নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

আপনার প্রেমিকার রাগের মুহুর্তে কি করে তাকে মানাবেন (১ টি এম১৫৪ পরিবেশনা) B-)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৬



ইদানিং নাকি প্রেমের বাজার খুব খারাপ চলছে। যারা প্রেম করেন বা করেছেন তাদের ভাষ্যমতে এর থেকে কঠিন কাজ (প্রেমিকার রাগ ভাঙ্গানো) নাকি আর হতে পারে না দুনিয়াতে। কেউ কেউ বলেন তার প্রেমিকাকে মানাতে নাকি অনেক কষ্ট করতে হয়। ১ সপ্তাহ রাগ করে থাকার পর তারপর তাকে নানা ভাবে বুঝিয়ে শুনিয়ে রাগ ভাঙ্গাতে হয়। আবার অনেকে আছেন যারা রাগকে কোন রকম কেয়ার করেন না। যা হবার হবে এই মতে চলেন। তখন দেখা যায় পাক্কা ১ / ২ কিংবা ৩ মাস কথা + দেখা না করে কাটিয়ে দিতে হয়। অনেকে আবার আছেন এমন কোন উপায় বাদ রাখেন না তার প্রেমিকাকে মানানোর জন্য। নানা রকম পদ্ধতি অবলম্বন করেও তারা ব্যর্থ হয়ে যান।



তাহলে আসুন জেনে নেই প্রেমিকার রাগের ধরন আর সেই রাগের পরিস্তিতি বুঝে কি কি পদ্ধতি অবলম্বন করে আপনি সফল হলেও হতে পারেন। যদিও এগুলো সবাই জানেন কিন্তু তারপর ও মাঝে মাঝে ভুল হয়ে যায় অনেকের। তাই আসুন দেখে নেই -



১। প্রেমিকা হাল্কা রাগ দেখালে



এই ক্ষেত্রে প্রেমিকা সাধারণত তেমন রাগের মাথায় থাকে না। একটু বুদ্ধি করে আপনি যদি চলেন তাহলে খুব তারাতারি আপনি তাকে মানাতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এই রাগের ক্ষেত্রে কখনও তাকে মানাতে বেশি দেরি করতে যাবেন না। কারণ দেরি করলে সেই রাগ থেকে জন্ম নেবে অভিমান।



এই মুহুর্তে আপনি যা করতে পারেন -



•তার সাথে কথা বলতে পারেন ফোনে। প্রথমে যদিও একটু গাইগুই করবে কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয়।

•ঠান্ডা মাথায় তাকে মানাতে চেষ্টা করুন।

•কোন মতেই রেগে বা উচ্চ স্বরে কথা বলতে যাবেন না সেই সময়।

•অনেকটা স্বাভাবিক হয়ে গেলেও সে চাইবে আপনার থেকে আরো বেশি কিছু। মানে হল সে চাইবে আপনি তাকে আরো মানান। এটা না করলে তার রাগ আবার ঊঠতে পারে।

•যদি সে সময় আপনারা ডেটিং এ থাকেন তাহলে আপনি কিছু সিনেমেটিক দৃষ্য করতে পারেন। যেমন তাকে গোলাপ ফুল উপহার দিতে পারেন বা তার খোপায় পড়িয়ে দিতে পারেন।

•তার চোখে চোখ রেখে হাসির কোন কথা বলতে পারেন। এই সময়টায় সবচেয়ে বেশি উপকারি যদি আপনি তাকে হাসাতে পারেন।





২। মোটামুটি রাগ করলে



এই ক্ষেত্রে আপনাকে বেশ বেগ পেতে হবে। কারণ এটা এমন এক পরিস্তিতি যাতে আপনি একটু ভুল করলে অনেক পস্তাবেন। তাই সাবধানে পথ চলতে হবে আপনাকে। প্রেমিকা সাধারণত এ অবস্থায় বেশ রাগী মুড এ থাকে। অনেক মেয়ে আছে যারা এই অবস্থায় জিনিসপত্র ভাংচুর করে, হাত পা কাটে, ঘুমের বড়ি খায় ইত্যাদি। তাই আপনাকে যা করতে হবে -



•তার রাগ কমতে সময় দিন। এ অবস্থায় কোন মতেই আপনি তার সাথে কথা বা দেখা করবেন না কিছু সময় অবধি। তবে সে দেখা করতে চাইলে ভিন্ন কথা।

•এমন ও হতে পারে সে আপনার সাথে ২/৩ সপ্তাহ কথা নাও বলতে পারে। কিন্তু আপনি বড়জোর তার সাথে ২ দিন এর বেশি কোন মতেই যোগাযোগ না করে থাকবেন না।

