![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার গ্রামের বাড়িতে এক চাচা আছেন, যিনি প্রতি বছর কিছু সময় মাথাগরম থাকেন।
যখন বেশী গরম থাকেন তাকে ঠাণ্ডা করার জন্য ঘরের বাইরে গাছের সাথে তালা দিয়া রাখতে হয়। রাতের বেলায়ও তিনি সেই গাছের সাথে বাঁধা থাকেন।
একদিন সকালে তার কাছে গিয়া দেখি তিনি গাছের সাথে বাঁধা,
-চাচা কাল সারারাত কি এইখানেই ছিলেন?
-কালকে কেন তিনদিন যাবত আছি, খুব শান্তি খাবার দাবার সব এখানেই আসে। আমার কিছু করা লাগেনা। খাই আর গুমাই। তুই থাকবি আমার লগে?
-চাচা মশা কামড়ায়না আপনারে? আশেপাশে তো মশারি দেখতেছিনা।
-আমারে মশা কামড়ায়না, আমি মশার একটা দোয়া পড়ি।
-(পড়া ফাঁকি দিয়া টেবিলে গুমাইতে গিয়া কত মশার কামর খাইছি) আমারে শিখাইবেন?
-তুই মনে রাখতে পারবি?
-আমি আপনের ভাতিজা অবশ্যই পারব।
-তাইলে শোণ,
ইয়া_আইয়ুহাল_মশা, লা_তা_বুনবুন, আনা_গারিবুন, আনা_লা_মশারি।
-চাচা কিছুই বুঝলামনা।
-এইডা বুঝলিনা? এর অর্থ হইলঃ হে মশা, বনবন করিসনা, আমি গরিব, আমার মশারি নাই।
তার কথায় একটা পৈশাচিক আনন্দ পাইলাম ঠিকই, কিন্তু পরে চিন্তা করলাম তার মনের কষ্টটা, সে পাগল তাই তার কষ্টের অভিযোগ কারো কাছে করেনা।
সে কি তার এই দোয়ায় আমাদের এই অন্ধতাকে ধিক্কার দিল? পাগল হলেও সে তো মানুষ। তারও তো কষ্ট আছে।
[পুনশ্চঃ ঘটনাটা পুরুপুরি সত্য, তিনি একজন কোরআনের হাফেয। পাগল অবস্থায়ও তিনি সাবলীল ভাবে কোরআন তিলাওয়াত করেন। গরিব হবার কারনে তিনি সুচিকিৎসা নিতে পারছেননা। আপনারা তার জন্য দোয়া করবেন তার সুস্থতার জন্য।]
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫
অণুষ বলেছেন: উনার সুচিকিৎসার প্রধান বাঁধা হচ্ছে তিনি এতিম আর গরিব।
তার কোরআন তিলাওয়াত এত সুন্দর, আপনার শুনতেই মন চাইবে। বছরের যে সময়গুলুতে তিনি ভালো থাকেন, তার মত ভদ্রলোক আপনার খুজে পেতে কষ্ট হবে।
২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫২
ফুরব বলেছেন: ইয়া_আইয়ুহাল_মশা, লা_তা_বুনবুন, আনা_গারিবুন, আনা_লা_মশারি
একেবারে জাত পাগল।।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
অণুষ বলেছেন: আমি তাকে খুব কাছ থেকে দেখছি। তাকে পাগল বলবেননা, বলুন, আমাদের অন্ধ সমাজ আর দারিদ্রতার বলী।
৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০২
অর্থনীতিবিদ বলেছেন: দোয়া করি আল্লাহ যেন হাফেয সাহেবকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
অণুষ বলেছেন: আমীন।
৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১২
অডি বলেছেন: আমার মনে হয় উনি তালে পুরাই ঠিক। আগ্রহী থাকলে আরো ক্লোজলী দেখেন।
৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৯
মেংগো পিপোল বলেছেন: সে পাগল তাই তার কষ্টের অভিযোগ কারো কাছে করেনা।
সে কি তার এই দোয়ায় আমাদের এই অন্ধতাকে ধিক্কার দিল? পাগল হলেও সে তো মানুষ। তারও তো কষ্ট আছে।
ভাই ভদ্রলোক জ্ঞানী পাগল বলে মনে হচ্ছে, নিজে বুঝতে পারছেন উনি পাগল তাই উনি কারো কাছে দোয়া চান না। আর এখানে অন্ধতা বলতে কি বুঝাচ্ছেন, কে জানে?
ওনার সুচিকৎসার বন্দবস্ত করা উচিৎ। ওনার জন্য দোয়া রইলো। আর একটা পরামর্শ যদি কোন মেয়ে রাজীহয় তাহলে ওনার আসু বিবাহের ব্যাবস্হা করতে পারে বোধ করি কিছুটা রোগ মুক্তি মিলতে পারে।
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
অণুষ বলেছেন: তার বয়স ২৭-২৮ বছর। বিয়ে ১ বার করানো হইছে ১ মাস পর বউ চলে গেছে।
৬| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮
প্রত্যাবর্তন@ বলেছেন: দোয়া রইল
৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
আরজু পনি বলেছেন:
মনটা খারাপ হয়ে গেল !
পরিবারের মানুষগুলো তার আরেকটু যত্ন নিলেই পারে
আল্লাহ তার উপর সহায় হোন।।
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
অণুষ বলেছেন: তার পরিবার একেবারে গরিব, এক সময় তাদের অনেক কিছুই ছিল এখন নেই।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
খেয়া ঘাট বলেছেন: কত মানুষযে সুচিকিৎসার অভাবে এরকম কষ্ট পাচ্ছে। উনার সুচিকিৎসার দরকার। সুচিকিৎসা না হলে সুস্থ হবেন কেমন করে?