নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

আমার সোনার বাংলা খাদমুক্ত হবে কবে?

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

শাকিব অপুকে বিয়ে করেছে , বাচ্চা হয়েছে। এখন শাকিব অপুকে স্বীকার করছেনা।

এটা অস্বাভাবিক কোন ঘটনা না। প্রতিদিন অহরহই এরকম খবর পত্রিকায় আসছে। এজন্য দেশে আইন আছে , নারীদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সংস্থা আছে, আদালত এর বিচার করবে।
অন্য দশটা ঘটনার মতই এটা একটা ঘটনা, যা আকাশ সংস্কৃতির যুগে নতুন কিছুনা। এটা নিয়ে রাষ্টর চিন্তা করবে।
বরং এটা নিয়ে আলোচনা করাটাই এখন ব্যকডেটেড ব্যাপার হিসেবে গণ্য হবার কথা।

মালাগার কাছে হেরে বার্সা লা লিগার শিরোপা থেকে বঞ্চিত হচ্ছে, এটাও তেমন গুরুত্বপূর্ণ কিছুনা। কিছুদিন পর নতুন মৌসুম আসবে, তখন বার্সা জিতে যাবে আশা রাখি।

মাশরাফি অবসর নিয়েছেন । যদিও এর পিছনে অনেক কিছু থাকতে পারে। কিন্তু একদিন না একদিন অবসর নিতেই হবে। তাই এটাও অস্বাভাবিক কোন ঘটনা না।

ফেসবুক মেসেজের মাধ্যমে ফাইল ট্রান্সফার সিস্টেম চালু করেছে, মেসেঞ্জারে স্ট্যাটাস দেয়ার সিস্টেম চালু করেছে, স্নাপচ্যাট কুকুর ফিল্টার ইউজ শিখিয়েছে ।এরকম আপডেট হতেই থাকবে। এগুলো ব্যবসায়িক ব্যাপার ,তাই তারাই এগুলো নিয়ে ভাববে।

জুপিটার পৃথিবীর ৪১৪ মিলিয়ন মাইল দুরুত্বে অবস্থান করেছে। এটা আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ কোন ব্যাপার না। কে কোথায় থাকলো তা নিয়ে পৃথিবীর মাথাব্যাথার কিছু নেই।

নাসা মিল্কিওয়ে থেক ৪৯ আলোকবর্ষ দূরে ট্যাপিস্ট ১ নামে গ্যালাক্সি আবিষ্কার করেছে, যেখানে পৃথিবি আকৃতির ৭ টি গ্রহ আছে। ওতদূরে কি থাকলো বা না থাকলো তাতে আমাদের থাকাখাওয়ার কোন সমস্যা হবার ক্থা না।

টিম বার্নার্স লি কম্পিউটার জগতের নোবেল খ্যাত এ এম টুরিং এওয়ার্ড পেয়েছেন। ডিসেম্বরে সর্বপ্রথম মাথা ট্রান্সফারের অপারেশন হতে যাচ্ছে। এগুলোও আমাদের জীবনে তেমন প্রভাব ফেলার কথা না।


কিন্তু যে ব্যাপারটা আমাদের জাতীয় ও ব্যতিগত জীবনে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ,ভারতে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফর ও চুক্তি, আমরা বেমালুম সে বিষয়টা মাথা থেকে একদম ঝেড়ে ফেলেছি।

এক তিস্তা চুক্তি নিয়ে সেই মাওলানা ভাসানীর আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ভুগছি, কিন্তু জাতীয় কোন বিষয়েই আমরা সচেতন নই।

যে কোন জাতীয় ইস্যুতে সবচেয়ে বড় যে বিষয়টি দরকার ,তা হল দেশের নাগরিকদের মধ্যে ঐক্যবদ্ধতা। অন্য পক্ষ যখন দেখে আমরা নিজেরাই নিজেদের অধিকার নিয়ে সচেতন নই, তখন তারা সহজেই আমাদের দুর্বল দিকগুলো বুঝে যায় এবং সেব্যাপারে সচেতন পদক্ষেপ নেয়।

ভারতের সাথে আমাদের সম্পর্ক মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই নানাভাবে সমালোচিত, তবুও দেখা যায় রাজনৈরিকভাবে ভারত নানাভাবে আমাদের কাছ থেকে সুবিধা আদায় করে নেয় শুধুমাত্র জাতীয় ঐক্যের অভাবে।

এই সফরে ভারত আমাদেরকে যা দিয়েছে, তা হল বঙ্গবন্ধুর নামে নামে রাস্তার নামকরণ, প্রেসিডেন্টের বাসায় প্রধানমন্ত্রীর আবাসন, আর সামরিক চুক্তি নামক কালবিষের সমযোতা।

ভারতের মতো সামরিক অজ্ঞ দেশের কাছ থেকে আমরা সামরিকভাবে কী সহায়তা পেতে পারি, তা আমার মাথায় আসেনা।

অনেকেই বলতে পারেন, ভারত এবার আমাদেরকে অভাবনীয় সম্মান দিয়েছে, যা আগে কেউ পায়নি।
আমি বলবো যা পেয়েছি, তা শুধুমাত্র লীগই পেয়েছে, রাষ্ট্র কিছুই পায়নি।

সম্মান কিংবা রাস্তার নাম দিয়ে উত্তরবঙ্গের মানুষের ক্ষেতের পানির ব্যবস্থা হবেনা। খরাকালীন পানিশূন্যতা দূর হবেনা।

আর ভারত যেটা খুব ভালোভাবে করেছে, তা হল আইওয়াশ, সম্মান দেখানোর মাধ্যমে তাদের যা দরকার তা নিয়ে নিয়েছে।

এর আগে সুন্দরবন কয়লা বিদ্যুৎ প্রকল্পের মতো পরিবেশ বিদ্বেষী কার্যক্রমের চুক্তি করা হয়েছে যা বৃহৎ অর্থে বাংলাদেশের বিপদই বেশী ডেকে আনে।

তবে ভারতের সাথে যেকোনো চুক্তির আগে দেশে জঙ্গী ধরার প্রবণতা খুব ভালোভাবেই বেড়ে যাওয়াটা সবসময় সবার মাথার উপর দিয়েই যায়।

ভারতের সাথে ২২ টি সমযোতা গাণিতিকভাবে ২২=২-২=০ আমাদের জন্য বলেই মনে হয়।

যাইহোক, আজ ১০ এপ্রিল, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র দিবস।
বিশ্বে মাত্র দুটি দেশ আছে ,যাদের স্বাধীনতার ঘোশণা পত্র আছে।

একটা আমেরিকা, আরেকটা আমাদের সোনার বাংলা।

আমরা আশা করি, সোনার বাংলা অচিরেই খাদমুক্ত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.