|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
	
  দেবীদের কাঁদতে হয় না
দেবীদের জন্ম হয়, আরাধনার উপলক্ষ হতে,
সহস্র ফুলের স্তবক মাড়িয়ে, 
টাইগ্রিস পার করে 
স্বর্গ ছুঁতে..
দেবীদের কাঁদতে হয় না,
দেবীরা আছে বলেই বোকারা স্বপ্ন দেখছে দেখুক
বিলীন মরুতে ফোটাক সভ্য শহর, বন্দর
আর কোনো শাহজাহান তাজমহল গড়ুক..
দেবীদের কাঁদতে নেই,
কারন, পাপাচার রণভূমিতে দেবীদের এ অশ্রুর দাম নেই..
দেবীরা বরং অস্র চালনা শিখুক,
তীরের আঘাতে ছিন্ন করুক যুগ 
খোলা তরবারির শানিত কোপে
কাটুক,
সব রাবনের 
মুন্ডু, পুচ্ছ কিংবা বুক !!!
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ১০ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫৯
১০ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫৯
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: করে দিয়েছি  ধন্যবাদ
 ধন্যবাদ
২|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৫৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: কবিতায় সব সময় সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে হয়।
৩|  ১০ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০০
১০ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০০
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: আচ্ছা,,আরো সুন্দর করে দিব
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:১৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছুঁতে, স্বপ্ন, রণভূমি, মুণ্ডু
টাইপোগুলো ঠিক করে নিয়েন।