•নিজে যদি ভুল করেন তাহলে তা অকপটে স্বীকার করুন।

•তাকে সুন্দর করে ব্যপারটা বলুন। কেন, কি কারনে আপনি এরকম করেছেন তা গুছিয়ে বলুন।

•তার সাথে প্রথমেই ফোন এ কথা না বলে আগে এস এম এস দিন। এমন কোন এস এম এস দিন যাতে তার মন অনেকটা ভাল হয়ে যায়।

•ভুল যদি সে করে থাকে তাহলে সে তা নিজেই স্বীকার করবে তবে অনেক মেয়েরাই তা করে না। এ জন্য আপনি তাকে বিষয়টা ঠান্ডা মাথায় খুলে বলুন।

•সে এস এম এস এর উত্তর না দিলে পর পর বেশ কয়েকটা সুন্দর সুন্দর এস এ এস পাঠান।

•তার সাথে দেখা করার চেষ্টা করুন। কারণ দেখা না করলে এ ক্ষেত্রে তাকে মানাতে কষ্ট হতে পারে।

•মেয়েরা ফুল খুব পছন্দ করে। তাই দেখা করতে যাওয়ার আগে আপনার প্রেমিকার পছন্দের কিছু গিফট কিনে নিয়ে যেতে পারেন। সাথে চকলেট নিতে ভুলবেন না।

•তার সাথে হাসিমুখে কথা বলার চেষ্টা করুন তবে বেশি হাসতে যাবেন না।

•তাকে আপনার অবস্থার কথা বলুন যে আপনি তার সাথে এতদিন যোগাযোগ না করতে পেরে অনেক কষ্টে ছিলেন।

•খুব ভাল হয় যদি প্রকৃতির মাঝে চলে যান। সবুজের ছায়ায় কিংবা নৌকা ভ্রমনে কাছে।





৩। রাগ যদি হয় খুব বেশি



আপনার জন্য এটা লাল সংকেত। এ ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার উপর শনির আসর পড়বে বা পড়েছে। আপনার প্রেমিকা যদি খুব বেশি রাগী হয় তাহলে সে যা খুশি তাই করতে পারে। আবার যদি খুব বেশি রাগী না হয় তারপর ও কোন নিশ্চয়তা নাই। তাই সাবধান থাকুন যাতে আপনার প্রেমিকা এই অবস্থায় না যায়। এ সময় আপনার যা করা উচিত-

•ভুলেও তার সাথে দেখা করতে যাবেন না।

•ফোন এ কথা বলতে গিয়ে যদি এরকম রাগী হয়ে যায় আর ফোনটা রেখে দেয় আপনি ফোন দেন তাকে।

•ফোন যদি বন্ধ থাকে তাহলে এস এম এস দিয়ে রাখতে পারেন।

•তবে সবচেয়ে ভাল হয় যদি তাকে সময় দেন রাগ কমানোর।

•রাগ কমে গেলে সে আপনাকে এমনিতেই ফোন দেবে। তখন ফোন ধরার সাথে সাথে সরি বলুন খুব মধুর সুরে।

•এ অবস্থায় আপনি কতটা রোমান্টিক তা যাচাই হয়ে যাবে। খুবই রোমান্টিক হওয়ার চেষ্টা করুন এই সময়।

•সে আপনাকে অনেক আজেবাজে কথা বলবে, অনেক দোষ দেবে কিন্তু ভুলেও কোন সাড়াশব্দ করতে যাবেন না। শুধু শুনে যাবেন।

•আপনি যদি ভুল করে থাকেন তাহলে তা মেনে নিন সেই সময়েই। না হলে আপনাকে কঠিন অবস্থার মুখোমুখি হলেও হতে পারে।

•আর যদি ভুলটা তার হয়ে থাকে তাহলেও সেই সময় আপনি আপনার নিজের কাধে দোষ নিয়ে নিন।

•পরে যখন তার রাগ কমবে তখন তার ভুল ধরিয়ে দিন। এতে সে লজ্জিত হবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে।

•দেখা যদি করেন এই সময়ে তাহলে কোনমতেই তার সাথে রাগ দেখাবেন না।

•তবে এটা ভুলে গেলে চলবে না যে আপনাকে তার রাগ ভাঙ্গানোর জন্য খুব বেশি সময় দেয়া হবে না।

•তাকে যদি পারেন কিছুটা ভালবাসার ছোঁয়া দিয়ে দিন। তবে মাত্রাতিরিক্ত না।

•ভাল হয় যদি কবিতা পারেন বা কোন খ্যাতিমান কবির কবিতা আপনার মুখস্ত থাকে তাহলে সে সময় এটা আপনার কাজে লাগবে।

•নিজের যদি গাড়ি থাকে তবে তাকে নিয়ে লং ড্রাইভ এ যান। এমন কোন যায়গায় যেখানে গেলে সব রাগ দূর হয়ে যাবে।





