নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

বুকের মাঝে অনেক মেঘ, মেঘ সরে যাক

০১ লা জুন, ২০১৩ রাত ৯:২৭



বুকভার হওয়া এই বিকেলে আকাশ ছাপিয়ে বৃষ্টি চাইছি

তোমার ছোঁয়া হয়ে বৃষ্টি ভেজাক আমার শরীর...

স্পেক্টোর‌্যান্ট সাস্পেনশনের মত গলায় ঢেলে

বুক পরিস্কার করার জন্য এই বিকেলে আমি উন্মত্ত হই





বড় বড় ফোটা হয়ে নগরজুড়ে বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক শীতলক্ষায়

বুকের মাঝে অনেক মেঘ, মেঘ সরে যাক, হোক বৃষ্টি অনেক





তারপরেও বার্নিশ করা এই মনের মাঝেও কিভাবে ঘুনপোকারা আসে, খুব ধীরে ধীরে কেটে কেটে শক্ত ভীতকে দুর্বল করে দেয়?



তবে কি কোন এক বর্ষায় মনটা বৃষ্টিতে ভিঁজে ভিঁজে একাকার হয়ে গেল আর তারপরেই গাঢ় সবুজের মাঝে সাদা আর হলদেটে হয়ে যাওয়া কদম ফুল স্হান করে নিয়েছিল এটা কি তারই পুনরাবৃত্তি হতে চললো!





একটু আগে খুব অসহায়ভাবে বাসায় ফিরলাম। হাঁতে ছাতা মুড়িয়ে নিয়ে কাকভেজা হয়ে ফিরলাম। ভেজা শার্টেই মুখ মুছতে মুছতে ফিরলাম। হাতের মোড়ানো ছাতায় রাতের আলোর নিচে মুখ দেখতে দেখতে ফিরলাম....

না হুমায়ুনের কোন ক্যারেকটার হতে চাই নি...



সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি ছিল, ছিল ছাতা উড়িয়ে নিয়ে যাওয়া বাতাস...



আমার অর্ডিনারী ছাতাটা বাঁচানোই...





ইহা আমার ফেসবুকের পাতার জমিয়ে রাখা স্ট্যাটাস



মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ লাগলো সমুদ্র ভাই !

০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৫

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাই
প্লাস লন

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৭

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫৩

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক সুন্দর +++++++++++++++
:)

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভীষণ ভাল লেগেছে,,,,,,,,,,
উপরের দুটি ছবি ভাল লেগেছে,,,,,,,,কিন্ত এত সুন্দর একটি লেখা অথচ নীচের ছবিটার জন্য একটু হলেও কেমন যেন ম্লান/খাপছাড়া লাগছে,,,ভেবে দেখবেন বিষয়টা,,,,,,,,,,,,,,,,,,,,

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৯

মাহতাব সমুদ্র বলেছেন: চেষ্টা করলাম।

৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবিটা এখন সেইরকমই হয়েছে,,,,,,,,ভেরি গুড,,,,,,,,,,,,,,
শুভকামনা ,,,,,,,,,,

০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:০০

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:২১

বাংলার হাসান বলেছেন: বড় বড় ফোটা হয়ে নগরজুড়ে বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক শীতলক্ষায়
বুকের মাঝে অনেক মেঘ, মেঘ সরে যাক, হোক বৃষ্টি অনেক

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মাহতাব সমুদ্র বলেছেন: ইমো খুঁজে পাই না...

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৭

কালোপরী বলেছেন: :)

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মাহতাব সমুদ্র বলেছেন: valo

৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৮

তিথির অনুভূতি বলেছেন: মন ভাল হয়ে গেল :)

০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো

৯| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার লাগল। এই ভাবে চলুক প্রিয় কথার মালা গাঁথা!!

০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৪

মাহতাব সমুদ্র বলেছেন: colbe...

১০| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রেমে টেমে পরেছেন নাকি ভাই ? :)

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫১

মাহতাব সমুদ্র বলেছেন: না ভাই। চেষ্টায় আছি।

১১| ০২ রা জুন, ২০১৩ রাত ১:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ !



সুন্দর লাগলো ছবি ও লেখা ।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪১

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর লাগলো।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২৩

s r jony বলেছেন: বাহ! ভিন্ন স্বাদের পোস্ট।
ভাল লাগল

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

মাহতাব সমুদ্র বলেছেন: থ্যাঙ্ক।

১৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৮

লাবনী আক্তার বলেছেন: বৃষ্টিময় পোস্ট! ভালো লাগল।

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:১৪

মামুন রশিদ বলেছেন: বৃষ্টিভেজা ভালোবাসাময় স্ট্যাটাস আর ছবিগুলো ভালো লাগলো ।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:৩১

ভিয়েনাস বলেছেন: কথার সাথে ছবি ভালো লাগলো। ভিন্ন মাত্রার কিছু :)

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ৮ম ভালো লাগা !

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ আপু।

১৯| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

বৃষ্টিধারা বলেছেন: আমার জন্মদিনে যে যা লিখে সব খুঁজে খুঁজে আমি পড়ার চেষ্টা করি । :)

সুন্দর লিখেছেন ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.