নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

গ্রামাঞ্চলে প্রচলিত কিছু বাংলা প্রবাদ

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬

গ্রামাঞ্চলের প্রচলিত কিছু বাংলা প্রবাদ মা-কাকিদের মুখে শুনা যেত, এখনো সেগুলো আমাদের মাঝে আছে তবে হারিয়ে চলেছে তাদের ঐতিহ্য।



১। ভাত নাই চা খায়, সাইকেল দিয়া আগদে যায় ।

২। আহার-নিদ্রা-ভয়, যত করে তত হয়।

৩। মাথায় চুল নাই, কেত- কোলে বাবরি ;)

৪। কোথায় রাজরানি, কোথায় বিছনায় মুতুনি

৫। কই শেখ সাদি , কই বরকির লাদি ।

৬। দাঁতেরও আহালি, কত রঙ্গ দেখাবি :D

৭। ঘরে ভাত নাই, ছালুন ছালুন করে ।

৮। নিজের নাই জাগা (জায়গা), কুত্তা আনে বর্গা।

৯। অতি ছইয়ালের টুয়া উদাম ।

১০। খাইবা বাল ছাল, হাগবা কি সন্দেশ?

১১। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই ।

১২। কিবা আবার চেহারা, নাম রাখসে তার পেয়ারা ।

১৩। সেফ চলে না দুধ রোজ, বাপের নাম কুদ্দুস ।

১৪। পোঁন নাই কাউয়ার আকাশ ভরা ডাক ।

১৫। আদার বেপারি জাহাজের খবর লয় ।

১৬। হাগে না কোতে , চুঙা ভইরা মুতে ।

১৭। চোরের মার বড় গলা ।

১৮। খাইছি সুজি, কিছু হইলেও তো বুজি ।

১৯। আগা নাই ঠেদ্দিরি আছে ।

২০। পিঠা বল- সিন্নি বল ভাতের মত নাই, চাচি বল -জেঠি বল মায়ের মত নয়

২১) কাঙ্গালের পোলার নাম মিয়াঁ খাঁ, খুত ভাজা খিরা দিয়া খা

২২) হবায় (এমনিতেই) মা রান্দেনা, তাও আবার কয় পান্তা।

২৩) আহার-নিদ্রা-ভয়, যত করে তত হয়।

২৪) কপাল হইছে পোড়া, ইলিশ মাছের বোজা বয়া খাই চিংড়ির গুরা

২৫) বড় ঘরানির (মিস্ত্রি) হয়নাকো ঘর, অতি সুন্দরী রমণী পায়নাকো বর।

এরকম হাজারো প্রবাদ আছে আমাদের বাংলা মায়ের বুকে, কিন্তু কালেরগর্ভে হারিয়ে যাচ্ছে সেসব।

এর বাইরে কারো কিছু জানা থাকলে, কমেন্টে আমার সাথে যোগ দিতে পারেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

ঢাকাবাসী বলেছেন: সুন্দর সংগ্রহ, ভাল লাগল।

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪

আমি ব্লগার হইছি! বলেছেন: বুদ্ধির দোষে ..... মারে খরগোশে।
নতুন নতুন .... গজালে টর্চলাইট মেরে দেখে।
কপালে যদি মারে গু.. , তিন পোয়া চালে এক কেজি খুদ।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০

অণুষ বলেছেন: দারুন সংগ্রহ ভাইয়া। ধইন্যবাদ।
B-)) B-)) B-))

৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮

নীল কষ্ট বলেছেন: অতি সুন্দরী রমণী পায়নাকো বর।---ঠিক কথা ভাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.