আর যদি আপনার প্রেমিকার এসব রাগ ব্যপারটাকে আপনি তেমন একটা কেয়ার না করেন তাহলে আপনার জন্য কিছু জটিল ইস্টাইল এর টিপস - B-);)



•রাগারগি করতে চাইলে বলে দিন আপনার এসব করতে ইচ্ছা করছে না।

•বেশি রাগ দেখিয়ে যদি কথা বন্ধ রাখে তাহলে আপনিও বন্ধ রাখুন।

•তার যত দোষ আছে তা সরাসরি জানিয়ে দিন।

•কোন রকম ইমোশনাল ব্লাকমেইল করতে চাইলে পাত্তা দিবেন না।





আজকে এ পর্যন্তই।





বিঃদ্রঃ এটি একটি এম১৫৪ পরিবেশনা। লেখক এর এই লেখার সাথে কারো লেখা মিলে গেলে তা নিতান্তই কাকতাল মাত্র।

মন্তব্য ৫১ টি রেটিং +১৪/-৪

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪২

শূণ্য উপত্যকা বলেছেন: কয়টা প্রেম করছেন? :-P

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: B:-) |-)

২| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কামের পুষ্ট কিন্তু কামে লাগানের জায়গা নাই /:) /:) /:) B:-) B:-)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫২

আর.এইচ.সুমন বলেছেন: এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কামের পুষ্ট কিন্তু কামে লাগানের জায়গা নাই /:) /:) /:) B:-) B:-)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

মাহবু১৫৪ বলেছেন: :D :D :D

৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮

জাওয়াদ হাসান বলেছেন: আসলটাই লিখেন নাই, প্রেমিকা রেগে গেলে তা *দা চেটে দিলেই সব রাগ পানি।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০১

মাহবু১৫৪ বলেছেন: এ প্রসঙ্গে আমরা না যাই । :P :P

৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

জাওয়াদ হাসান বলেছেন: আসলটাই লিখেন নাই, প্রেমিকা রেগে গেলে তার *দা চেটে দিলেই সব রাগ পানি।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩

মাহবু১৫৪ বলেছেন: ২ বার লেখার দরকার ছিল না। বুঝে গেসি ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৭

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আমি কিসুই বুজি নাই।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১২

মাহবু১৫৪ বলেছেন: :-* :-* :-*

৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১২

জাহাজী পোলা বলেছেন: জাওয়াদ হাসান কে গদামের উপ্রে গদাম X((




লেখা ভাল্লাগছে ।

এত্ত জানেন কেম্নে ?? /:)

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৩

মাহবু১৫৪ বলেছেন: গবেষনা করে ।


ধন্যবাদ আপনাকে :) :)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৬

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমিই যথেষ্ট ভাল আছি, ঝামেলা নাই ...... B-)

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৪

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । আসলেই ।


ঝামেলা ফ্রী লাইফ । B-) B-)

৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮

আরিফ্ ৯১ বলেছেন: ৩টা প্লাস ৩টা মাইনাচ। আমি কি দিমু বুজতাসি না। জাউক গা কবি এখানে বড়ই নির্বাক!!

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫

মাহবু১৫৪ বলেছেন: +++ দেন । যারা মাইনাস দিয়েছে তারা মনে হয় মেয়ে ব্লগার।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২২

মো: আজিজুল হক বলেছেন: মুটামুটি চলে

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৬

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

১১| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । পড়ে ভাল লাগল । চালিয়ে যান , এখানেও আছি
আপনার সাথে ।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৮

মাহবু১৫৪ বলেছেন: :-* :-* :-*

১২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । পড়ে ভাল লাগল । চালিয়ে যান , এখানেও আছি
আপনার সাথে ।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৩

মাহবু১৫৪ বলেছেন: এতো বার কমেন্ট !! :-* :-* :P

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । পড়ে ভাল লাগল । চালিয়ে যান , এখানেও আছি
আপনার সাথে ।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫২

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে ও ।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৯

জয় রাজ খান বলেছেন: লিঙ্কন ভাই আমিও আছি কিন্তু :D এতোগুলা মন্তব্য দিছে কেন B:-)
মামু গোবেষনা ভালাই করছো নগদে +++

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫১

মাহবু১৫৪ বলেছেন: মামু ধন্যবাদ ।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৯

লিঙ্কনহুসাইন বলেছেন: প্রথম ক্লিক করলাম দেখি পোস্টে আশেনাই আবার ক্লিক করলা
এভাবে দুই তিন বার করে ক্লিক করমাল , এখন দেখি তিন চার বার
এসে গেছে আমার মন্তব্য । মুছে দেন

০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩০

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । বুজলাম । সামু তে মাঝে মাঝে ঝামেলা করে

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৪২

অপ্রিয় সত্য বলেছেন: আপনার তো এই লাইনে অনেক অভিজ্ঞতা ।

শূণ্য উপত্যকা বলেছেন: কয়টা প্রেম করছেন

০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩১

মাহবু১৫৪ বলেছেন: প্রেম নয় গবেষনা ।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৯

বোকামানুষ বাংলাদেশ বলেছেন: কামের পোস্ট ,কিন্তু ২ মাস আগে দিলে উপকারে আস্‌ত।লিখা+,আপনার এ -,দেরিতে পোস্ট দেওয়ার জন্য!!!!!

