নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

মালালার টুইট, আমাদের উন্মাদনা, অতপর বাঙ্গালির রোষানল

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

তালেবান বিরুদ্ধে রুখে দাড়িয়ে আলোড়ন তোলা ইউসুফ মালালা এবার বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের বুকে তীড় ছুঁড়লেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা ছিল কিন্তু দেশের ক্রীড়াপ্রেমিদের তোপের মুখে এক প্রকার বাধ্য হয়ে সেই সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



সোমবার আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান সফর বাতিল ঘোষনার পর ইউসুফ মালালা টুইটারে একটি বার্তা প্রকাশ করেন। যাতে লেখা ছিল 'বাংলাদেশ বাঘ নয় বিড়াল'।



এতদিন যে সব বাংলাদেশি মালালাকে বীর হিসেবে দেখেছেন তারাই এখন মালালার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লিখছেন। মালালার এমন মন্তব্যে অনেকেই হতভম্ব। আমরাই মেতেছিলাম এক সময় মালালা উন্মাদন।।, মালালা নিজেকে এখন অন্য কিছু ভাবতে শুরু করেছে যার কারনেই এই মন্তব্য। তাও আবার একটা স্বাধিন দেশের বিরুদ্ধে। যাদের নিকট বাঁশ খেয়েছিল। এই মেয়ে সম্পরকে আমার কিছুই বলার নাই, কারন সে পরিচিতি পেয়েছে পশ্চিমাদের কারনে। অতএব অন্যের কয়েকটি মন্তব্য দেখুন...



পাঠকের মন্তব্যঃ

শ্রুতি

বেয়াদব মেয়ে !



Alif

America gia to sukhe ase....Pakistan e thate kier baccha asilo deha gese.....



mamun rashid

sabas...



mamun rashid

sabas...



sabrana

মালালা ঠিকই বলেছে। আমরা আওয়ামী রাজনীতির প্যাচে পড়ে এখন বিড়াল।



samira choytee

মালালা ঠিকই বলেছে। আমরা আওয়ামী রাজনীতির প্যাচে পড়ে এখন বিড়াল।



onk bin satter

জয়বাংলার ভেজাল বড়ি খেয়েছে ক্রিকেটদল



sharif Ahmed

sathi ,malala pakistana thakla ata dina kabara thakta.amra chai na bd cricket team talebaner kabala parok !!!!!!!!



sharif Ahmed

sathi ,malala pakistana thakla ata dina kabara thakta.amra chai na bd cricket team talebaner kabala parok !!!!!!!! malalar ochit tar montobbor jonno dokhoo prokas kara,,



khan

পাকিস্তান সফর বাতিল করায় বাংলাদেশের ক্রিকেট দলকে বিড়াল বললেন মালালা । পাকিস্তান কি নিজের দেশের একটা বিড়ালের নিরাপত্তা দিতে পেরেছে ? আজ যদি মালালা তালেবানদের ঐ হামলার পর বেঁচে না থাকতেন আর স্বপরিবারে ইংল্যান্ডে অবস্থান না করতেন , তাহলে এমন কথা টুইট করতে পারতেন না । সবচেয়ে বড় কথা হলো, মালালা ইউসুফজাই তো নিজেরদেশের সাপোর্ট করবেই । যে তার নিজের দেশে নিজেই নিরাপদ না , সে একটা ক্রিকেট টিমের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের পক্ষে মন্তব্য করার অধিকারই রাখেনা । She is a child , who is only 15 !!



imon

are or dese or e nirapotta nai..khankki abar amader biral bole...jongi kuthkar



Nafis

Imon ke bolchi. Doya kore nogra bhasha bebohar korben na. Malala kono nongra bhasha boleni.



জয়নাল আবেদীন

আমার মনে হয় "মালালা ইহুদীদের সহচর"। তা না হলে তা না হলে অন্য একটা স্বাধীন বিরূদ্ধে এমন মন্তব্য করার সাহস পেতো না। তার গালে জোতার বারি মারা উচিৎ

সুত্রঃ Click This Link হায়রে আমরা চেয়েছি জাতিসঙ্ঘ দিবস, মালালা দিবস, এখন মালালা কে নিয়ে আমরা লজ্জিত।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:
হায়রে মালালা

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

মাহতাব সমুদ্র বলেছেন: হায়রে মালা।।। আর একটু বলা দরকার ছিল ভাই

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

এন ইউ এমিল বলেছেন: আজ সামুতে পোষ্ট দিতে চেয়েছিলাম সময়ের অভাবে দিতে পারিনাই

ফেবুতে আমার স্টাটাস -

Click This Link


ওকে এখন আমার বেয়াদবই মনে হচ্ছে, যে শিক্ষার পক্ষে কথা বলে তার কথা এমন !!!

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

মাহতাব সমুদ্র বলেছেন: ওকে এখন আমার বেয়াদবই মনে হচ্ছে, যে শিক্ষার পক্ষে কথা বলে তার কথা এমন !!!

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

অনিমেষ হৃদয় বলেছেন: এটাই মালালার অফিসিয়াল অ্যাকাউন্ট। খবরটার একটা আপডেট এসেছে, দেখুন-

প্রসঙ্গত, এর আগে দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণী সিঙ্গাপুরে মৃত্যুবরণ করলে মালালা তার এই অ্যাকাউন্ট থেকেই টুইট করেছিলেন, “ধর্ষকরা তাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, ভারত সরকার ফেলেছে সিঙ্গাপুরে”। এ টুইটটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল।

এই টুইটটা এখনও আছে। এছাড়া ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো মালালার বিভিন্ন টুইট নিয়ে নিউজ করেছে বিভিন্ন সময়, এই অ্যাকাউন্ট থেকেই।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

মাহতাব সমুদ্র বলেছেন: হুম চিন্তার বিষয়

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ব্লগে এসে গালাগালি করতে ইচ্ছা করলনা তাই খালি হায়রে মালালা শুধু বলে গেলাম বাকিটুকু বুঝে নিয়েন

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

মাহতাব সমুদ্র বলেছেন: আচ্ছা

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

েনহ।ল বলেছেন: মালালা জাত বেয়াদপ ।। পাকিস্তানি সবই খারাপ ।।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

মাহতাব সমুদ্র বলেছেন: পাকিস্তানি সবই খারাপ । ভাল হবে কবে?

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

রীতিমত লিয়া বলেছেন: ওরা আমাদের সম্পদ। পাকিস্তানের মৃত্যুকূপে আমরা ওদের বিসজর্ন দিতে পারিনা।

মাললা তার অবস্থানের জোর পেয়ে যা মুখে আসে তাই বলেছে।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

মাহতাব সমুদ্র বলেছেন: মাললা তার অবস্থানের জোর পেয়ে যা মুখে আসে তাই বলেছে----- কথা হল এটাই

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

যুবায়ের বলেছেন: মালাল প্রেমীরা কুতায়??
মুখে কুলুপ এটে বইসা আছে দেকতাছি

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

মাহতাব সমুদ্র বলেছেন: মালাল প্রেমীরা কুতায়??
মুখে কুলুপ এটে বইসা আছে দেকতাছি

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

সিরাজুল বাবু বলেছেন: সমস্যা তো আমাদের দেশেই , ক্রিকেট বোর্ড এতো মাতামাতি না করলেই পারে , কি দরকার ছিল পাকিস্তানে যাওয়া প্রসঙ্গ নিয়ে এতো ঢাক ঢোল পেটানোর ?নাচক করে দিয়ে চুপচুপ থাকলেই হত ।

কত বয়স হবে মেয়ে টার ? আমরাই বা এতো গুরুত্ব দিচ্ছি কেন তার কথায় ?

বলার কিছু নেই ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

মাহতাব সমুদ্র বলেছেন: ঠিক

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

রীতিমত লিয়া বলেছেন: ওরা আমাদের সম্পদ। পাকিস্তানের মৃত্যুকূপে আমরা ওদের বিসজর্ন দিতে পারিনা।

মাললা তার অবস্থানের জোর পেয়ে যা মুখে আসে তাই বলেছে।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

মাহতাব সমুদ্র বলেছেন: মাললা তার অবস্থানের জোর পেয়ে যা মুখে আসে তাই বলেছে----- কথা হল এটাই

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

লুৎফুল কাদের বলেছেন: সত্য কথায় যত দোষ!

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

আবির্ভাব২০১২ বলেছেন: উলালা উলালা মালালা মালালা------তু হে মেরি----

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

মাহতাব সমুদ্র বলেছেন: উলালা উলালা মালালা

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: আপনি রংপুরের ছোকরা না!!!!

৩১ এ দেখা হয়েছিল! মনে আছে?

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

মাহতাব সমুদ্র বলেছেন: মহাম্মাদপুর???????????

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

মিজানুর রহমান মিলন বলেছেন: পাকিস্তান সফর বাতিল করায় বাংলাদেশের ক্রিকেট দলকে বিড়াল বললেন মালালা । পাকিস্তান কি নিজের দেশের একটা বিড়ালের নিরাপত্তা দিতে পেরেছে ?

হায় হায় মালালা !!!

আমি সেইসময় বলেছিলাম যে এরকম মালালা প্রতিদিন মার্কিন ড্রোন হামলায় পাকিস্থানে, ইয়েমেনে, সোমালিয়ায় মারা যাচ্ছে অথচ তাদের নাম মিডিয়ায় নেই কিন্তু পশ্চিমাদের মিডিয়ার কারনে আজকের মালালা এখন মালালা।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই পুরাই একমত

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

আমিনুর রহমান বলেছেন: X(( X(( X(( X((

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

মাহতাব সমুদ্র বলেছেন: Click This Link

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

আন্ডারটেকার বলেছেন: মালালার বিষয়ে কখনও কোনও মন্তব্য করিনি, আগ্রহও ছিলনা। তবে ফেবুতে আজ একটা স্ট্যাটাস দেখলাম। আপনিও দেখেন। সত্যি হলেও হতে পারে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

মাহতাব সমুদ্র বলেছেন: হতে পারে

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: তার মতো জনপ্রিয় একজনের কাছ থেকে এমন আশা করি নাই :( তার টুইটে বোঝা যায় তার জনপ্রিয়তার যোগ্যতা ও রহস্য।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

মুশাসি বলেছেন: মালালারে গদাম

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

মাহতাব সমুদ্র বলেছেন: মালালারে গদাম

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ৩১এ ফ্রেসেজের পাশে, একসাথে চা খেলাম না!!!

আমি মোহাম্মদপুর থাকি।

:)

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই চিনি আপনাকে.।.।.।.।.।.। আড্ডায় আবার দেখা হবে.।.।.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.