নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনাই সুন্দর; কল্পনা ইজ ওয়ান্ডারফুল\nএকা থাকি, লিখি... লেখার মাঝে নিজেকে খুঁজি। শব্দের শহরে খালি পায়ে হেঁটে বেড়াই... দুনিয়াদারি ভাল লাগে না। ওয়ান্ডারফুল লাগে না। “কল্পনাই সুন্দর, বাস্তবের বেল নাই”- এইরকম একটা ভাব ধরার চেষ্টা করি। বই পড়া আর ল

এম. এ. হায়দার

এম. এ. হায়দার › বিস্তারিত পোস্টঃ

≡≡≡তাদেরও মরতে হবে একদিন≡≡≡

২০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫

তাদেরও মরতে হবে একদিন

যারা চোখের সামনে অন্যায় দেখেও

না দেখার ভান করে

সতর্কতার বোতাম এঁটে কেটে পড়বে ভালমানুষের মত

হ্যাঁ, তাদেরও মরতে হবে একদিন

হয়তো বা অন্যায়ভাবেই হত্যা করা হবে তাদের



তাদেরও মরতে হবে একদিন

শান্ত-শিষ্ট নিরীহ জনতা

যারা চলমান কারফিউয়ের ভয়ে নামবে না রাস্তায়

ঘরে বসে ভয়ে কাঁপবে

বরফশীতল পানিতে ভুলক্রমে ভিজে যাওয়া মুরগিছানার মত

হ্যাঁ, তাদেরও মরতে হবে একদিন

আর কোনদিন কেউ মনে করবে না তাদের কথা



তাদেরও মরতে হবে একদিন

বিশ্ববিদ্যালয়ের নিরীহ শান্ত-শিষ্ট

চশমা পরিহিত নম্র-ভদ্র ছাত্র

যারা স্বার্থপরের মত পড়াশোনা করবে

এবং ক্যারিয়ার নষ্ট হবার ভয়ে

সংগ্রামে জড়াবে না অন্যায়ের বিরুদ্ধে

হ্যাঁ, তাদেরও মরতে হবে একদিন

তারা মরে পড়ে থাকবে

খোঁজও নেবে না কেউ



তাদেরও মৃত্যু হবে একদিন

আর মৃত্যুর সাথে সাথেই মৃত্যু হবে তাদের

বাঁচবে না তারা একদিনের জন্যেও।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: তারা মরে পড়ে থাকবে
খোঁজও নেবে না কেউ

২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৩

এম. এ. হায়দার বলেছেন: জ্বি... কিছুই করা হল না জীবনে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.