নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনাই সুন্দর; কল্পনা ইজ ওয়ান্ডারফুল\nএকা থাকি, লিখি... লেখার মাঝে নিজেকে খুঁজি। শব্দের শহরে খালি পায়ে হেঁটে বেড়াই... দুনিয়াদারি ভাল লাগে না। ওয়ান্ডারফুল লাগে না। “কল্পনাই সুন্দর, বাস্তবের বেল নাই”- এইরকম একটা ভাব ধরার চেষ্টা করি। বই পড়া আর ল

এম. এ. হায়দার

এম. এ. হায়দার › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমণ: সামহোয়্যার-ইন-ব্লগ কবিতা সংকলন, জুলাই-২০১৪

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

> মন্তব্যশূন্য সেরা তিন কবিতা

> আলোচিত বিশ কবিতা

> একত্রিশ দিনের নির্বাচিত একত্রিশটি কবিতা

> ৬২ জন কবির ১০১ টি কবিতা.........................







কবিতা সাহিত্যের অন্যতম সেরা অলংকার। কবিরা বিভিন্ন আঙ্গিকে ভাবনা, ভালবাসা, চেতনা, যাতনা, সৌন্দর্য ফুটিয়ে পাঠকের ভাবাবেগ স্পর্শ করেন। কবিতা মুহূর্তকে ধরে রাখার আকুতি। অনুভূতির অনুপম প্রতিফলন। মনের সরল সাময়িক ভাবনা থেকে শুরু করে জটিল যৌগিক অনুভূতি ধরে রাখার জন্য কবিতাই শেষ আশ্রয়স্থল।



সামহোয়্যার-ইন-ব্লগে কবিতাচর্চাকে উত্সাহিত করার উদ্দেশ্যেই একটি কাব্যিক ভ্রমণের পথচলা শুরু। আর এই ধারাকে গতি প্রদানের উদ্দেশ্যে বর্তমান সংকলনে “মন্তব্যশূন্য সেরা তিন কবিতা” শিরোনামে একটি নতুন অংশ যুক্ত হচ্ছে। সব মিলিয়ে জুলাই সংকলনে অন্তর্ভূক্ত কবিতার সংখ্যা ১০১ টি।



আধুনিক বাংলা কবিতা আন্দোলনে ভূমিকা রাখাই সংকলনের লক্ষ্য। আর কথা না বাড়িয়ে চলুন কাব্যিক ভ্রমণের মূল আয়োজনে।





=== মন্তব্যশূন্য সেরা তিন কবিতা===



এ অংশে গত জুলাই মাসে ব্লগে আসা তিনটি চমত্কার কবিতা রাখা হয়েছে। দু:খজনকভাবে এই কবিতাগুলো চোখের আড়ালে থেকে যায়, ফলস্বরুপ ব্লগে আদৃত হয় নি এবং কোন মন্তব্য পায় নি।



১। যেখানে অশ্রু নেই / এন ইসলাম রনি

২। দেয়াল / খোরশেদ খোকন

৩। বালুকা বসত / প্লাবন ইমদাদ





===আলোচিত বিশ কবিতা===



এ অংশে মাসজুড়ে সর্বোচ্চ মন্তব্য ও ভালো-লাগা পাওয়া কবিতাগুলো রাখা হয়েছে। এই কবিতাগুলো গত জুলাই মাসে আগ্রহের কেন্দ্রে ছিল এবং সর্বাধিক ব্লগিয় মিথষ্ক্রিয়া তৈরি করেছে।



