![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
=================================
১. গ্রেট ভোলা সাইক্লোন, বাংলাদেশ (১৯৭০, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ৫ লক্ষ)।
২. হুগলি রিভার সাইক্লোন, ভারত (১৭৩৭, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার)।
৩. হাইফং টাইফুন, ভিয়েতনাম (১৮৮১, উৎপত্তিস্থল পশ্চিম প্রশান্ত মহাসাগর, মৃতের সংখ্যা ৩ লক্ষ)।
৪. বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ (১৫৮৪, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ২ লক্ষ)।
৫. গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ (১৮৭৬, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ২ লক্ষ)।
৬. বাংলাদেশ (১৮৯৭, বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার)।
৭. সুপার টাইফুন নিনা, চীন (১৯৭৫, উৎপত্তিস্থল পশ্চিম প্রশান্ত মহাসাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার)।
৮. সাইক্লোন জিরো-টু-বি, বাংলাদেশ (১৯৯১, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার)।
৯. গ্রেট বম্বে সাইক্লোন, ভারত (১৮৮২, উৎপত্তিস্থল আরব সাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ)।
১০. হাকাতা বে টাইফুন, জাপান (১২৮১, উৎপত্তিস্থল পশ্চিম প্রশান্ত মহাসাগর, মৃতের সংখ্যা ৬৫ হাজার)
**১০টির মধ্যে ৫টিই বাংলাদেশে সংগঠিত হয়েছে!!**
২| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩
জাতিস্বর বলেছেন: জানলাম কিছু।ধন্যবাদ।
৩| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫
এহসান সাবির বলেছেন: হুম।
৪| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৫৫
ভারসাম্য বলেছেন: নার্গিস নাই ক্যান লিষ্টে... ওইটায় নাকি বার্মায় লক্ষাধিক লোক মরছিল ... অবশ্য অফিসিয়াল হিসাবতো অনেক কম হয় এইসব দেশে।
+++
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৪
অণুষ বলেছেন: পোস্টের শিরোনামেই দেয়া আছে প্রাণঘাতী সেরা ১০ টি বিপর্যয়ের কথা। নার্গিস ঐ পরিমান প্রাণহানি ঘটায়নি তাই উনারে মাফ কইরা দিছি।
৫| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:২৬
বাংলার হাসান বলেছেন: ঘুর্ণিঝড় "মহাসেন মোকাবেলায় সরকারী বেসরকারী প্রস্তুতি চলছে পুরোদমে। নিন্দুকেরা কয় আমি নাকি সব কিছুতে প্যাচাল পারি খালি অতিত লইয়া টানাটানি করি। কেউ কেউতো এক কাঠি আগাইয়া ঠাট্টা কইরা কয় আমি হইলাম গিয়া উঠতি বুদ্ধিজীবি, হের লাইগাই মনে হয় দিন দিন মাথার চুলও কমতাছে, বুদ্ধিজীবি নামক পরগাছা হইতে হইলে নাকি চকচকা টাক লাগে। এখন কথা হইল নার্গিস, সিডর, আইলা, সহ অসংখ্যা ঘুর্ণিঝড় থেকে দেশের বিশাল জনপদরে আগলাইয়া রাখছে যেই সুন্দরবন তার পোংঙ্গায় বাঁশ দিয়া রামপাল বিদুৎ কেন্দ্র হইতাছে। ভালাই লাগতাছে, বিশ্বের লগে তাল মিলাইয়া দেশ আগাইয়া যাইতাছে। বাহ! ভালতো, ভাল না। আপনার মতামত দিন।http://www.somewhereinblog.net/blog/banglar_hasan/29830058
৬| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৪
দি সুফি বলেছেন: নার্গিস আফার নাম বাদ পরছে!
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৬
অণুষ বলেছেন: নার্গিস আফা ঐ ১০ টার মত এত ক্ষতি করেনাই তাই উনি ফাইনাল রাউন্ডে উঠতে পারেননাই।
৭| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৩৯
দি সুফি বলেছেন: ১ লাখ ৩৮ হাজার+ সংখ্যাটা অতি সহজেই নার্গিস আফাকে ৮ এর কাছাকাছি যায়গা করে দেয়ঃ http://en.wikipedia.org/wiki/Cyclone_Nargis
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
অণুষ বলেছেন: ধন্যবাদ,
নার্গিস আফারে এইখানে নিয়া আসার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৩৭
কদমা বলেছেন: janlam