![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমত, প্রেম মানে জয় করা।
আপনি প্রতিনিয়ত আরেকজন মানুষ্কে জয় করে যাবেন।
তার মানসিক পরিস্থিতি। মানসিকতার সাথে পরিচিত হবেন
সে কেমন আছে, কি ভাবছে, অন্যান্য ব্যাপারগুলো নিয়ে কি চিন্তা করছে, এসব ব্যাপার সম্পর্কে জানবে
আপনি যখন আরেকজন এর মানসিকতার সাথে পরিচিত হতে পারবেন, তখন তাকে আপনি সহজেই বুঝতে পারবেন।
সে কি চায়, কিভাবে চায়, তা ভালোভাবে জানবেন।
এতে সেগুলা পূরণ করা আপনার জন্য সহজ হবে।
তবে আমার কাছে বিয়ের আগেইই যে প্রেম হবে সেরকম কোন ব্যাপার নেই।
প্রেম হতে পারে বিয়ের পরেও।
বিয়ের আগে যে প্রেম হয় সেটাতে মূল কারণ হয় শারীরিক সম্পর্কের উদ্দেশ্য।
আপনি কাউকে দেখলেন এবং মনে হল যে এর সাথে সম্পর্ক করলে আপনি খুশী হবেন।
যেটা হল ক্রাশ। তবে এরকমটা হয় সাধারণতত ১৬+ বয়সে।
এর আগে যে রিলেশান হয়, তাতে আসল ব্যাপারগুলা থাকেনা।
সেগুলা হয় দুষ্টুমি করতে করতে এবং এটা এরকম হয় যে, ওর সাথে আপনি কথা বলতে মজা পান এবং সবকিছু সে আগ্রহ নিয়ে শোনে।
এতে স্বাধারণত নিয়ের প্লান থাকে কম এবং একসাথে বসে আড্ডা দেয়াতেই বেশী আগ্রহ থাকে।
খেলার ছলে সময় কাটিয়ে নিজের কথা অন্যকে জানানোর একটা প্রবণতা মাত্র।
টিন এজের শেষ পর্যায়ে স্বাভাবিক ভাবেই সবারই এই ব্যাপারগুলার প্রতি আগ্রহ আসে।
যেটার বাহ্যিক রূপ হল, কারো সাথে নিজের কতাগুলা বলতে চাওয়া।
সবসময় মনে হবে, এখন যদি কেউ পাশে থাক্তো তবে, তার সাথে কিছু সময় কাটাতে পারতাম।
মনের কথা অন্যকে বলার একটা প্রবণতা খুব বেড়ে যায় এবং তা বিপরীত লিঙ্গকে।
মনে হবে, কেউ যদি আপনার পাশে বসে আপনার কাধে হাত রাখতো, আপনাকে জড়িয়ে রাখতো, তবে ভালো লাগতো।
সবসময় কাউকে বুকের মধ্যে জড়িয়ে ধরার ইচ্ছা জাগবে।
এজন্য এটাই সামাজিক বন্ধন তৈরি করে দেয়ার সবচেয়ে ভালো সময়
এটাই প্রাপ্তবয়স এর বৈশিষ্ট্য।
১৭- ২৩ বছরেই মানুষের এরকম আগ্রহ বেশী থাকে এবং এরপর ধীরেধীরে কমতে থাকে
বর্তমান ব্যবস্থায় এই সময়ে সাধারণত বিয়ে হয় না।
সেজন্য ই সবাই বিয়ের আগেই সম্পর্ক গড়তে উদ্ধুদ্ধ হয়।
এজন্য এযুগের প্রেমগুলা খারাপ দিকেই বেশী যায়।
গত দশকের প্রেমগুলাও এরকম ছিলনা।
সেখানে শুধু বিয়ের পরের জন্য পরিকল্পনাইই ছিল, আর ছিল নিজের কথাগুলা অন্যকে জানানো।
এখন যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় সেক্সের ব্যাপারটাও সহজ হয়ে গেছে।
যে কারণে এখনকার প্রেমগুলা আর পিউর হয়না।
বিয়ের পরের প্রেমগুলাই সবচেয়ে ভালো হয়( যদি হয় আরকি).
কারণ এখানে হারানোর ভয় ছাড়াই আরেকজনকে জয় করার সুযোগ থাকেআপনি আপনার সঙ্গীকে যদি ভালো ভাবে বুঝতে পারেন, তাহলেই সবচেয়ে ভালোভাবে তার সাথে মিশতে পারবেন।
এবং এই সময়ে আপনার যখন যা চাইবে তাই করতে পারেন।
কেননা তখন কোন বাধা থাকবেনা।
তবে এখানেই মূল সমস্যাটা হয় যে, সে মনে করে একেতো আমি পেয়েই গেছি।
বিয়ে করেছি মানেই সে আমার হয়ে গেছে।
যেটা সবসময় ভুলই হয়, এবং এটাই পরিবার ধংস করে।
এজন্য আসল প্রেম করতে হয় বিয়ের পর।
বিয়ের আগের প্রেমে যেমন, প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়া, আইসক্রিম বা ফুচকা খাওয়া, সিনেমা দেখা, সবসময় খোজ রাখা কখন কি করছে, কেমন আছে, কোথায় আছে, এসব করা হয়, বিয়ের পরে সেগুলা আরো বেশী করতে হয়।
কারণ বিয়ের আগে শুধু একজন অপরিচিত মানুষ্কে নিজের করার চেষ্টা থাকে,
কিন্তু বিয়ের পর নিজের হওয়া মানুষ্কে আরো বেশী নিজের করে নিতে হয়।
অধিকাংশ ক্ষেত্রেই বিয়ের আগে প্রেমিকার জন্য এত কষ্ট করে যে, বিয়ের পর মনে করে সেতো আমার হয়েই গেছে।
আর কিছু করতে হবে না।
কিন্তু মেয়েটা চায়, তাকে আগের মত করেই কেয়ার করুক। বরং আরো বেশী।
দুজনের মনের মিল না হওয়াতেই সাধারণত ঝামেলা শুরু হয়ে যায়।
মেয়েটা ভাবতে শুরু করে ছেলেটা তাকে আর চায় না।
আগেরমত ভালোবাসে না।
এজন্য আমার মনে হয় বিয়ের পরের প্রেমটাই ভালো।
নিজের মানুষ্টাকে আরো আপন করে নিতে পারা যায়।
যেটা বিয়ের আগে করলে শুধুই অনিশ্চয়তা বাড়ে।
যার সাথে এতসব প্লান করছেন, সে আসলেই আপনার হবে কি?
©somewhere in net ltd.