১। মেয়েরা / সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

২। জলজ / সেলিম আনোয়ার

৩। নার্সিসাস অথবা প্রথম বিদ্রোহী / অন্যমনস্ক শরৎ

৪। বৃষ্টিপাতের নেপথ্য কাহিনী / স্বপ্নবাজ অভি

৫। উদোম জমিনে অনুভবে তুমি / আনোয়ার কামাল

৬। গাড়ির কাঁচে, তোমাকে / এম. এ. হায়দার

৭। দু:খ আর লজ্জা / সেলিম আনোয়ার

৮। দুই মানুষ নই / কৌশিক

৯। একটি নিবেদন / নাসিমুল আহসান

১০। কবরলোভী ঈশ্বর অথবা শয়তান / অ রণ্য

১১। লতা-পাতা-ঘাস / আনজির

১২। আমাদের প্রেম / সেলিম আনোয়ার

১৩। অযাচিত চুক্তি / স্বপ্নবাজ অভি

১৪। তোমার আঁচল থেকে, একটি মসলিন / অন্যমনস্ক শরৎ

১৫। ইচ্ছে-মৃত্যু / সাজিদ-উল-হক-আবির

১৬। প্রিয়তমার প্রতি প্রতিশ্রুতি / ভাঙা ডানার পাখি

১৭। আবারো আকাশলীনা, আবারো ধূসর কারুকার্য / সেলিম আনোয়ার

১৮। প্যালেস্টাইন / জুলিয়ান সিদ্দিকী

১৯। আমার চাঁদ তুই / দৃষ্টিসীমানা

২০। কর্কট জলজ সমকাল এবং.... / জাহাঙ্গীরআলম ৫২











===একত্রিশ দিনের নির্বাচিত একত্রিশটি কবিতা কবিতা===



কোন প্রকার প্রতিযোগিতামূলক দৃষ্টি থেকে নয়, এ অংশে মূলত নিজস্ব ভালো-লাগার ভিত্তিতে প্রতিদিন ব্লগে আসা কবিতাগুলো থেকে একটি করে কবিতা নির্বাচন করা হয়েছে। কবিতা একটি আপেক্ষিক ব্যাপার। ব্যক্তিভেদে কাব্যবোধ ভিন্ন, এমনকি কালভেদেও একটি কবিতা বিভিন্নভাবে আবির্ভূত হতে পারে। এই কবিতাগুলো আমার কাছে দিনের সবচেয়ে ভালো-লাগা কবিতা হিসেবে ধরা দিয়েছে। আশা করি, কবিতাপ্রেমীদেরও ভাল লাগবে।



