নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

আরো সক্রেটিস চাই

২৬ শে জুলাই, ২০১৭ রাত ২:৩১

সক্রেটিসের তেমন কোন আমার মধ্যে আছে বলে মনে হয়না। তবে একটা গুণ আছে। অন্যের খুত ধরা। ভণ্ডামি খোজা। যা এই সময়ে খুবই কঠিন। সবকিছুর মধ্যেই কিছু খুত খুঁজে বের করতে হয়। সেটাই ভালো।
সহযে কিছু মেনে নেয়া নির্বোধের কাজ। তাই আমি মানতে পারিনা পরিক্ষার জন্য আন্দোলনে শিক্ষার্থীর চোখ হারানো। জনদরদী মেয়রের মশা মারতে ব্যর্থতা। জলাবদ্ধ শহরে নৌকার প্রচারণা এবং এরপর নৌকা নিয়ে হাসিমুখে ভি প্রদর্শন।
কোনকিছুই মানতে পারিনা। লিখতে গিয়ে কলম আটকে যাওয়া। পরিক্ষার হলে স্যারের চোখে চোখ পড়া। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে এবং সিনেমায় বিয়ের পরেও পুরনো প্রেমিকের কাছে ফিরে যাওয়া।
বৃষ্টি দেখে তরূণের রোমান্টিক স্ট্যাটাস এবং সেই বৃষ্টির জলাবদ্ধতায় পথচারির হাসফাস। বৈষ্ণিক সুরক্ষায় হলিউড সিনেমায় হিরোদের চোখ ধাধানো পারপরমেন্স এবং জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে যাওয়া। ভারতকে দেয়া ফ্রি ট্রানজিট এবং শুকনা মৌসুমে উত্তরাঞ্চলে খরা। বর্ষায় বন্যা আর বন্যার জন্য দুর্যোগের বরাদ্ধে নেতাদের ভাগ। উন্নয়নের বাজেট এবং কাজ করার সময় তার ৫০% বরাদ্ধকারীর পকেটে। স্বল্প বাজেটে বাজে নির্মাণ এবং অল্লপতেই সব খসে পড়া। যার গালী শেষে ইঞ্জিনিয়ারের উপরেই পড়ে।
পড়াশোনা না করে রেজাল্ট দেখে শিক্ষার্থীর ভেজা চোখ আর এটাতেই শিক্ষামণত্রীর সাফল্যের হাসির পোজ আসা।
প্রজন্ম গড়তে ব্যর্থ একজন প্রধানমন্ত্রীর অতীতের শিক্ষা ব্যবস্থার সমালোচনা এবং গণহারে পাস দেখিয়ে বিদেশ থেকে পুরুষ্কার পাবার সাফল্যে মুচকি হাসি। না এগুলা মানা সম্ভব না।
এবং দিন শেষে শাবানার অভিনয়ে পুরনো ফর্মে ফেরা। মানতে পারিনা কিছুই।

সক্রেটিসের সমাপ্তি হয়েছিল নিজ হাতে হেমলকের বাটি পেতে নিয়ে। এসব দেখে আমারো সক্রেটীস হতে ইচ্ছে করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.