নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ভঙ্গের ২২ মার্চ আজ

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

এশিয়াকাপ ফাইনাল ২০১২

জমে থাকা নোনা জল যখন ছলকে বেরিয়ে এলো মুশফিকের চোখ বেয়ে, যখন মায়াবী বিভ্রমের আভাটুকু ছাপিয়ে সাকিব কেঁদে ফেললেন নীরবে, যখন পুরো গ্যালারি থেকে বোবা কান্নার গোঙানি শোনা যাচ্ছে; বুকে হাত রেখে বলতে পারবেন কি, তখন আপনিও লুকিয়ে চোখ মোছেননি, ক্ষরণ হয়নি ভেতরটা! অজান্তেই দুটি হাত এক হয়ে যায়নি প্রার্থনার জন্য। ১০ বলে ১৫, ৬ বলে ৯ করে শেষ বলটি পর্যন্ত স্নায়ু শক্ত করে রাখার পরও ২ রানের হারটা কাঁটার মতো গেঁথে থাকেনি! যে ক্ষণটি হতে পারত মহাকাল থেকে আলাদা করে রাখার মতো, যে রাতটি হতে পারত অমর এবং পার্থিব, সে রাতে পাকিস্তানের কাছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দিয়েছিলেন মুশফিকরা চোখের জলে। হয়তো ক্রিকেটের অঙ্কের কাছে ম্যাচটি দুটি রানের জন্য হেরেছেন এগারো বাংলাদেশি।



কিন্তু ভুবন মোহিত হয়েছিল এই রাতে সাকিব-তামিমদের লড়াইয়ের জেদ দেখে। যুদ্ধের ময়দানে শেষ মুহূর্ত পর্যন্ত মাটি আঁকড়ে পড়েছিলেন একদল বাঙালি। আর তাই, চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ, এটা বলার কোনো উপায় নেই চ্যাম্পিয়ন হয়নি বলার আগে। হয়তো প্রথম হতে পারেনি বাংলাদেশ, হয়তো ট্রফি জিতে ইতিহাস গড়া হয়নি তামিমদের, কিন্তু এশিয়ার

দ্বিতীয় এখন বাংলাদেশই। স্বপ্ন পূরণ হয়তো হয়নি ঠিকই, নতুন একটা স্বপ্নের বুনন নিশ্চয় হয়েছে গত ২২ মার্চ ২০১২ মিরপুরের ময়দানে। ক্রিকেটপ্রেমী বাংলাদেশিরা তাই দেবদাস হতে পারবেন না, নতুন প্রেমে উজ্জীবিত হয়েই জয়ধ্বনি দেবেন মুশফিকদের এ দলটিকে।



সেদিনের সেই ম্যাচটির কথা মনে পড়লে আজ মন খারাপ হয়ে যায়।



আমরাও যে কাদিনি তা নয়। চোখের জল আমাদেরও পড়েছে।

তারপরও, তমাদের জয় পরাজয় যাই ঘটুক আমরা তোমাদের সমর্থন করে যাব।





আর এই মার্চ মাসেই ইতিহাস গড়তে গিয়েও পারলনা বাংলার দামাল ছেলেরা। একদিন আমরা এই ক্রিকেট বিশ্বকে শাসন করব ইনশাল্লাহ।



[শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো এখান থেকে সরাসরি দেখতে পারবেন] ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

স্বপনবাজ বলেছেন: প্রিয় মুখগুলোর এমন কান্নারত চেহারা সহ্য করার মত না !
একদিন আমরা এই ক্রিকেট বিশ্বকে শাসন করব ইনশাল্লাহ।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

অণুষ বলেছেন: একদিন আমরা এই ক্রিকেট বিশ্বকে শাসন করব ইনশাল্লাহ।

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২

গগণজয় বলেছেন: একদিন আমরা এই ক্রিকেট বিশ্বকে শাসন করব ইনশাল্লাহ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮

অণুষ বলেছেন: সহমত

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

নিকষ বলেছেন: কাল্কা হবে ২৩ শে মার্চ। ২০ রানে হারাইয়া দিমু।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮

অণুষ বলেছেন: ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.