১ জুলাই: নারীর কথা নদীর কাছে বলতে নেই / অনুপম অনুষঙ্গ

২ জুলাই: পঞ্জিকাঘড়ি / পোয়েট ট্রি

৩ জুলাই: এসো সচিত্র মিত্র করি / অনুপম অনুষঙ্গ

৪ জুলাই: এক গ্লাস জোছনা / কেমিস্ট শুভ

৫ জুলাই: জলজ / সেলিম আনোয়ার

৬ জুলাই: চোখ / ইনকগনিটো

৭ জুলাই: নেবে আমাকে / রাজীব দে সরকার

৮ জুলাই: নিকোটিন / ভ্যাগাবন্ড সামুরাই

৯ জুলাই: কারো জন্য অপেক্ষা নেই, প্রতীক্ষাও / অনুপম অনুষঙ্গ

১০ জুলাই: প্রথম প্রেম, দ্বিতীয় মৃত্যুর আগে / নাজমুল হাসান মজুমদার

১১ জুলাই: পরাজিত মেঘদল / পরাজিতমেঘদল

১২ জুলাই: দেয়াল / খোরশেদ খোকন

১৩ জুলাই: ছুঁয়ে দেব রাজধানী / এম. এ. হায়দার

১৪ জুলাই: লতা-পাতা-ঘাস / আনজির

১৫ জুলাই: ওপিঠ / ডেভিলনয়ন ১৩

১৬ জুলাই: প্রাগৈতিহাসিক / ডেভিলনয়ন ১৩

১৭ জুলাই: উল্টোরথ / নির্বাসন এ একা

১৮ জুলাই: আমাদের প্রেম / সেলিম আনোয়ার

১৯ জুলাই: অযাচিত চুক্তি / স্বপ্নবাজ অভি

২০ জুলাই: বালিকা / নাজমুল হাসান মজুমদার

২১ জুলাই: প্রিয় আকাশী ও অভিযোগপত্র / রাহাগীর মনসুর

২২ জুলাই: ছয় জন মাত্র / স্বদেশ হাসনাইন

২৩ জুলাই: আঠারো বছর পেরিয়ে / নাজমুল হাসান মজুমদার

২৪ জুলাই: এক ফেরিওয়ালার গল্প / দু:খ বিলাস

২৫ জুলাই: মৃত্যুর শহরে / এন ইসলাম রনি

২৬ জুলাই: বালুকা বসত / প্লাবন ইমদাদ

২৭ জুলাই: আই মিস ইউ, ডেমোক্রেসি / পোয়েট ট্রি

২৮ জুলাই: নিজের ভেতরে /খোরশেদ খোকন

২৯ জুলাই: হিজলের বনে উঁকি দেয় শ্রাবণের দুপুর রোদ / নীলসাধু

৩০ জুলাই: আমার চাঁদ তুই / দৃষ্টিসীমানা

৩১ জুলাই: মিশ্র-১২ / স্বদেশ হাসনাইন





===৬২ জন কবির ১০১টি কবিতা===



মাসজুড়ে উল্লেখ করার মত সব কবিতাই যেন সংকলনে থাকে এ অংশে সে চেষ্টা করা হয়েছে। যেহেতু নিজস্ব বিচার অনুযায়ী নির্বাচিত কিছু ভাল কবিতা অবশ্যই বাদ পড়তে পারে।

বানান ভুলসর্বস্ব কবিতা যা পাঠে কেবল বিরক্তিই সঞ্চারিত হয় এমন কবিতা রাখা হয় নি। আবার অনেকেই নতুন কবিতা লিখছেন, সে অর্থে তাদের সৃষ্টিকে অপ্রয়োজনীয় বলা যাবে না - তথাপি পরিপক্বতার অভাব থাকায় এমন অনেক কবিতা বাদ দেওয়া হয়েছে। তবে অবশ্যই ভবিষ্যতে উন্নত কবিতা উপহার দেওয়ার ব্যাপারে তাদের প্রতি শুভকামনা রইল।







১ জুলাই, ২০১৪:



১। কেউ জেগে নেই, কেউ ঘুমিয়ে নেই / মো: আসমাউল বিশ্বাস

২। মৃত্যু- উপাখ্যান / আনজির

৩। নারীর কথা নদীর কাছে বলতে নেই / অনুপম অনুষঙ্গ

৪। যেখানে অশ্রু নেই / এন ইসলাম রনি



২ জুলাই, ২০১৪:



৫। সত্যের মর্মস্থলে / পোয়েট ট্রি

৬। ঘুণপ্রলাপ / নাভিদ কায়সার রায়ান

৭। মেয়েরা / সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

৮। পঞ্জিকাঘড়ি / পোয়েট ট্রি



৩ জুলাই, ২০১৪:



৯। অন্ধকারের গান / অদিব

১০। কোথাও কোন কবিতা নেই / ৎঁৎঁৎঁ

১১। এক ডজন কবিতা / আশরাফুল ইসলাম দুর্জয়

১২। এসো সচিত্র মিত্র করি / অনুপম অনুষঙ্গ



৪ জুলাই, ২০১৪:



১৩। এক গ্লাস জোছনা / কেমিস্ট শুভ



৫ জুলাই, ২০১৪:



১৪। অনুভব / ভারসাম্য

১৫। অভিশপ্ত নগরে অন্ধ অনুকরণ / ইয়াসিন এলাহী

১৬। জলজ / সেলিম আনোয়ার



৬ জুলাই, ২০১৪:



১৭। নার্সিসাস অথবা প্রথম বিদ্রোহী / অন্যমনস্ক শরৎ

১৮। চোখ / ইনকগনিটো



৭ জুলাই, ২০১৪:



