নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের দেশে হবে সেই ছেলে কবে.....

মহলদার

মহলদার

এ মাটি ছিনিয়ে নিতে কত বার ঝড় উঠেছে এ মাটি ভাসিয়ে দিতে কত বার বান ডেকেছে কত যে বুকের পাজর আড়াল করে রুখল সে ঝড় কত যে শোণিত ঢেলে ঊষর মাটি প্রাণ পেয়েছে মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে

মহলদার › বিস্তারিত পোস্টঃ

এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর?

১৬ ই জুন, ২০০৯ রাত ১২:১৪





এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর

শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার (২)।

গীতবিতানের শুকনো পাতায় বর্ষার গান(২)।

রবীন্দ্র নাথ একলা ভেজেন আমাকে ভেজান

এস কর স্নান নবধারা জলে বলবে কে আর

শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার।

নীপবন নেই শহরে রয়েছে কড়া নল বন

সিরিয়ালে দেখা হিরো হিরোইন সাজানো দু”জন।

এডাল নৌকো শহুরে লেকের প্রমোদ তরী

এসোহে আষাঢ় ছাতায় তোমায় বরণ করি।

এস কর স্নান নবধারা জলে বলবে কে আর

শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার।

প্রতিবেশী মাঠে গেল বর্ষায় দেখেছি সবুজ

এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি-গম্বুজ।

প্রমোটার শোনে টাকার বদলে বর্ষার গান

রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজান।

এস কর স্নান নবধারা জলে বলবে কে আর

রিয়েলষ্টেট শোনে কি কখনো মেঘমল্লার (২)।



গানটির অডিও লিঙ্ক

(ছবিঃ নিজ)



সুমন চট্টোপাধ্যায়ের এই গানটির সাথেই মনে হয় আমাদের এখনকার নগর জীবনের বৃষ্টির বেশী মিল খুঁজে পাওয়া যায় তাই শেয়ার করলাম। গানটির দুইটি কথা ভাল বুঝতে পারিনি( কড়া নল বন এবং এডালনোক )। শব্দ দুটো আনুমানিকভাবে লিখলাম। কেউ জানলে অনুগ্রহ করে বলবেন ঠিক করে দেব।



যখন এই পোষ্টটি লিখছি তখন ঝমঝম করে বৃষ্টি নামল আমার এখানে (সুনামগঞ্জে););)। কি মজা:D:D

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

রনি রাজশাহী বলেছেন: ধন্যবাদ। আরও ভাল লেখা প্রত্যাশা করি।

১৬ ই জুন, ২০০৯ সকাল ৮:৩৬

মহলদার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টা থাকবে।

২| ১৬ ই জুন, ২০০৯ রাত ১:১৩

খলিল মাহ্‌মুদ বলেছেন: বোঝার চেষ্টা করলাম বহুবার। মনে হলো 'এডাল নৌকো শহুরে লেকের প্রমোদ তরী' হবে। এডালনোক কোন বস্তু হতে পারে।

১৬ ই জুন, ২০০৯ সকাল ৮:৩৫

মহলদার বলেছেন: না, এমন শব্দের সাথে আমারও পরিচয় নেই, কিন্তু "এডাল নৌকো" এর অর্থও ঠিকমত বুঝতে পারছিনা। যাই হোক আপাতত আপনারটাই ঠিক ধরে নিচ্ছি। দেখি অন্য কেউ কিছু বলেন কিনা। ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৮

অপূর্ব দত্ত বলেছেন: চমৎকার পোস্ট দাদা। কেমন আছেন???

০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬

মহলদার বলেছেন: যাক দেখা হবে এখানেও তাহলে। এই তো চলছে...।

৪| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ গায়কের অসাধারণ গান।

০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৭

মহলদার বলেছেন: সহমত। ধন্যবাদ আপনাকে।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৫

জুল ভার্ন বলেছেন: চমতকার!

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৭

মহলদার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.