নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমাহবুব

আলমাহবুব › বিস্তারিত পোস্টঃ

তোমাকে দেখলেই

১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

তোমাকে দেখলেই আচম্বিতে মনে পড়ে যায়

এইতো নারী- যার সৃষ্টিই পুরুষের গলায়

শৃঙ্খলের রজ্জু বেঁধে পোষা কুকুরের মতো

নিজের আপাদমস্তক স্বার্থে রাখে অনুগত।



তোমার মাঝে আমি প্রায়ই দেখি-

কাক ডাকা ভোরের শান্ত নির্মল ছবি

যা অসহায় করে দেয় ফ্রাঙ্কেনস্টাইন সৃষ্ট দানব

থেকে শুরু করে পৃথিবীর ভয়ঙ্কর সব মানব



অথবা মানব জাতিকে। আমার চোখের সামনে

প্রামান্যচিত্রের মতো রাজপুত্র এযিয়েলের মৃত্যুমুখে

বাড়িয়ে দেয়া এক পাঁ আর নবী ঈসাচারের ক্ষতবিক্ষত

ধর্মীয় দেহ ভেসে ওঠে যেন জীবন্ত অক্ষত।



তোমার মাঝে নববধুর কপালের টিপের মতো

নির্মমতার অস্তিত্ব আমি দেখি। পৃথিবীর যত

আনন্দ কোলাহল তখন মুহুর্তেই থেমে যায়, যেন এমন

অতর্কিতে শুরু হয় নরকের অগ্নিজ্বালা চুম্বন।



আবার হঠাৎ তোমার অসহায় চিত্র

প্রবল পরাক্রম ক্লিওপেট্রাও যেমন বিমস্র

চিত্তে প্রাণঘাতি হারমাচিসের কাছে মীমাংসা

করতে ছুটত সে রকম অস্তিরতায় সঙ্গী খোঁজা।



যার কাছে পাবে জীবনের চলার পথে অদম্য

এক অপার্থিব শক্তি। যে তোমার নেপথ্য

থেকে পরিচালনা করবে তোমারই মত।



অবশেষে তুমি কিন্তু পুরুষের কাছেই হবে নত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.