১৯। গোপন গোলাপ / অনুপম অনুষঙ্গ

২০। জাতিস্মর / সুমন নিনাদ

২১। তোমাদের নগরীতে / ৎঁৎঁৎঁ

২২। বৃষ্টিপাতের নেপথ্য কাহিনী / স্বপ্নবাজ অভি

২৩। ভালবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল / শাহজাহান মুনির

২৪। আমার নির্ঘুমেই কাটে সারা রাত / তারেক হিমু

২৫। নেবে আমাকে / রাজীব দে সরকার



৮ জুলাই, ২০১৪:



২৬। উদোম জমিনে অনুভবে তুমি / আনোয়ার কামাল

২৭। নিকোটিন / ভ্যাগাবন্ড সামুরাই

২৮। দর্জি / অনুপম অনুষঙ্গ







৯ জুলাই, ২০১৪:



২৯। কারো জন্য অপেক্ষা নেই, প্রতীক্ষাও / অনুপম অনুষঙ্গ

৩০। শিরোনামহীন / কাজী ফাতেমা

৩১। গাড়ির কাঁচে, তোমাকে / এম. এ. হায়দার



১০ জুলাই, ২০১৪:



৩২। পৌনঃপুনিক / মৃদুল শ্রাবন

৩৩। আর্তি / মেহেদী আনডিফাইন্ড

৩৪। প্রথম প্রেম, দ্বিতীয় মৃত্যুর আগে / নাজমুল হাসান মজুমদার

৩৫। দু:খ আর লজ্জা / সেলিম আনোয়ার



১১ জুলাই, ২০১৪:



৩৬। পরাজিত মেঘদল / পরাজিতমেঘদল

৩৭। দুই মানুষ নই / কৌশিক



১২ জুলাই, ২০১৪:



৩৮। স্বদেশি এলিয়েন: একই মাটিতে, অন্য আকাশের নিচে / এম. এ. হায়দার

৩৯। প্রথম প্রেম / নাজমুল হাসান মজুমদার

৪০। আমাকে ভালবাসো তো? / ডি মুন

৪১। দেয়াল / খোরশেদ খোকন



১৩ জুলাই, ২০১৪:



৪২। ছুঁয়ে দেব রাজধানী / এম. এ. হায়দার

৪৩। স্পন্দিত স্বর্গে / নাজমুল হাসান মজুমদার

৪৪। একটি নিবেদন / নাসিমুল আহসান

৪৫। খুঁজতে থাকি / খোরশেদ খোকন

৪৬। অনেক রাতের পরে / আনজির

৪৭। কবিতার ভূমিকা / ডেভিলনয়ন ১৩



১৪ জুলাই, ২০১৪:



৪৮। আমার কোনদিনই কোন পরিচয়পত্র ছিল না / ফকির ইলিয়াস

৪৯। স্যাটায়ার : পাঞ্জেরী / বিদ্রোহী ভাস্কর

৫০। কবরলোভী ঈশ্বর অথবা শয়তান / অ রণ্য

৫১। লতা-পাতা-ঘাস / আনজির



১৫ জুলাই, ২০১৪:



৫২। ওপিঠ / ডেভিলনয়ন ১৩

৫৩। তুমি দেখে নিও / সেলিম আনোয়ার

৫৪। তারুন্য উত্থান / আমিন পরবাসী

৫৫। উহাদের গোল্ডেন নীরবতা / ব্রাত্য রাইসু



১৬ জুলাই, ২০১৪:



৫৬। একা একটি মেয়ে / খোরশেদ খোকন

৫৭। প্রাগৈতিহাসিক / ডেভিলনয়ন ১৩







১৭ জুলাই, ২০১৪:



৫৮। উল্টোরথ / নির্বাসন এ একা

৫৯। কিছুই আর ব্যবচ্ছেদ করি না / অনুপম অনুষঙ্গ



১৮ জুলাই, ২০১৪:



৬০। আমাদের প্রেম / সেলিম আনোয়ার

৬১। ভালবাসাটা আসলে কিংবদন্তির বিমূর্ত জাদুঘর / অনুপম অনুষঙ্গ



১৯ জুলাই, ২০১৪:



