নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ পৃথিবী একবার পায় তারে...

রাতগুলো আমার , দিনগুলো সৎ মানুষের !!

দুর্বৃত্ত

সেখানে ছিলাম আমি,আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;আমি ক্লান্ত প্রাণ এক,চারিদিকে জীবনের সমুদ্র সফেন!

দুর্বৃত্ত › বিস্তারিত পোস্টঃ

মুভি দেখা - the illutionist (মুভি রিভিউ মনে হয়)

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

দ্য ইলুশনিস্ট মুভির নাম শুনেছেন ?

প্রশ্নটা একটু বোকার

মতো করে ফেললাম বোধহয় । এই

মুভিতো রীতিমত পপুলার একটা মুভি ।

এই মুভির নাম শুনবে না কেউ

এটা কীভাবে হয় !





নামঃ The Illusionist (2006)

পরিচালকঃ Neil Burger

অভিনয়ঃ Edward Norton, Paul Giamatti,

Jessica Biel

IMDB : http://www.imdb.com/title/tt0443543/

IMDB Rating : 7.6





এডওয়ার্ড

নরটনকে যারা চিনেন না বা এর

আগে যারা নরটনের মুভি দেখেন

নাই , তারাও অনেকে এই

মুভি দেখেছেন । অনেকে এডওয়ার্ড

নরটনকে চিনেনে জাস্ট এই মুভির

মাধ্যমেই ।

মুভিটি ২০০৬

সালে মুক্তি পেয়েছিলো ।

মুভিটিতে এডওয়ার্ড নরটন

ছাড়া আরো অভিনয় করেছেন

জেসিকা বিয়েল , পল

গিয়ামাট্টি এবং রুফুস সেওয়েল ।

মুভিটি পরিচালনা করেছেন নিল

বার্গার ।

কাহিনী : ভিয়েনাতে একবার

আইসেনহাইম নামক এক ইলুশনিস্টের

(এডওয়ার্ড নরটন) আবির্ভাব ঘটে ।

সে নানান ধরণের অস্বাভাবিক

এবং অসাধারণ ম্যাজিক

দেখিয়ে অগণিত মানুষের মন জয়

করে নিয়েছে । তার এই ম্যাজিক

নিয়ে কাজকারবারে ইন্সপেক্টর উহল

(পল গিয়ামাট্টি) মোটেই সন্তুষ্ট নয় ।

সে সবসময় আইসেনহাইমকে সন্দেহের

চোখে দেখে । একবার এক ম্যাজিক

শো করতে গিয়ে আইসেনহাইম তার

ছোটবেলার

হারানো ভালোবাসা সোফিকে (জেসিকা বিয়েল)

খুঁজে পায় । কিন্তু , চাইলেই

আইসেনহাইম আর

সোফি একসাথে হতে পারে না ।

কারণ , সোফি যে ক্রাউন প্রিন্সের

(রুফুস সেওয়েল) বাগদত্তা ।

আইসেনহাইম

কী ফিরে পাবে সোফিকে ? ক্রাউন

প্রিন্স জানতে পারলে কী হবে ?

ইন্সপেক্টর উহল

কী আইসেনহাইমকে সন্দেহ করা বাদ

দিবে ?

জানতে হলে দেখুন দ্য ইলুশনিস্ট ।



এডওয়ার্ড নরটনঃ



বরাবরের মতো এডওয়ার্ড নরটন

অসাধারণ অভিনয় করছেন ।

তবে আমি আমি মনে করি নরটন

আরো ভালো অভিনয় করতে পারতেন

। কেনো জানি এই মুভিতে তার

অভিনয় অ্যামেরিকান

হিস্টোরি এক্স , ফাইট ক্লাব

কিংবা দ্য পেইন্টেড ভেইল

লেভেলের মতো লাগেনি । তারপরও

তিনি যে অভিনয় করেছেন তাও

অনেক বড় বড় অভিনেতাই

করতে পারতেন না । আসলে , নরটন

নিজেই নিজের লেভেল অনেক

উপরে নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন

। পল গিয়ামাট্টি অসাধারণ অভিনয়

করেছেন । মুভির চমক ছিলো তার

অভিনয় । অতি শক্তিশালী অভিনয় ।

চরিত্রের জন্য পারফেক্ট ।

জেসিকা বিয়েল তেমন সুযোগ

পাননি । তারপরও

মোটামোটি ভালোই করেছেন ।

মুভির অন্যতম আকর্ষণ অন্যরকম

ক্যামেরা ওয়ার্ক ।

যারা মুভি দেখেছেন তাদের

নিশ্চয়ই মনে আছে ক্যামেরার অন্যরকম

ব্যবহার । এই

জিনিস্টা মুভিকে আরো স্পেশাল

বানিয়েছে ।

নিল বার্গার অসাধারণ

পরিচালনা করেছেন ।সার্থক সাসপেন্স। মুভি দেখার

সময় একটা ঘোর

তৈরি হয়ে গিয়েছিলো ।





একই বছর নোলানের দ্য প্রেস্টিজ

মুক্তি পায় । তাই , না চাইলেও দুই

মুভির মাঝে তুলনা চলে আসে ।দুটাই ম্যাজিশিয়ান ভিত্তিক। দুই

মুভিতেই আমার প্রিয় দুই

অভিনেতা ক্রিশ্চিয়ান বেল

এবং এডওয়ার্ড নরটন অভিনয় করেছেন ।দুটাই মাস্টারপিস একেবারে! :)



তাই আমি এই দুই মুভির

মাঝে কোনো তুলনা করবো না ।

না দেখে থাকলে দেখে ফেলতে পারেন

। আশাহত হওয়ার কোনো সম্ভাবনাই

নাই ।নিল বার্গার সে সুযোগ রাখেনি :)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

কোরাল আহ্‌মেদ বলেছেন: ধইন্যা ( ভালো কমেন্ট মনে হয় :) )

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

দুর্বৃত্ত বলেছেন: আপনারেও ধইন্যা :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: এডওয়ার্ড নরটনের অভিনয় সবসময় দুর্দান্ত।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

দুর্বৃত্ত বলেছেন: ঠিক তাই।
বস মানুষ তো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.