছুঁয়ে দেব
লাইন গুলো বেশ +
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭
এম. এ. হায়দার বলেছেন: ধন্যবাদ আপনার স্পেশাল কমেন্টের জন্য।
ভাল থাকবেন।
(১০০তম মন্তব্য সেইজন্য স্পেশাল
)
৩|
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এখন শুধু ছুঁয়ে দেব. ছুঁয়ে যাব
না মিলুক কিছু কঠিনিয়া জটিল গণিত
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
এখন শুধু ছুঁয়ে দেব
লাইন গুলো বেশ +
৪|
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এখন শুধু ছুঁয়ে দেব. ছুঁয়ে যাব
না মিলুক কিছু কঠিনিয়া জটিল গণিত
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
এখন শুধু ছুঁয়ে দেব
লাইন গুলো বেশ +
৫|
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগল কবিতা পড়ে !
ছুঁয়ে দিলেন বোধহয় !
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮
এম. এ. হায়দার বলেছেন: জবাব দিতে একটু দেরিই হয়ে গেল!
ছুঁয়ে দিয়েছিলাম নাকি!
ধন্যবাদ। ভাল থাকুন।
৬|
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বাংলাদেশে কোনো অঙ্গরাজ্য এবং প্রদেশ নেই। তাই এই শব্দ দুটির পরিবর্তন দরকার। এক সময় মহকুমা ছিলো এখন নেই। তাই বর্তমানে দাঁড়িয়ে যে কবিতা লেখা হচ্ছে তা বর্তমানকে প্রতিনিধিত্ব করা উচিত। আবার অতীত আশ্রয়ি হতে হলে যে ভাব থাকা দরকার সেই ভাব নেই বলেই বললাম।
আর বেশ লাগলো।
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২
এম. এ. হায়দার বলেছেন: আপনার সচেতনতা প্রশংসনীয়।
তবে আমি এখানে কোন নির্দিষ্ট দেশ হিসেবে বলি নি। প্রদেশ কিংবা অঙ্গরাজ্য বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে।
বর্তমানে দাঁড়িয়ে যে কবিতা লেখা হচ্ছে তা বর্তমানকে প্রতিনিধিত্ব করা উচিত।
... একমত পোষণ করছি।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
৭|
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: চমৎকার কবিতা। বেশ ভালো লাগলো।
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৩
এম. এ. হায়দার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।
৮|
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৬
আরজু মুন জারিন বলেছেন: এখন শুধু ছুঁয়ে দেব. ছুঁয়ে যাব
না মিলুক কিছু কঠিনিয়া জটিল গণিত
ওসব মেলে না. মেলে নি. মিলবে না কোনদিন
এখন শুধু ছুঁয়ে দেব ++++++++++++++
একা থাকি, লিখি... লেখার মাঝে নিজেকে খুঁজি। শব্দের শহরে খালি পায়ে হেঁটে বেড়াই... দুনিয়াদারি ভাল লাগে না। ওয়ান্ডারফুল লাগে না। “কল্পনাই সুন্দর, বাস্তবের বেল নাই”- এইরকম একটা ভাব ধরার চেষ্টা করি। বই পড়া আর লেখালেখির সময় সেই চেষ্টা সফল হয়।
আহারে কোন ইমো খুঁজে পাচ্ছিনা ভাব প্রকাশ করার আর আপনার মত ভাব ধরার। অনেক অনেক আনন্দ পেলাম আপনার প্রোফাইল এ লেখা পড়ে। আমি ও তাই। সবসময় ভাব ধরে থাকি। যা না তা দেখানোর চেষ্টা করি। অসুবিধা নাই। আমি আপনি ভাব দেখাতে দেখাতে একদিন ভাবের মানুষ হয়ে ও যেতে পারি। আগে তো প্র্যাকটিস করতে হবে ভাবের , আধ্যাতিকতার।
অনেক ভাল লাগা শুভেচ্ছা আপনার কবি মন এবং কবিতায়। ভাল থাকবেন হায়দার ভাই। আর ও বেশি বেশি ভাব ধরে থাকবেন। কোন অসুবিধা নাই।
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৭
এম. এ. হায়দার বলেছেন: আমার লাইনগুলো আপনার এত ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
ইমো কিছু সাধারণ অনুভূতি প্রকাশের জন্য। সব অনুভূতির জন্য ইমো পাওয়া যায় না।
শুভকামনা রাখবেন, যেন থাকতে পারি ভাব ধরে।
আর আপনার জন্যও অনেক শুভকামনা।
৯|
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টে +++++++++++++++++। ভাল থাকুন সব সময় ।
১০|
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব ভাল লাগল +++
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে ।