নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

'স্টার জলসা' দেখার জন্য ভাইয়ের সাথে ঝগড়া করে আত্মাহুতি

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

ভারতীয় সিরিয়ালের প্রভাব এতো দিন সীমাবদ্ধ ছিল শুধু বাচ্চাদের আর আপু সমাজের আচরণেই । কিন্তু এবার ভারতীয় সিরিয়ালের প্রভাবের ফলে জীবনহানীর ঘটনা ঘটনায় টাস্কিত না হয়ে পারা যায় না। এরপরেও হয়তো আমরা ভারতীয় সিরিয়ালের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে পারবো না। এরপরেও হয়তো এর ক্ষতিকর প্রভাব বোঝাতে পারবো না আমাদের আপু সমাজকে। চুয়াডাঙার দামুরহুদা হিজলগাড়ি এলাকার মেয়ে বিশন্তি, সিরিয়ালের ঘটনা আত্মাহুতির মাধ্যমে নিজের জীবনে ঘটিয়েছে কি অদ্ভুদ কথা। ভারতীয় বাংলা কিংবা হিন্দি সিরিয়াল এতো প্রকটভাবে আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। এই সংবাদ শোনার পর নিজের অজান্তেই গালি চলে আসে বাংলাদেশের ক্যাবল অপারেটরদের উপর। বিশন্তির কাহিনি টা এমন- বৃহস্পতিবার রাতে স্বামী পরিত্যক্তা বিশন্তি টিভি দেখছিল, তার ভাই ক্রিকেট খেলা দেখতে চায় এই নিয়ে দুই ভাইবোনের ঝগড়া। আর এতেই বোন সকালে স্টার জলসার টাপুর টাপুরের শাড়ী পড়ে বিষ পান করে। অতঃপর সে সিরিয়ালের মতই অভিনয় করতে করতে বাসায় সবার কাছে বিদায় নেয়ার সময় সন্দেহ হয় যে বিশন্তি বিষ পান করেছে। এটা একটা আত্মহত্যার ঘটনা। এরপর কি দেখবো জানি না। তবে এই সিরিয়াল দেখা নিয়ে আমার বোনের সাথে আমার বহুবার ঝগড়া লেগেছে। ভারতীয় সিরিয়ালের এই ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে বেসরকারিভাবে কিছু করতে হলে বাংলাদেশ ক্যাবল টিভি (নেটওয়ার্ক কোয়াব) এর আন্তরিকতা প্রয়োজন। আর যদি তারা ব্যবসায়ীক স্বার্থে কিছু নাই করেন তাহলে কি আর করার। এক্ষেত্রে তথ্য মন্ত্রনালয়ের জোড়ালো অবস্থান দরকার।





পত্রিকার মুল সংবাদ- 'স্টার জলসা' দেখতে না পেয়ে যুবতীর আত্মহত্যা

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার ছোট বোন গ্রাম থেকে এসেই দেখি প্রায়সময় সিরিয়াল দেখে।
:-) সিরিয়াল চলে এমন সব চ্যানেল হাইড করে দিয়েছি।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: একই অবস্থা.।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

আহলান বলেছেন: ভাষা নাই ...

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

মাহতাব সমুদ্র বলেছেন: হুম। অবাক বিষয়।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

কনিকা মাহমুদ বলেছেন: এর জন্য আমারা মেয়েরা দায়ী

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

মাহতাব সমুদ্র বলেছেন: আপনারা বর্জন করুন।।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

কাজী দিদার বলেছেন: ভাষা নাই ...

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

মাহতাব সমুদ্র বলেছেন: বর্জন করুন।।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

রহস্যময়ী কন্যা বলেছেন: আজাইরা চ্যানেল একটা.....

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

মাহতাব সমুদ্র বলেছেন: আজাইরা তো অবশ্যই।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
হায়রে !

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: .।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

মামুন রশিদ বলেছেন: উপায় নাই ব্রো.. বউয়ের সাথে ইদানিং মেয়ে দুইটাও যোগ দিছে । আমি আর কি করব, ব্লগিং কইরাই সময় কাটাই :(

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: সেম কাহিনী ঘরে ঘরে

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

নাহিদ সৈকত বলেছেন: আহ্ ......

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মাহতাব সমুদ্র বলেছেন: ঁঁঁঁ^

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: বাংলা দেশি চ্যানেল নাকি ভারতে দেখায় না !

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

মাহতাব সমুদ্র বলেছেন: এইডা অনেক পুরাতন কথা।।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: একদিন রিমোট ভাইংগা পিডের উপ্রে দিছিলাম। তারপর থিকা সুজা

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

রেজওয়ান তানিম বলেছেন: সংবাদটা আগেই দেখেছি।

মৃত্যুর জন্যে দু:খ পাবার কথা থাকলেও উল্টা হাসি আসছে

:(

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

শিশু বিড়াল বলেছেন: আমি তো টিভিই বলতে গেলে দেখিনা, খবর ছাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.