৬২। উৎফুল্ল অন্ধকার / অন্যমনস্ক শরৎ

৬৩। অযাচিত চুক্তি / স্বপ্নবাজ অভি



২০ জুলাই, ২০১৪:



৬৪। তোমার আঁচল থেকে, একটি মসলিন / অন্যমনস্ক শরৎ

৬৫। বালিকা / নাজমুল হাসান মজুমদার



২১ জুলাই, ২০১৪:



৬৬। প্রিয় আকাশী ও অভিযোগপত্র / রাহাগীর মনসুর

৬৭। কি যেন একটা আছে / অিমান আকাশচারী



২২ জুলাই, ২০১৪:



৬৮। ছয় জন মাত্র / স্বদেশ হাসনাইন

৬৯। ইচ্ছে-মৃত্যু / সাজিদ-উল-হক-আবির

৭০। একাকীত্ব এবং / কলমের কালি শেষ



২৩ জুলাই, ২০১৪:



৭১। তুমি একদিন সূর্যাস্তের পাটে বসো / সুফিয়া

৭২। আঠারো বছর পেরিয়ে / নাজমুল হাসান মজুমদার

৭৩। প্রিয়তমার প্রতি প্রতিশ্রুতি / ভাঙা ডানার পাখি



২৪ জুলাই, ২০১৪:



৭৪। দিনলিপির পৃষ্ঠাগুলো / ৎঁৎঁৎঁ

৭৫। প্রতীক্ষা / জাকরিন কাদির

৭৬। এক ফেরিওয়ালার গল্প / দু:খ বিলাস







২৫ জুলাই, ২০১৪:



৭৭। ভালবাসা হারায় না / জাকরিন কাদির

৭৮। প্রকৃতি / খোরশেদ খোকন

৭৯। মৃত্যুর শহরে / এন ইসলাম রনি



২৬ জুলাই, ২০১৪:



৮০। আকাঙ্খা-বাস্তব / পোয়েট ট্রি

৮১। দু:স্বপ্ন, অতীত আর স্বপ্নের কবিতা / আশরাফুল ইসলাম দূর্জয়

৮২। বালুকা বসত / প্লাবন ইমদাদ

৮৩। আমি হতে চাই / রেঁনেসাসী সক্রেটিস

৮৪। প্রতিঘাত / ক্লে ম্যান

৮৫। আবারো আকাশলীনা, আবারো ধূসর কারুকার্য / সেলিম আনোয়ার

৮৬। ঈশ্বরের ধর্মশালায় / স্নেহাশীষ



২৭ জুলাই, ২০১৪:



৮৭। আই মিস ইউ, ডেমোক্রেসি / পোয়েট ট্রি



২৮ জুলাই, ২০১৪:



৮৮। বুকের মধ্যে / টোকন ঠাকুর

৮৯। নিজের ভেতরে /খোরশেদ খোকন

৯০। রাক্ষসী সময় / মো: রিয়াদুজ্জামান রিয়াদ



২৯ জুলাই, ২০১৪:



৯১। হিজলের বনে উঁকি দেয় শ্রাবণের দুপুর রোদ / নীলসাধু

৯২। প্যালেস্টাইন / জুলিয়ান সিদ্দিকী

৯৩। তোমার প্রশ্ন ছিল : “আমার সুখে থাকাকে কি তুমি হিংসা করো / সোনালী ডানার চিল



৩০ জুলাই, ২০১৪:



৯৪। আমিও ফিলিস্তিনী / পোয়েট ট্রি

৯৫। বালিকা ও বাস্তবতা / মো: চঞ্চল মাহমুদ

৯৬। আমার চাঁদ তুই / দৃষ্টিসীমানা



৩১ জুলাই, ২০১৪:



