![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন বাসা থেকে বের হইনি। সন্ধ্যায় চা খেতে বাসার নিচে দোকানে গিয়ে বসতেই এক বন্ধুর সাথে দেখা। তো দুজন চা খাচ্ছি আর কথা বলছি। এমন সময় খুব পার্ট এক পোলা দুইটা বেনসন কিন্না একটা পকেটে লইয়া আরেকটা নায়ক অনন্ত জলিলের মত ভাব লইয়া টানতে টানতে মৃদু অন্ধকারে হারাইয়া গেলো।
বন্ধুটা আমারে জিজ্ঞেস করল,
-চিনছ তারে?
-না। কি হইছে।
-১৫ দিন আগে তার একটা দুঃখের ঘটনা ঘটছে।
-কি?
-হালায় ২ মাস একটা মাইয়ারে পটাইয়া ফেসবুকে প্রেম করছে।
-ভালইতো ভাব দেখলাম। অস্বাভাবিক কিছুনা।
-১৫ দিন আগে মাইয়া তারে গুলশান-১ এ গ্লোরিয়া জিন্সে দেখা করতে কইল। মাসাল্লাহ হালায় নায়ক সাইজ্জা তার ফেসবুক নায়িকার কাছে গেল। মাইয়াও ঠিক আছে দেখতে বেশ সুন্দর।
তো খাবারের অর্ডার দিয়া দুজন কথা খুব রোমান্টিক কথা বলছে। হটাত মাইয়াডা তারে কয়,
মাইয়াঃ জান তোমার মোবাইলটা কি একটু দেয়া যাবে?
বলদঃ কেন জান, কি করবা?
মাইয়াঃ আমার ফোনে ক্রেডিট শেষ হয়ে গেছে। আমার এক বান্ধবীকে একটু ফোন করব।
বেশিনা দুই মিনিট।
বলদঃ (খুশিতে গদ গদ হইয়া) এই নাও জান দুই মিনিট কেন বিশ মিনিট কথা বলো।
মাইয়া মোবাইল টা নিয়া তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে একটু বাইরের দিকে গেলো। বলদ তার ফেসবুক প্রেমিকার জন্য খাবার সামনে নিয়া বইসা আছে, প্রায় ১৫ মিনিট হইয়া গেছে মাইয়া আসেনা।
কিরে মাইয়া আসেনা কেন?
খোঁজ নিতে বাইরে গেল, মাইয়া কই? মাইয়া তো দুরের কথা মাইয়ার ছায়াওতো নেই।
বেচারা তার এক সপ্তাহ আগে সনি এক্সপেরিয়া জেড কিনছিল।
মাইয়াও নাই মোবাইলও নাই।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১২
অণুষ বলেছেন: অতি ভালবাসার ফল। কিছু পলাপাইন কেউ আই লাভ ইয়ু বললেই মনে করে স্বর্গ পাইছে। আর তখনি খায় বাঁশ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৫
চানাচুর বলেছেন: যদিও দুই তিন বছর আগে মোবাইল প্রেম থেকে এই টাইপ প্রতারণা হতো। কিন্তু সে যাই হোক...
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৯
নূর আদনান বলেছেন:
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৬
অণুষ বলেছেন: ভাইয়ে কি এইরকম রিলেশনে জড়িত নাকি? কেমন যেন করতাছেন। যদি থাকেন সাবধান।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: পুলাটা তো দেখি ভালো ধরা খাইছে
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৪
অণুষ বলেছেন: আমি পুলাডার সামনে থাকলে কইতাম, ভাই তুই এই গানটা গা।
আমাদের ভালোবাসা হয়ে গেছে ঘাস
খেয়ে গেল গরু, দিয়ে গেল বাঁশ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৭
মশিকুর বলেছেন:
পুরাই কট
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৯
অণুষ বলেছেন: হুম
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
নীলমেঘ আমি বলেছেন: এই জন্যই তো আমি কম দামের মোবাইল ব্যবহার করি আর মোবাইলে বেশী ক্রেডিট রাখি না।
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
অণুষ বলেছেন: বুদ্ধিটা খারাপ না।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
htusar বলেছেন: মজা পাইসি।
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
অণুষ বলেছেন: আমিও পাইছি।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
~*~নির্ঘুম~*~ বলেছেন: যারা ফেসবুকে সারাদিন তেতুল খোজে তাগো এই দশাই হয়
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অণুষ বলেছেন: এক্কেরে আমার মনের কথাটা কইছেন।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
গুগলরকস বলেছেন: হালা বলদ শিওর কইরা কইলাম
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৫
বেঈমান আমি. বলেছেন:
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
মোঃ নবিন আলী বলেছেন: বাঁশটা ভালই দিছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
চানাচুর বলেছেন: এই টাইপ প্রতারণা তো দুই তিন বছর আগে থেকেই শুনছি। চোখ কান খোলা থাকলে বলদটার আজ এই দশা হইতো না
মজা পাওয়া উচিত না তাও ব্যাপক মজা পাইতে হলো।