০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

মাহবু১৫৪ বলেছেন: আজিব !!! :P :-* :-*

ইহা জানার এত যে দরকার ছিল আপনার হেইওটা কি আমি আগে বুঝছিলাম !!!??

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৪

প্রলাপ বলেছেন: রাগ ভাঙানোর কি দরকার? আপনাকে তার দরকার হলে নিজেই আসবে। আর দরকার না হলে রাগ ভাঙিয়ে ভাঙিয়ে কতদিন সামলাতে পারবেন?

০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম ।


রাগ না ভাঙ্গাতে চাইলে কি করতে হবে সেটা একদম শেষ এই বলেছি

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা হা , কামের জিনিস। খুভ ভালো লাগলো।
তবে এসব ম্যানেজ করা আগ থেকে শিখতে হয়না। ওটা সহজাত ।
+

০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

মাহবু১৫৪ বলেছেন: হ ন ম ।


তবে ভাইজান, সিচুয়েশন এ যখন কেউ পরে তখন আর কিছু মনে থাকে না। কি করবে বুঝতে পারে না। এ জন্যই জেনে রাখা ভাল । ;) :D :)

২০| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৬

ঝটিকা বলেছেন: শুধু প্রেমিকার রাগ ভাংগানোর টিপস দিলেন, বউ রা কি দোষ করলো। (বাংগালী ছেলেদের কাছে তো বউ আর প্রেমিকার হিসাব সম্পূ্র্ণ আলাদা)

০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । ভাল কথা বলেছেন ।


এটা মাথায় থাকল। পরে সময় করে দেব ।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৩

জাওয়াদ হাসান বলেছেন: বাজে কমেন্ট করার জন্য সরি, কিন্তু মুছে দিয়েন না।

০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । আমি আপনার ভুল বুঝতে পেরেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধইন্যা ।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

জসিম বলেছেন: আর.এইচ.সুমন বলেছেন: এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কামের পুষ্ট কিন্তু কামে লাগানের জায়গা নাই

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০২

মাহবু১৫৪ বলেছেন: :P :P :P

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৯

ফাহিম আহমদ বলেছেন: কেন মাহবুব ভাই এত আয়োজন না করিয়া থাপ্পড় একটা দিলেতো সব ঠিক হয়ে যায়। :P :P :P

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৩

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা হা


রাফ এন্ড টাফ হয়ে যায় না একটু এটা ?? আর এটা যদি করেন তাহলে প্রেমিকা আর আপনার কাছেই আসবে না । প্রেমের ইতি সেদিন ই হবে। :P :P

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩১

জাওয়াদ হাসান বলেছেন: @ জাহাজী পোলা, জাহাজী ভাই এত চেতেন কেন?? আমি কি ভুল কইসি নাকি?? আপনের এই অভিজ্ঞতা না থাকতে পারে, অন্যদের তো থাকতেও পারে, যেমন ............., আর কইলাম না, বুইঝা নেন। আমাকে গদাম দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫

জাওয়াদ হাসান বলেছেন: @ ফাহিম আহমদ, ভাই এইডা কি কইলেন, আমি লুল হইতে পারি, কিন্তু মাইয়াগো গায়ে হাত তুলিনা কখনো (একমাত্র আত্মরক্ষার প্রয়োজন না পড়লে হাত তুলবোও না কখনো, কারন জান বাঁচানো ফরজ)।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৯

এস বাসার বলেছেন: ওর সামনে পড়লে বুঝতেন এসব থিউরী/ফিউরী দিয়ে কোন লাভ হবেনা। তারচেয়ে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ।

২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৩

মাহবু১৫৪ বলেছেন: B-)) B-)) B-))

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫০

আচিন প্রেমিক বলেছেন: ভাইজান খুব বিপদে আছি।আমার প্রেমিকার রাগ অনেক বেশী অন্যদের তুলনায়।আজ রাতে সে আমার সাথে ঠিকমত চ্যাটিং করতেসিলো না তাই আমি বলসিলাম তোমার মনে হয় চ্যাটিং এর মুড নাই।বাস।রাতে একটা ঝর গেল,আগামী দুই দিন এই রাগ ভাংবে না।ওর রাগ না ভাংলে আমার খুব কষ্ট হয়।প্লিজ ভাই বলেন ক্যাম্নে রাগ ভাঙ্গাবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.