৯৭। রৌদ্রের আড়ালে লুকানো বিষণ্নতা / মকসুদ মনি

৯৮। আমার প্রেমের কবিতা (১) / কদমা

৯৯। মিশ্র-১২ / স্বদেশ হাসনাইন

১০০। পৃথিবীর মেজাজ / পোয়েট ট্রি

১০১। কর্কট জলজ সমকাল এবং.... / জাহাঙ্গীরআলম ৫২





===এ মাসে নতুন কবিমুখ===



এ মাসে তিনজন নতুন কবি ব্লগে তাঁদের কাব্যভ্রমণ শুরু করেছেন-



১। রেনেসাঁসী সক্রেটিস (উল্লেখযোগ্য কবিতা: আমি হতে চাই )

২। ক্লে ম্যান (উল্লেখযোগ্য কবিতা: প্রতিঘাত )

৩। জাকরিন কাদির (উল্লেখযোগ্য কবিতা: প্রতীক্ষা , ভালবাসা হারায় না )





===পথ চলায় কাব্যিক ভ্রমণ===



একটি কাব্যিক ভ্রমন

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন -২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন আগষ্ট -২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন সেপ্টেম্বর-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন অক্টোবর-২০১৩



একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারী -২০১৪

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ-২০১৪



একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন, জুন ২০১৪

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সংকলন , সুদ্ধ শুভেচ্ছা । আমি পরিবেশ বন্ধু এতগুলা কবিতা লিখলাম
নজরে নেই কেন > B:-/

২| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


কষ্ট সাধ্য পোস্টে +++

৩| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

আউলা বাউল বলেছেন: সুন্দর আয়োজন।

৪| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

ডি মুন বলেছেন: মন্তব্যশূন্য সেরা তিন কবিতা


আইডিয়াটা অসাধারণ।

তিনটি কবিতাই পড়লাম। একটা তো এতো ভালো লাগলো যে প্রিয়তে নিয়ে নিলাম।

আপনার এমন কাজের জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন।

ভালো থাকুন সবসময়।

৫| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতাপ্রেমিদের জন্য চমৎকার কালেকশন। ভালো কাজের জন্য ধন্যবাদ দিতেই হয়।

৬| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০১

মামুন রশিদ বলেছেন: সুন্দর সংকলনে ভালোলাগা । নিয়মিত চালিয়ে যাওয়ায় ধন্যবাদ ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

সুমন কর বলেছেন: কষ্টসাধ্য পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম।

৮| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার উপস্থাপনা ৷ আপনার নিজস্ব পছন্দের প্রশংসা করতে হয় ৷ ছিমছাম পরিপাটি আয়োজনটি ধারাবাহিকতা থাকুন ৷

কবি ও কবিতার জয় হোক ৷

৯| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্তব্যশূন্য সেরা তিন কবিতা


অসধারণ সংযোজন , উপস্থাপনা সুন্দর হয়ছে !
কাব্যিক ভ্রমণ উপভোগ্য হয়েছে !

১০| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মন্তব্য শূন্য তিন কবিতার জন্য ধন্যবাদ।

অনেক কস্টসাধ্য পোস্ট। অসাধারণ হইছে।

শুভকামনা রইল আপনার জন্য।

১১| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২

মকসুদ মনি বলেছেন: সু-উদ্যোগ

১২| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪

ডট কম ০০৯ বলেছেন: কাব্যিক ভ্রমন সর্বদাই এমন আনন্দময় হোক।

বিশেষ করে মন্তব্যহীন কবিতার সংযোজন করাটা দারুন কাজ হয়েছে।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল কাজ , শুভকামনা রইল ।।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

মাহমুদ০০৭ বলেছেন: = মন্তব্যশূন্য সেরা তিন কবিতা=== দারুণ আইডিয়া ।
পোষ্টে না এলে বুঝতামই না হায়দার ভাই কবিতার পোস্টটাকে কবিতার মতই সাজিয়েছেন ।
অনেক ভাল লাগা রইল ।
প্রিয়তে ।

কবি ও কবিতার জয় হোক ।
ভাল থাকবেন ।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: ইশ কী পরিশ্রমটাই না করেছেন ! কিছু কিছু কবিতা পড়া হয়েছে কিন্তু মন্তব্য করা হয়নি ! কবিদের জন্য শুভেচ্ছা আর আপনাকেও শুভেচ্ছা

১৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২

সকাল রয় বলেছেন:
সুন্দর সংকলনে ভালোলাগা । নিয়মিত চালিয়ে যাওয়ায় ধন্যবাদ ।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

পার্থ তালুকদার বলেছেন: এবার বুঝি কবিতা প্রেমিকদের তৃষ্ণা মিটবে ।
অনেক কষ্টসাধ্য কাজ।
ধন্যবাদ।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। অনেক পরিশ্রম করে সুন্দর করে উপস্থাপন করেছেন। ভাল লাগলো ।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার ভাবে উপস্থাপন করেছেন কবিতা সংকলন। পোস্টে অষ্টম ভালো লাগা।

অনেক অনেক শুভ কামনা রইল।

২০| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫০

সুফিয়া বলেছেন: মাসজুড়ে উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে ২৩ জুলাই এ লেখা আমার একটি কবিতা স্থান পেয়েছে দেখে খুব ভালো লাগল। আমার কবিতা কখনও কারও দৃষ্টি কাড়তে সমর্থ হবে বা কোন সংকলনে স্থান পাবে এটা আমি কখনও ভাবিনি। এখানে কত ভাল ভাল কবিরা আছেন, যাদের কবিতার মান নিয়ে কোন প্রশ্নই উঠেনা। সেই তুলনায় আমার কবিতা তো নিতান্ত খেয়ালী মনের আবেগ বলেই আমার কাছে মনে হয়। তবু আপনি নজড় দিয়েছেন আমার কবিতার দিকে, আমার ভাবনাহীন ভাবনাকে বাস্তব করে দিয়েছেন।

ধন্যবাদ আপনাকে সাথে। শুধু আমার কবিতাটিকে নির্বাচন করার জন্য নয়, এতবড় একটা কাজ করার জন্য, যে কাজের মাধ্যমে আমরা ভাল ভাল অনেক কবিতা এক মলাটের ভিতর পেয়ে েগলাম। আপনার কাছ থেকে এ ধরনের আরও অনেক কাজ আশা করছি।

ভাল থাকুন আপনি।

২১| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫২

সুফিয়া বলেছেন: আরও একটি কথা। এটি বাংলা কবিতার একটি সংকলন। তাই প্রচ্ছদে জুলাই মাসের নামটা ইংরেজীতে ঠিক মানাচ্ছে না। মাসের নামটা বাংলায় হলে ভাল হত না কি ?

২২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪

দৃষ্টিসীমানা বলেছেন: এত গুছান একটা পোস্ট করতে আপনাকে অবশ্যই অনেক কষ্ট ও সময় দিতে হয়েছে ।আপনার কষ্ট সার্থক হয়েছে ,সবাই পোস্ট টির প্রশংসা করবে ।অনেক ধন্যবাদ আপনাকে ।ভাল থাকুন সব সময় ।

২৩| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার কাজটা চালিয়ে যান ...
শুভকামনা সবরকম ...

২৪| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ৯ম প্লাসসহ প্রিয়তে ...

২৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

দুঃখ বিলাস বলেছেন: প্রিয় পোস্ট।
ভালো লাগা ১০ম।

প্রিয়তে।


শুভেচ্ছা।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১২

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এমাসের কবিতার সংকলনের খবর কি ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

এম. এ. হায়দার বলেছেন: ব্যস্ততার কারণে কাব্যিক ভ্রমণ বা মাসিক কবিতা সংকলনের পেছনে আর সময় দিতে পারছি না। অথচ এই ধারাটি চালু রাখা অত্যন্ত প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। যদি কোন কবিতাপ্রেমী এ ব্যাপারে এগিয়ে আসেন তার প্রতি কৃতজ্ঞতা এবং অশেষ শুভকামনা থাকবে...।

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এমাসের কবিতার সংকলনের খবর কি ?

২৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

আহসানের ব্লগ বলেছেন: গুগুলে আমার নাম খোজ দিলাম।
আর এটা পেলাম।

অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.