নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

দেশ চালায় কারা?

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৭

দেশ চালায় কারা?
স্বাভাবিক উত্তর হল রাজনীতিবিদরা।
কিন্তু না, আসল উত্তর হল ব্যবসায়ীরা।
শুধু দেশ না, পৃথিবীর যাবতীয় দেশি কিংবা আন্তর্জাতিক সকল কাজের মূল চালক হল ব্যবসায়ী।
দেশের যত উন্নমন কিংবা বৈদেশিক চুক্তি সবই হল ব্যবসায়ীদের স্বার্থে।
চীনের রাষ্ট্রপতি বাংলাদেশে আসলেন। অনেকগুলা চুক্তি এবং ঋণ দিয়ে গেলেন। চুক্তি গুলা হল কার সাথে?
ব্যবসায়ীদের সাথেই।
চীনের রাষ্ট্রপতি যাবার পর বিশ্বব্যাংক দেখলো তাদের লস, দুদিন পরেই উড়ে এলো। কারন ব্যবসায়ী স্বার্থ।
মোদী বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক চুক্তি করলো। বাংলাদেশে বিদ্যুতকেন্দ্র নির্মাণ করবে আদানী আর রিলায়েন্স গ্রুপ। লাভটাতো ওই গ্রুপেরই। রামপালে বিদ্যুৎ কেন্দ্রে প্রযুক্তি সহায়তা দিবে ভারতের এনার্জি কমিশন, ঋণ দিবে এক্সিম ব্যাংক। লাভতো ওদেরই। ব্যবসায়ী দের স্বার্থেই মোদীর সফর।
বাংলাদেশ জি এস পির জন্য আবেদন করে যাচ্ছে। এতে লাভ হবে গার্মেন্টস ব্যবসায়ীদের।
তেমনি দেশের জাতীয় সিদ্ধান্ত গুলোও ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে। সংসদ তাদের প্রয়োজনেই অনেক সময় আইন প্রণয়ন কিংবা সংশোধন করে, যাতে অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ গোষ্ঠীর সুবিধা প্রাধান্যদান হয়। যাহোক এটা ভেতরের খবর।
তেমনি অনেক সময় দেখা যায় দেশের সরকার পরিবর্তন হয়ে যায় ব্যবসায়ীদের স্বার্থে।
এখানে যাদের কথা বলা হচ্ছে, তারা কেউই মুদি দোকানদার ব্যবসায়ী না। গ্রুপ অব ইন্ডাস্ট্রি এরা।
তো বোঝাই যাচ্ছে, জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল ব্যবসায়ী এবং সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান হল ব্যবসা।
আপনি যতবড় গবেষকই হন না কেন, আপনার প্রোডাক্ট বাজারজাত করতে ব্যবসায়ীককেই লাগবে।
এপল এর নির্বাহী পদ থেকে জবসকে বের করে দেয়া হয় ব্যবসা লসের জন্য। কারন তিনি মেধাবী ছিলেন বটে, কিন্তু বাজারের ব্যপারে খুব জ্ঞানী নন। তার জায়গায় এক মার্কেটিং অফিসারকে আনা হয়, নিশ্চয় তিনি জবসের চেয়ে বেশী মেধাবী নন, কিন্তু ভালোই চালাক।
আবার দেখেন, যে লোক পার্টস এর দোকান চালায়, সে কিন্তু ইঞ্জিনিয়ার না। যে ঔষধ বিক্রি করে সেও কিন্তু ডাক্তার না। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে মানুষের কাছে ওরাই পৌঁছে দেয়।
এজন্য দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর কোর্স সিলেবাসের প্রথম চার পর্বে অনেকগুলা কমার্সের সাব্জেক্ট। কারণ আপনি ইঞ্জিন বানালেই হবেনা, সেটা বাজারে ছাড়ার জন্য বাজার জ্ঞানও আপনার লাগবে। এজন্য ইঞ্জিনিয়াররা আসলেই অনেক জ্ঞানী হয়। এবং সবজান্তাও হয়। তারা সবার মর্ম বুঝে এবং অনেক বড় কাজ করেও নিজেদেরকে মহান হিসেবে জাহির করার আন প্রডাক্টিভ চেষ্টা করেনা।
কিন্তু ডাক্তারির সিলেবাসে ৫ বছর ধরে এক ধরনেই পড়াই পড়ানো হয় এবং তাদের মাথায় এই চিন্তাই আসে যে ডাক্তারি ছাড়া দুনিয়ায় আর কোন কাজ সেরা হতেই পারেনা। তাই তারা সবসময় স্ট্যাটাস দিয়ে নিজেদেরকে মহান প্রমাণে ব্যস্ত থাকে আর অন্য পেশাজীবীদের কাজকে তারা গোনাতেই ধরেনা।
তাদের এক্টাই কথা, আমাদেরকে মহান না মানলে স্ট্রাইক!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.