নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ মাহমুদুল মাওলা

মুহাম্মদ মাহমুদুল মাওলা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশটা কি এমপি-মন্ত্রীদের নাকি সতের কোটি জনতার?

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

বাংলাদেশটা কি এমপি-মন্ত্রীদের নাকি সতের কোটি জনতার??


আমাদের দেশের মন্ত্রী, উপমন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের জন্য বিকল্প ধারার জন্ম দেওয়া প্রয়োজন। কারণ তিনারা আমাদের টাইপ নন। সেই যে কিশোরগঞ্জ থেইকা ৫ ঘন্টা আগে আইছুইন আর যাওয়ার নাম নিছুইন না।
আমাদের কি কাজকর্ম নেই?

মাননীয় রাষ্ট্রপতি আপনি আসছেন, দেখছেন, কথা বলেছেন, চলে যাবেন এটাইতো স্বাভাবিক। কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি/আপনারা সাধারণ মানুষদের এভাবে কষ্ট দেওয়ার কোন মানে হয়না।

বিমানের যাত্রী অনেক্ষণ অপেক্ষা করে যখন বুঝতে পারলো কোন দিশা হবেনা তখন সে নিজ উদ্দোগেই জুতা পায়ে হাঁটতে শুরু করল, পুলিশ এসে চায়ের দোকানদারকে বলল - চা বিক্রি বন্ধ, রুগী নিয়ে অ্যাম্বুলেন্স জ্যাম-এ দাঁড়িয়েই আছে প্রতিক্ষার সময় শেষেই হয়না।

আমরা এতটাই দূর্ভাগা যে, আমলারা তাদের সহজাত সফর নিয়ে ব্যস্ত। বিমান যাত্রী সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে পারল কিনা, রোগী সঠিক সময়ে হাসপাতালে যেতে পারল কিনা নাকি পথিমধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করল তার খবর আমরা রাখিনা।

মাননীয় রাষ্ট্রপতি আপনি সুদূর কিশোরগঞ্জ থেইকা আইছুইন, এটা ভাল কথা কিন্তু যে বিশাল প্রটোকল নিয়ে আপনি চলছুইন তাতে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার নগরবাসির যে দূর্ভোগ হয়েছে তা আপনি কিংবা আপনারা কখনোই উপলব্ধি করতে পারেননি, পারবেনও না।

তাই বলছি আপনারা যারা রাষ্ট্রের উচ্চতম আসনে আছেন তারা আরও বেশী বিলাস বহুল জীবন যাপন করুন তাহলেই আমরা বাঁচি। মাননীয় এমপি, মন্ত্রীদের জন্য বিকল্প সড়ক সৃষ্টি করা হোক যা লাল কার্পেট দিয়ে মোড়ানো থাকবে এবং যা থাকবে সোনা দিয়ে মোড়ানো। তবেই আমরা উদ্ধার হই।

ভালো থাকুক আমাদের আমলারা, ভাল থাকুক আমাদের আমলাতন্ত্র। তবুও আশায় আছি অদূর ভবিষ্যতে কোন এক সময় যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.